Celina Jaitly opens up about her new born baby’s death: বলিউড অভিনেত্রী (Bollywood Actress) হলেও দিনের শেষে তাঁরাও রক্ত মাংসের মানুষ। লাইটস ক্যামেরা অ্যাকশনের পিছনেও তাঁদের একটি জীবন আছে। আর যে কোনও সাধারণ মানুষের মতো তারকাদের জীবনেও চড়াই-উৎরাই লেগেই থাকে। সম্প্রতি যেমন জীবনের এক অত্যন্ত কঠিন সময় নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় বলিউড (Bollywood) অভিনেত্রী সেলিনা জেটলি (Celina Jaitly)।
কথাতেই আছে, জন্মের আগেই সন্তানের সঙ্গে মায়ের অটুট বন্ধন তৈরি হয়ে যায়। তবে সেই বন্ধনের মায়া কাটিয়ে চলে গিয়েছে সেলিনার সদ্যোজাত সন্তান (New Born Baby)। ভূমিষ্ঠ হতে না হতেই একরত্তিকে নিজের কাছে ডেকে নিয়েছেন ঈশ্বর। সম্প্রতি নিজের জীবনের সেই অন্ধকারময় দিনের কথা সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।
গত বুধবার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন সেলিনা। সেখানে দেখা যাচ্ছে, তিনি বুকের কাছে নিজের সদ্যোজাত সন্তানকে ধরে রেখেছেন। পাশে বসে রয়েছেন অভিনেত্রীর স্বামী পিটার। অতীতের কথা স্মরণ করে সেলিনা লিখেছেন, তিনি দ্বিতীয় গর্ভাবস্থার প্রসবের সময় এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। হৃদরোগের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাঁর সন্তান।
সেলিনা লিখেছেন, ‘আমাদের জীবনের এই অধ্যায়ের সঙ্গে মানিয়ে নিতে আমার ৫ বছর সময় লেগেছে। অনেক কষ্ট করে এই নিয়ে কথা বলার মতো সাহস সঞ্চয় করেছি। আমি এবং পিটার চাই এই ধরণের মা-বাবারা জানুক যে তাঁরাও এর মধ্যে দিয়ে যেতে পারেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা জানি যে প্রি ম্যাচিওর শিশুর বেঁচে থাকার লড়াই কতখানি কঠিন। বিশ্বাস ও প্রার্থনার শক্তি এবং মানুষের মধ্যে আত্মার লড়াই’।
আরও পড়ুনঃ বাঙালি গায়কের প্রেমে পড়েই শেষ কেরিয়ার! বলিউড থেকে হারিয়ে কেমন আছেন মীনাক্ষী শেষাদ্রি?
সেলিনা আরও লেখেন, ‘গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ হওয়ার আগে জীবিত জন্ম নেওয়া শিশুকে ‘প্রিটার্ম’ বলা হয়। শমশেরের হৃদয়ের অবস্থার কারণে আমরা ওঁকে হারাই। আমার এবং পিটারের জন্য এটা খুব কঠিন ছিল। আমাদের এই অভিজ্ঞতা চিরকাল লেখা থাকবে। শমশেরকে হারানোর পর আমি এবং পিটার কয়েক মাসের জন্য দুবাইয়ের একটা হাসপাতালে চলে যাই। হতাশা, নার্ভাসনেস, অপরাধবোধ, দুঃখ, ভালোবাসা আমাদের ঘিরে ধরেছিল’।
আরও পড়ুনঃ অভিনয় ছেড়ে বেছেছিলেন দেহব্যবসা, শেষ জীবনে ভিক্ষাও জোটেনি, অনাহারে মারা যান এই অভিনেত্রী
View this post on Instagram
সন্তান হারানো যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়া সকল মা-বাবার উদ্দেশে বিশেষ বার্তাও দেন সেলিনা। অভিনেত্রীর কথায়, এই সময় মা-বাবার একে অপরের পাশে থাকাটা ভীষণ দরকারি। দুঃখ, কষ্ট, প্রতিকূলতা বারবার আসে। পৃথিবীটা কষ্টে ভর্তি। তবে এসব কাটিয়ে ওঠাটাই হল জীবন।