বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা (Bollywood Stars) রয়েছেন যারা ভীষণ প্রতিভাবান। কেউ ভালো ছবি আঁকতে পারেন, কেউ খুব সুন্দর গান করেন। আবার এমনও অনেকে রয়েছেন যারা বাস্তব জীবনে প্লেন (Aeroplane) ওড়ানোর মতো কঠিন কাজও করতে পারেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহিদ কাপুর- প্লেন ওড়ানো শিখেছেন বি টাউনের একাধিক নামী সেলেব। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৫ বলিউড তারকার নাম।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : তুখোড় অভিনয়ের মাধ্যমে গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বলিউডে এবং দশকমনে রাজত্ব করছেন ‘শেহেনশাহ’ অমিতাভ। সেই অমিতাভ একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, উনি প্রথমে বায়ুসেনার পাইলট হতে চাইতেন। তখনই ‘বিগ বি’ জানান, প্লেন ওড়ানোর সময় অনেক রকমের এমারজেন্সি হতে পারে। সেই সময় প্লেন ল্যান্ড করাতেও হতে পারে। অভিনেতার কথা থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল, তিনি প্লেন ওড়ানোর কিছু খুঁটিনাটি জানেন।

আসিন (Asin) : জনপ্রিয় বলিউড অভিনেত্রী আসিনের নামও এই তালিকায় রয়েছে। নিজের মিষ্টি হাসি এবং তুখোড় অভিনয়ের মাধ্যমে কোটি কোটি দর্শকের মন জয় করা আসিনও বাস্তব জীবনে প্লেন ওড়াতে পারেন। আসিন একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ইটালিতে ছুটি কাটাতে গিয়ে তিনি একবার সি-প্লেন উড়িয়েছিলেন।
আরও পড়ুনঃ ১০ জনের কাছেই রয়েছে ৫০০০ কোটির সম্পত্তি! সাউথ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড়লোক অভিনেতা কে জানেন?

বিবেক ওবেরয় (Vivek Oberoi) : বলিউড ইন্ডাস্ট্রির এই প্রতিভাবান অভিনেতার মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে। এর মধ্যে একটি ট্যালেন্ট হল প্লেন ওড়ানোর। অনেকেই জানেন না, ‘কৃষ ৩’ ছবির সময় প্লেন ওড়ানো শিখেছিলেন বিবেক। অভিনেতা ব্যক্তিগত প্লেন ওড়ানোর লাইসেন্স নেওয়ার কথাও ভেবেছিলেন।
আরও পড়ুনঃ সুচিত্রাকে টেক্কা দিয়ে হতে পারতেন মহানায়িকা, কেন হারিয়ে গেলেন উত্তম কুমারের নায়িকা আরতি?

শাহিদ কাপুর (Shahid Kapoor) : বলিউডের ‘কবীর সিং’ যে বাস্তবে প্লেন ওড়াতে পারেন তা অনেকেই জানেন না। আসলে ‘মৌসম’ ছবির সময় প্লেন চালানো শিখেছিলেন তিনি। এই ছবিতে ভারতীয় বায়ুসেনার একজন লড়াকু অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন শাহিদ। আর তখনই প্লেন ওড়ানো শিখেছিলেন অভিনেতা।

গুল পনাগ (Gul Panag) : ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেত্রী গুল পনাগের নামও তালিকায় রয়েছে। একাধিক ট্যালেন্টে ভরপুর এই অভিনেত্রী বাস্তব জীবনে প্লেন ওড়াতে পারেন।

শোনা যায়, পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য প্লেন চালানো শিখেছিলেন গুল। এমনকি অভিনেত্রীর কাছে ব্যক্তিগত প্লেন চালানোর লাইসেন্সও রয়েছে।














