• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বর তুমি কার? দুই মহিলার মাঝে কে লোকটির আসল স্ত্রী কে? বুদ্ধি থাকলে তবেই পারবেন বলতে

Updated on:

Brain teaser can you find this man’s real wife within 4 seconds

সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝেমধ্যেই নানান ধরণের ব্রেন টিজার (Brain Teaser) পাজল ভাইরাল হতে দেখা যায়। এগুলি মানুষের একঘেয়েমি দূর করতে ভীষণ কার্যকর। এমন অনেক মানুষ আছেন যারা এই ব্রেন টিজার নিয়মিত সমাধান করতে ভীষণ ভালোবাসেন। তাঁরা বিষয়টিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত ব্রেন টিজার সমাধান করলে মানুষের বুদ্ধি বাড়ে!

আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি ব্রেন টিজার নিয়ে এসেছি আমরা। ছবিতে এক ব্যক্তি (Man) এবং দু’জন মহিলাকে (Woman) দেখা যাচ্ছে। দুই মহিলাকে হুবহু একই দেখতে। আর এই দুই মহিলার মধ্যে একজন হল ছবিতে থাকা ব্যক্তিটির স্ত্রী (Wife)। দু’জনের মধ্যে কে আসলে লোকটার বউ সেটা খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ। হাতে সময় রয়েছে মাত্র ৪ সেকেন্ড।

Brain teaser, Brain teaser man real wife

দাবি করা হয়েছে, ভাইরাল (Viral) এই ব্রেন টিজার সমাধান করতে গিয়ে অনেকেরই কালঘাম ছুটে গিয়েছে। শত চেষ্টা করেও শেষ পর্যন্ত সঠিক উত্তর দিতে পারেনি অধিকাংশ মানুষ। হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি সবাই ব্যর্থ হয়েছেন। আপনি একবার চেষ্টা করে দেখুন তো উত্তর দিতে পারেন কিনা।

আরও পড়ুনঃ ১০০ জনে পারে মাত্র ১ জন! ১৫ সেকেন্ডে দুটো স্কুটারের মধ্যে ৩টি পার্থক্য খুঁজতে পারলে আপনি জিনিয়াস

নির্ধারিত ৪ সেকেন্ডের মধ্যে আপনি যদি সংশ্লিষ্ট ব্যক্তির আসল স্ত্রী কে তা বুঝে যান তাহলে আপনার বুদ্ধির তারিফ করতেই হয়। আপনি যে বেশ বুদ্ধিমান একথা নির্দ্বিধায় মেনে নিতে হয়। তবে না বুঝতে পারলেও নিরাশ হবেন না। কারণ আমরা আপনাকে বলে দেব, দুই মহিলার মধ্যে কে আসল আর কে নকল।

আরও পড়ুনঃ চশমা পরেও ব্যর্থ হয় ৯৯% লোকে! ৬ সেকেন্ডে ছবিতে বেড়াল খুঁজতে পারলে আপনি জিনিয়াস

Brain teaser, Brain teaser man real wife

প্রথম পুরো ছবিটিকে ঠাণ্ডা মাথায় একবার দেখুন। এরপর পিছনের দেওয়ালে যে ছবিটি ঝুলছে সেটার দিকে তাকান। তাহলে দেখতে পাবেন, সেই ছবিতে যে মহিলা রয়েছে তার বাম দিকের ঘাড়ে ট্যাটু রয়েছে। এবার দেখুন, লোকটির বাম হাত ধরে যে মহিলাটি টানছে তারও বাম দিকের ঘাড়ে ট্যাটু আছে। অর্থাৎ তিনিই হলেন লোকটির আসল স্ত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥