• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও ঝড় উঠবে বক্স অফিসে! প্রকাশ্যে সানি দেওলের ‘গদর ৩’ কাস্ট সহ রিলিজের দিনক্ষণ

‘গদর’ এবং ‘গদর ২’র সাফল্যের পর সিনেপ্রেমী মানুষরা অধীর আগ্রহে ‘গদর ৩’র (Gadar 3) অপেক্ষা করছেন। ফের একবার তারা সিং এবং সাকিনার কাহিনী দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রত্যেকে। অবশেষে এই ছবি নিয়ে চলে এল একটি বিরাট আপডেট। সম্প্রতি ‘গদর ৩’র কাস্ট সহ রিলিজের দিনক্ষণ সামনে এসেছে, যা দেখার পর আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে সানি দেওল (Sunny Deol) অনুরাগীরা।

বলিউডের (Bollywood) ইতিহাসের আইকনিক ছবিগুলির মধ্যে একটি হল ‘গদর’। এই সিনেমায় যেমন দেশপ্রেম রয়েছে, তেমনই আছে প্রেমের ছোঁয়াও। ২০০১ সালের রিলিজ করেছিল সানি দেওল, আমিশা পটেল অভিনীত এই ব্লকবাস্টার সিনেমা। এরপর প্রায় দু’দশকেরও দীর্ঘ অপেক্ষা শেষে চলতি বছর প্রেক্ষাগৃহে রিলিজ করে ‘গদর’র সিক্যুয়েল ‘গদর ২’।

   

Gadar 3, Gadar 3 release date

এত বছর পর ফের তারা সিং এবং সাকিনাকে বড়পর্দায় দেখতে সিনেমাহল ভরিয়ে দিয়েছিলেন সিনেপ্রেমী মানুষরা। এবার এই ছবিরই তৃতীয় ভাগ নিয়ে আসছেন ‘গদর’ নির্মাতারা। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই শুরু হয়ে যাবে এই ছবির কাজ।

আরও পড়ুনঃ একদশক পেরিয়েও সবার প্রিয়! টেলিভিশনের এই ১৩ চরিত্ররা চিরকাল থেকে যাবে দর্শক হৃদয়ে

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘গদর ৩’র শ্যুটিং বেনারসে হবে। প্রায় ১৪-১৫ দিন বেনারসের নানান লোকেশনে শ্যুটিং করবে সানি দেওল, আমিশা পটেল সহ গোটা টিম। আগামী নভেম্বর মাস থেকে ছবির শ্যুটিং শুরু হয়ে যেতে পারে বলে খবর।

আরও পড়ুনঃ ‘তোমায় ছাড়া জীবন কল্পনাও করি না’, স্পেশাল মানুষের সাথে শ্রাবন্তীর ছবি আসতেই তোলপাড় নেটপাড়া

Gadar 2, Gadar 3, Gadar 3 release date

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘গদর ৩’য়ে উৎকর্ষ শর্মা এবং সিমরত কৌরের কাহিনী একটি নতুন প্লটে দেখা যাবে। সেই সঙ্গেই থাকবে তারা-সাকিনা থুড়ি সানি-আমিশাও। তবে আসন্ন এই ছবিতে ভিলেন কে হবে তা নিয়ে জোর চর্চা চলছে। তবে শোনা যাচ্ছে, মনীশ ওয়াধওয়ার ছেলেকে এই সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যাবে। বাবার বদলা নিতে সানির মুখোমুখি হবে সে।

ইতিমধ্যেই নির্মাতারা ‘গদর ৩’র প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে খবর। আগামী বছর এই সিনেমা নিয়ে অফিশিয়াল ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ২০২৫ সালের আগস্ট মাস নাগাদ ‘গদর ৩’ প্রেক্ষাগৃহে রিলিজ করতে পারে।