• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে সে কি সিন! উত্তেজনায় ভরা প্রথমবার মিলনের এই ভিডিও না দেখলেই মিস

প্রতিটা মানুষের জীবনেই বিনোদনের প্রয়োজন রয়েছে। নাহলে রোজকার এক কাজ করতে করতে জীবনটা কেমন ফ্যাক্যাশে হয়ে পরে। আগে বিনোদনের জন্য সিনেমা হলে কিংবা টিভির সামনে বসে থাকতে হত। কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সবই এখন হাতের মুঠোয়। এমনকি যা চাইবেন যখন চাইবেন তাই পাবেন। বিশেষ করে ইদানিং ওটিটি প্লাটফর্মের (OTT Platform) জনপ্রিয়তা মারাত্মক লেভেলে পৌঁছে গিয়েছে।

অনলাইন প্লাটফর্মগুলিতে অ্যাকশন, রোম্যান্স থেকে কমেডি সব ধরণের কন্টেন্টই পাওয়া যায়। তবে একটা বিশেষ কন্টেন্ট রয়েছে যেটা দেখার চাহিদা সর্বদাই তুঙ্গে থাকে। হ্যাঁ ঠিক ধরেছেন ১৮+ শর্টফিল্ম বা ওয়েব সিরিজের চাহিদা এতটাই বেড়েছে যে প্রতি মাসেই একটা নতুন অ্যাপ বা ইউটিউব চ্যানেল খুলে যাচ্ছে এই ধরণের ভিডিওর উপর।

   

Bold Web Series My First Time Trailer

দর্শকেরা যেমনটা চান তেমনই সমস্ত কন্টেন্টের ভান্ডার তৈরী করেছে এই ওটিটি অ্যাপগুলি। যার মধ্যে উল্লু, প্রাইম শট, অল্ট বালাজি এর মত অজস্র ওটিটি রয়েছে। যেখানে রাত হলেই বড়দের ছবি দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান। তবে সব ভিডিও কি আর ভালো হয়! তাই আজ আপনাদের জন্য বাছাই করা এক ভিডিও নিয়ে হাজির হয়েছি।

আরও পড়ুনঃ ছোটদের সামনে ভুলেও নয়, গা গরম করা দৃশ্য ভরপুর এই ওয়েব সিরিজ দেখলেই রাত রঙিন হয়ে যাবে!

মাখোমাখো রোম্যান্সে ভরা শর্টফিল্ম বা ওয়েব সিরিজ দেখার জন্য সর্বদাই মুকিয়ে রয়েছেন এক শ্রেনীর দর্শকেরা। আর এমনই একটি ওয়েব সিরিজ হল ‘মাই ফার্স্ট টাইম’। এই সিরিজে দেখা যাচ্ছে তিন বন্ধু তাদের তিন প্রেমিকাদের নিয়ে কোথাও একটা ঘুরতে গিয়েছে। আর সেখানেই প্রথমবার তারা মিলনের জন্য প্রস্তুত হচ্ছে। কিভাবে পার্টনারকে খুশি করবে আর নিজেদের মিলনের ফুল মজা নেবে সেটাই এই সিরিজে তুলে ধরা হয়েছে। নিচে একটা ছোট্ট ভিডিও দেওয়া রইল।

আরও পড়ুনঃ বৌয়ের অবর্তমানে দেদার পরকীয়া, সাথে ঘাম ঝরানো রোম্যান্স! বোল্ড এই ওয়েব সিরিজ না দেখলেই মিস

ইতিমধ্যেই ছোট্ট ১ মিনিটের ট্রেলারেই কয়েক হাজার ভিউ হয়ে গিয়েছে। চাইলে আপনিও এই ওয়েব সিরিজটি দেখতেই পারেন। এর জন্য আপনাকে ওয়াও এন্টারটেনমেন্ট প্রাইম এর মেম্বার হতে হবে। তারপর মোবাইল অ্যাপ ডাউনলোড করে যেখানে খুশি যখন খুশি এনজয় করুন।