• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহেশ ভাটের ঠোঁটে ঠোঁট দিয়ে লিপ কিস! ৩০ বছর পর বাবাকে চুমু খাওয়া নিয়ে মুখ খুললেন পূজা

Published on:

Bollywood actress Pooja Bhatt opens up about her kiss with father Mahesh Bhatt

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির একসময়কার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন পূজা ভাট (Pooja Bhatt)। পরিচালক মহেশ ভাটের (Mahesh Bhatt) বড় মেয়েকে দেখে হৃদস্পন্দন বেড়ে যেত বহু পুরুষের। যদিও এখন তাঁকে বড়পর্দায় তেমন দেখা যায় না। পূজাকে শেষ দেখা গিয়েছিল, ‘বিগ বস ওটিটি’র (Bigg Boss OTT) দ্বিতীয় সিজনে। সেই শোয়ের সৌজন্যে ফের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি।

‘বিগ বস ওটিটি’ শেষ হওয়ার পর একাধিক জনপ্রিয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেছেন মহেশ-কন্যা। সেখানে নিজের ‘বিগ বস’ সফর থেকে শুরু করে কেরিয়ার, ব্যক্তিগত জীবন একাধিক বিষয় নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি যেমন এমনই এক সাক্ষাৎকারে বাবা মহেশ ভাটের সঙ্গে তাঁর চুম্বন (Kiss) নিয়ে খোলামেলা কথা বলেন পূজা।

Mahesh Bhatt and Pooja Bhatt, Pooja Bhatt on kissing Mahesh Bhatt

১৯৯০ সাল নাগাদ একটি ম্যাগাজিন কভার নিয়ে প্রবল বিতর্কে জড়িয়েছিলেন পূজা। দেখা গিয়েছিল, মহেশ এবং পূজা ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করছেন। বাবা-মেয়ের চুম্বনের এই দৃশ্য দেখে অনেকেই ভীষণ রেগে গিয়েছিলেন। এবার এই বিতর্ক নিয়েই মুখ খোলেন ‘সড়ক’ অভিনেত্রী।

আরও পড়ুনঃ বক্স অফিসে খোদাই হল নতুন ইতিহাস! রবিবারে সবাইকে টেক্কা দিয়ে রেকর্ড গড়ল শাহরুখের ‘জওয়ান’

পূজা বলেন, ‘এটা নিয়ে আমার কোনও অনুশোচনা নেই। কারণ আমি এই বিষয়টাকে ভীষণ সহজভাবে দেখি। আমার মতে, কোনও নির্দিষ্ট একটি মুহূর্তকে ভুলভাবে ব্যাখ্যা কিংবা বিশ্লেষণ করা যেতে পারে। আমার মনে আছে, একবার শাহরুখ খান বলেছিলেন, শিশুরা অনেক মা-বাবাকে একটা চুম্বন দেওয়ার কথা বলে। আমার বাবার জন্য আমি এখন ১০ পাউন্ডের সেই বাচ্চাই রয়ে গিয়েছি। সারাজীবন আমি এমনটাই থাকবো’।

আরও পড়ুনঃ বিদ্যুতের বিল দিয়ে কেনা যাবে আস্ত ফ্ল্যাট! এই ১০ তারকার মাসিক ইলেকট্রিক বিল শুনলে আঁতকে উঠবে আমজনতা

Mahesh Bhatt and Pooja Bhatt, Pooja Bhatt on kissing Mahesh Bhatt

পূজার সংযোজন, ‘এমনই একটি সরল এবং নিষ্পাপ মুহূর্তে এই ছবিটি তোলা হয়েছিল। সেটা যার ইচ্ছা সে দেখবেন, যার ইচ্ছা সে পড়বেন। আমি এটাকে কোনও ভাবে ডিফেন্ড করতে যাব না। কেউ যদি বাবা-মেয়ের সম্পর্ককে খারাপ চোখে দেখতে চান, দেখতে পারেন। তিনি যা খুশি করতে পারেন। তবে আমাদের একটা পারিবারিক মূল্যবোধ রয়েছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥