• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রথী-মহারথীরাও হার মানে! ছবি তে থাকা বেলুনের সঠিক দাম বলতে পারলে আপনি জিনিয়াস

Maths Quiz : সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝেমধ্যেই নানান রকমের ব্রেন টিজার (Brain Teaser) ভাইরাল হতে দেখা যায়। একঘেয়েমি দূর করায় এগুলির জুড়ি মেলা ভার। এমন প্রচুর মানুষ আছেন যারা নিয়মিত ব্রেন টিজার সমাধান করতে ভালোবাসেন। কেউ কেউ দাবি করেন, এগুলি সমাধান করলে নিখাদ আনন্দ অনুভব হয়। বিশেষজ্ঞরা আবার বলেন, নিয়মিত ব্রেন টিজার সমাধান করলে নাকি মানুষের বুদ্ধি বাড়ে।

আজকের প্রতিবেদনে এমনই একটি ব্রেন টিজার নিয়ে এসেছি আমরা। সম্প্রতি নেটপাড়ায় ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে এই ছবিটি। এই ব্রেন টিজারে তিনটি রঙের বেলুন (Balloon) দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গেই দু’টি ভিন্ন রঙের বেলুন যোগ করে কত দাম (Price) হচ্ছে সেই সংখ্যাও পাশে লেখা রয়েছে। তবে টুইস্ট রয়েছে অন্য জায়গায়।

   

Brain teaser balloon, Brain teaser balloon price

ছবিতে দু’টি ভিন্ন রঙের বেলুনের দামের যোগফল দেওয়া থাকলেও, একটি বেলুনের দাম কত তা উল্লেখ করা নেই। আর সেটি খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ। হাতে সময় রয়েছে মাত্র ৯ সেকেন্ড। এই সময়ের মধ্যেই আপনাকে ৩টি বেলুনের দাম বলতে হবে।

আরও পড়ুনঃ চোখ থাকলে তবেই পাবেন খুঁজে! ১৫ সেকেন্ডে দুই মেয়ের মধ্যে ৫টি পার্থক্য খুঁজে পারলে আপনি জিনিয়াস

দাবি করা হয়েছে, নির্ধারিত ৯ সেকেন্ডের মধ্যে এই ব্রেন টিজারটি সমাধান করতে ব্যর্থ হয়েছেন অধিকাংশ মানুষ। হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি সবাই শেষ পর্যন্ত হার স্বীকার করে নিয়েছেন। শত চেষ্টা করেও কোন বেলুনের কত দাম তা তাঁরা বলতে পারেননি। আপনি একবার চেষ্টা করে দেখুন তো পারেন কিনা?

আরও পড়ুনঃ বর তুমি কার? দুই মহিলার মাঝে কে লোকটির আসল স্ত্রী কে? বুদ্ধি থাকলে তবেই পারবেন বলতে

Brain teaser balloon, Brain teaser balloon price

আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে কোন বেলুনের কত দাম তা বের করে ফেলতে পারেন তাহলে মানতেই হবে আপনি জিনিয়াস। তবে না পারলেও হতাশ হবেন না। কারণ আমরা আপনার জন্য সেই কাজটা করে দিচ্ছি। ছবিতে দেখুন, দু’টি হলুদ বেলুনের দাম দেওয়া আছে ৮ টাকা। অর্থাৎ একটি হলুদ বেলুনের দাম ৪ টাকা। ওদিকে আবার হলুদ এবং সবুজ বেলুন নিলে দিতে হবে ৫ টাকা। অর্থাৎ হলুদ বেলুনের দাম ৪ টাকা এবং সবুজটির মূল্য ১ টাকা। এবার সবার ওপরে দেখুন বেগুনি এবং সবুজ বেলুনের দাম লেখা রয়েছে ১০ টাকা। এক্ষেত্রে সবুজ বেলুনের মূল্য ১ টাকা এবং বেগুনি বেলুনের দাম ৯ টাকা।

site