• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামীর নজর এড়িয়ে ভাড়াটের সাথে বিছানায়! বৌদির কীর্তি দেখলে উত্তেজনা আটকাতে পারবেন না

Published on:

বোল্ড ওয়েব সিরিজ,প্রাইম শট,Bold Web Series,Primeshot Bold Series,Malkin Bhabi 2,Malkin Bhabi 2 Trailer

যত দিন যাচ্ছে ততই মানুষের চাহিদা আরও সহজে পূরণ হচ্ছে। একসময় সিনেমা দেখার জন্য হলে যেতে হত। তবে এখন সেসব অতীত। চাইলে মোবাইলে ৬ ইঞ্চির স্ক্রিনেই মনের মত বিনোদন হাজির। সিরিয়াল, সিনেমা তো বটেই সাথে আধুনিক যুগের কন্টেন্ট ওয়েব সিরিজ ও শর্ট ফিল্মের আকারে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে বোল্ড ওয়েব সিরিজ (Bold Web Series) ও শর্ট ফিল্মের (Shortfilm) চাহিদা হু হু করে বেড়েই চলেছে।

আসলে সেন্সর বর্ডার দৌলতে সিনেমা হলে বেশ কিছু দৃশ্য বাদ পরে যায়। যেগুলো দেখার জন্য আরও বেশি উৎসুক হয়ে ওঠেন দর্শকেরা। এদিকে ওটিটি প্ল্যাটফর্মে এমন কোনো কাট থাকে না! উগ্র সংলাপ থেকে শুরু করে ঘনিষ্ট দৃশ্য বাদ পড়ে না কিছুই। তাছাড়া নিজের ইচ্ছামত যেখানে খুশি দেখা যায় বলে এই ধরণের ওয়েব সিরিজ থেকে শর্টফিল্মের চাহিদাও প্রচুর।

Primeshot App Bold Web Series Malkin Bhabi 2 Trailer

দর্শকদের এই উষ্ণ বিনোদনের খিদে মেটাতে বাজারে একাধিক ওটিটি অ্যাপ রয়েছে। যার মধ্যে অন্যতম কিছু হল Ullu, Alt Balaji, Prime Shot এর মত অ্যাপ। এই প্লাটফর্মগুলিতে এমন কিছু সিরিজ ও শর্টফিল্ম রয়েছে যা দেখলে উত্তেজনা বাড়বেই! আজ এমনই একটি বোল্ড ওয়েব সিরিজের খোঁজ দেব আপনাদের। যেটা রাতের বেলায় যে কারোর ঘাম ঝরিয়ে দেবে। তবে এটি কিন্তু প্রাপ্তবয়স্ক বা ১৮+ দের জন্যই।

আরও পড়ুনঃ ‘দাদার শালীর সাথে রাতে…’, ছিটকিনি লাগিয়ে এই ওয়েব সিরিজ দেখলেই হু হু করে বাড়বে উত্তেজনা

অতন্ত্য পপুলার হওয়া এই সিরিজের নাম হল ‘মালকিন ভাবি ২’। এরোটিক এই সিরিজ দেখতে চাইলে আপনাকে প্রাইম শট অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হবে। তাহলেই দেখতে পাবেন এই ভরপুর যৌনতায় ভরা সিরিজ। যেখানে দেখা যাচ্ছে এক মহিলা তাঁর ভাড়াটের সাথেই ঘনিষ্ট হয়ে পড়েছে। নিচে সিরিজের একটা ছোট্ট ট্রেলার দেওয়া রইল যেটা দেখলেই বুঝতে পারবেন কি জিনিস রয়েছে এই গল্পে।

আরও পড়ুনঃ স্বামী পারে না, তাই সন্তান সুখ পেতে দেওরের ঘরে বৌদি! দরজা লাগিয়ে দেখুন এই শর্টফিল্ম

গল্প অনুযায়ী নায়িকার সন্দেহ যে তাঁর স্বামী CA এর সাথে পরকীয়াতে মত্ত। এমনকি সিএ নিজেও তাকে এসে জানায় যে সে না ছাড়লে তাঁর স্বামী কারোর হতে পারছে না। এরপর ভাড়া চাইতে গিয়ে ভাড়াটের দিকে নজর যায় নায়িকার। এরপর দূরত্ব কমে আর ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরপর কি হয়? সেটা দেখার জন্য ‘মালকিন ভাবি ২’ ওয়েব সিরিজ দেখে নিন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥