• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌয়ের অবর্তমানে দেদার পরকীয়া, সাথে ঘাম ঝরানো রোম্যান্স! বোল্ড এই ওয়েব সিরিজ না দেখলেই মিস

Updated on:

Bold Web Series X Class on Voovi you can watch

সময়ের সাথে সাথে বিনোদন যেমন পাল্টেছে তেমনি পাল্টেছে এন্টারটেনমেন্টের মাধ্যম। এখন সবার হাতেই স্মার্টফোন, আর তাতে যার যেটা ইচ্ছা সেটাই দেখতে পারে। উঠতি বয়সের ছেলে মেয়ে হোক বা প্রাপ্ত বয়স্ক সকলেই ওয়েব সিরিজ (Web Series) থেকে শর্টফিল্ম (Shortfilm) আজকাল বেশ পছন্দ করছে। সেই কারণেই রমরমা বাজার ওটিটি প্ল্যাটফর্মের। অনলাইনে এই অ্যাপগুলিতে বোল্ড ওয়েব সিরিজ (Bold Web Series) ও শর্টফিল্মের (Bold Shortfilm) চাহিদা যেন আকাশ ছুঁয়েছে।

এতে একদিকে যেমন বিনোদনের খিদে মিটছে, তেমনি অনেক নতুন অভিনেতা-অভিনেত্রীদের দেখা মিলছে। তবে প্রথাগত সিনেমার থেকে এই সিরিজ বা শর্টফিল্ম একেবারেই আলাদা। সাহসী দৃশ্য থেকে ভরপুর রোম্যান্টিক দৃশ্য দেখানো হয়ে থাকে। এটাই আরও আকর্ষণ বাড়িয়ে তুলেছে ওটিটি এর প্রতি। আর আজ আপনাদের এমনই এক গা গরম করা বোল্ড ওয়েব সিরিজের খোঁজ দেব।

Bold Web Series X Class on Voovi you can watch online

মার্কেটে কিছু অ্যাপ রয়েছে যেগুলো এই বিশেষ ধরণের ওয়েব সিরিজ বা শর্টফিল্মের জন্য বেশ পরিচিত। Ullu, প্রাইম শট এর মত ওটিটি অ্যাপই এর মধ্যে সবচেয়ে প্রথমে আসে। এখানে কন্টেন্ট একবার যে দেখে নেবে সে রোজ রোজ দেখবে। বিশেষ করে রাতের সময় নিজেকে আনন্দ দেওয়ার জন্য এই ওটিটি প্লানের সাবস্ক্রিপশন বাড়ছে হু হু করে। একটা স্মার্টফোন থাকলেই আপনিও দেখা শুরু করে দিতে পারেন।

আরও পড়ুনঃ ছোটদের সামনে ভুলেও দেখবেন না! কম্বল ছাড়াই গা গরম করে দেবে Ullu-র এই বোল্ড ওয়েব সিরিজ

আজকে যে ওয়েব সিরিজটির কথা বলবে সেখানে পরকীয়ার গল্পে থেকে শুরু করে ভরপুর রোম্যান্টিক দৃশ্য রয়েছে। গল্পে দেখা যাচ্ছে নায়ক বিবাহিত হলেও তার ওপর দৃষ্টি রয়েছে আরেক মহিলার। শুরুতে স্ত্রীকে ঠকাতে চাইনি সে। কিন্তু ধীরে ধীরে অন্য মহিলার প্রতি কমজোর হয়ে পড়ে। এরপর একটি বৌ বাড়ি না থাকায় দুজনে ঘনিষ্ট হয়। তারপর রগরগে রোম্যান্স চলে। শেষমেশ বৌ সময়ের আগেই বাড়ি চলে আসে আর তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে।

বুঝতেই পারছেন কি লেভেলের উত্তেজনা পেতে পারেন এই সিরিজ দেখে। ভাবছেন সিরিজটির নাম কি? তাহলে শুনুন ওয়েব সিরিজটির নাম হল ‘এক্স ক্লাস’। আপনি যদি এই ওয়েব সিরিজটি দেখতে চান তাহলে ‘Voovi’ অ্যাপ ডাউনলোড করে নিন। এরপর সাবস্ক্রাইব করেই মজা নিতে পারবেন। তবে তাঁর আগে একটা ছোট্ট ট্রেলার রইল শুধুমাত্র আপনাদের জন্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥