• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘হাউ হাউ করে কাঁদব’, মেয়ের বিয়ের তারিখ পাকা হতেই মনের কথা জানালেন আমির খান!

Published on:

Bollywood actor Aamir Khan announces daughter Ira Khan Nupur Shikare wedding date

বলিউডের (Bollywood) বাকি স্টারকিডদের থেকে অনেকটা আলাদা ইরা খান (Ira Khan)। সুপারস্টার আমির খানের (Aamir Khan) মেয়ে হলেও লাইমলাইট থেকে একেবারে দূরে থাকেন তিনি। ইন্ডাস্ট্রির পার্টিতেও বিশেষ দেখা যায় না তাঁকে। এবার সেই ইরাই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। সম্প্রতি মেয়ের বিয়ের দিনক্ষণ (Wedding Date) ঘোষণা করেন আমির নিজে।

গত বছর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিকারের (Nupur Shikare) সঙ্গে আংটি বদল সেরেছিলেন ইরা খান। দুই পরিবারের সদস্য এবং কাছের মানুষদের সাক্ষী রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন দু’জনে। এবার সেই সম্পর্ককে আরও এক ধাপ এগোনোর পালা। প্রথমে চলতি বছর অক্টোবর মাসে গাঁটছড়া বাঁধবেন বলে ঠিক করেছিলেন ইরা-নূপুর। তবে আচমকাই পিছিয়ে যায় বিয়ের দিনক্ষণ। এবার মেয়ের বিয়ের তারিখ ঘোষণা করলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

Aamir Khan announces Ira Khan Nupur Shikare weddding date

জানা গিয়েছে, ইরা খান ও নূপুর শিকরের বিয়ে ৩ মাস পিছিয়ে গিয়েছে। অক্টোবরের বদলে এখন জানুয়ারি মাসে চার হাত এক হতে চলেছে। নতুন বছর ৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন আমিরকন্যা ইরা খান। সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলার সময় হবু জামাইকে প্রশংসায় ভরিয়ে দেন বলিউড অভিনেতা।

আরও পড়ুনঃ ‘গদর ২’র পর আবারও কাঁপবে বক্সঅফিস! রণবীরের ‘রামায়ণে’ এই চরিত্রে আসছেন সানি দেওল

সর্বসমক্ষে নূপুরের তারিফ করে আমির বলেন, ‘ইরার জন্য নূপুর একদম যোগ্য সঙ্গী হতে চলেছে’। ‘এটা হয়তো একটু ফিল্মি শোনাতে পারে, তবে আমার মনে হয় নূপুর আমাদের ছেলের মতো। ও ভীষণ ভালো মানুষ। ইরা যখন ডিপ্রেশনের বিরুদ্ধে লড়ছিল, তখন ও প্রত্যেক মুহূর্তে ওঁর পাশে থেকেছে। নূপুরকে এখন আমাদের পরিবারের অংশ বলে মনে হয়। আর ওঁর মা প্রীতমজি তো ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন’।

আরও পড়ুনঃ সন্ধ্যে নামলেই টিভিতে চলছে অ্যাডাল্ট সিন! ৩ সিরিয়াল বয়কটের দাবিতে সরব বাংলার দর্শকেরা

Ira Khan and Nupur Shikare, Ira Khan and Nupur Shikare wedding date

এরপরেই আমির জানান, মেয়ের বিয়ের দিন চোখের জল আটকাতে পারবেন না তিনি। অভিনেতার কথায়, ‘আমি তো খুব ইমোশনাল হয়ে পড়ি। আমি ওই দিন (ইরার বিয়ের দিন) খুব কাঁদবো, এটা জানা কথা। বাড়ির সবাই এখন থেকেই বলছে, আমিরকে সেদিন সামলাতে হবে। কারণ আমি খুব ইমোশনাল একজন মানুষ। আমি নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারি, তবে কান্না নয়’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥