• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খিলাড়ি ইজ ব্যাক! বক্স অফিসে ছক্কা হাঁকানো শুরু, চমকে দিচ্ছে ‘OMG 2’ বক্স অফিস কালেকশন

Published on:

Bollywood actor Akshay Kumar starrer OMG 2 box office collection

Akshay Kumar OMG 2 Box Office Collection : বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন বলিউডের (Bollywood) দুই সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar) এবং সানি দেওল। স্বাধীনতা দিবসের আবহে গত শুক্রবার প্রেক্ষাগৃহে রিলিজ করেছে ‘খিলাড়ি’র ‘ওহ মাই গড ২’ (OMG 2) এবং সানির ‘গদর ২’। রিলিজের দিন থেকেই বক্স অফিসে রাজত্ব করছে সানির সিনেমা। তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছিল অক্ষয়ের ছবি। তবে এবার আস্তে আস্তে নিজের কামাল দেখানো শুরু করেছে ‘ওহ মাই গড ২’।

রিলিজের দিন হতাশাজনক বক্স অফিস কালেকশন ছিল ‘OMG 2’র

গত শুক্রবার তথা মুক্তির দিন বক্স অফিসে (Box Office Collection) একেবারেই ছাপ ফেলতে পারেনি অক্ষয়ের সিনেমা। ‘গদর ২’র (Gadar 2) সামনে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গিয়েছিল ‘ওহ মাই গড ২’। সানির (Sunny Deol) ছবি যেখানে প্রায় ৪১ কোটি টাকা আয় করেছিল। সেখানে অক্ষয়ের সিনেমা ১১ কোটির গণ্ডিও টপকাতে পারেনি। যা সত্যিই নিরাশাজনক।

OMG 2, OMG 2 box office collection

দ্বিতীয়দিন বক্স অফিসে কামাল দেখিয়েছে ‘ওহ মাই গড ২’

প্রথমদিন বক্স অফিসে রাজত্ব না করতে পারলেও দ্বিতীয় দিন থকে ঘুরে দাঁড়ানো শুরু করেছে ‘OMG 2’। প্রথম দিন যেখানে ১১ কোটির গণ্ডিও টপকাতে পারেনি, দ্বিতীয় দিন সেখানে ১৫.৩০ কোটি টাকা আয় করেছে এই ছবি। অর্থাৎ প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে প্রায় ৫০% বেশি আয় করেছে অক্ষয়-পঙ্কজের ছবি।

আরও পড়ুনঃ বাপ বাপই থাকে! শাহরুখ-সলমনকে তুড়ি মেরে উড়িয়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল সানির ‘গদর ২’

রবিবার আরও বাড়বে আয়ের পরিমাণ

‘ওহ মাই গড ২’র বক্স অফিস ট্রেন্ড দেখে চলচ্চিত্র বিশেষজ্ঞরা আগেই বলে দিয়েছেন, রবিবার ছবির আয় আরও বাড়তে চলেছে। ছুটির দিন বলে এমনিতেই প্রচুর অ্যাডভান্স বুকিং হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ৩ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অর্থাৎ আজ ‘OMG 2’র বক্স অফিস কালেকশন যে একলাফে অনেকটা বাড়বে তা একপ্রকার নিশ্চিত।

আরও পড়ুনঃ কেন হেমা মালিনীর জন্য গোটা হাসপাতাল বুক করেছিলেন ধর্মেন্দ্র? এতবছর পর ফাঁস হল আসল কারণ

OMG 2, OMG 2 box office collection

দর্শকদের ভালোবাসাতেই রমরমিয়ে চলছে ‘OMG 2’

রিলিজের দিন বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ হলেও, আস্তে আস্তে ‘ওহ মাই গড ২’র বক্স অফিস কালেকশন বাড়ছে। সিনেবিশেষজ্ঞদের মতে, ছবির কনটেন্ট ভালো বলেই এটা হচ্ছে। অক্ষয়ের সিনেমার বক্স অফিস কালেকশন বাড়ার পিছনে দর্শকদের অবদানই সবচেয়ে বেশি। কারণ তাঁরা সিনেমা দেখে বেরিয়ে ছবির এত প্রশংসা করছেন যে বাকি দর্শকদেরও ছবিটি ঘিরে আগ্রহ জন্মাচ্ছে। আর সেখান থেকেই বাড়ছে ছবির বক্স অফিস কালেকশন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥