• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পিঁড়িতে ‘ভুতু’ আর্শিয়া! গায়ে হলুদের ছবি দেখে শোরগোল নেটপাড়ায়

Published on:

Bhutu actress Arshiya Mukherjee new picture sparks marriage rumours

বাংলা টেলিভিশনের জনপ্রিয় শিশুশিল্পীদের মধ্যে একজন হলেন আর্শিয়া মুখোপাধ্যায় (Arshiya Mukherjee)। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য এখনও ‘ভুতু’ (Bhutu) নামেই বেশি। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ছোট্ট বয়সেই পৌঁছে গিয়েছিলেন বাংলার ঘরে ঘরে।

‘ভুতু’ রূপে আর্শিয়ার অভিনয় এতটাই সাড়া ফেলেছিল যে ধারাবাহিকের হিন্দি রিমেকেও তাঁকে কাস্ট করা হয়। তবে সেই মেগা (Bengali Serial) শেষ হওয়ার পর এই খুদে অভিনেত্রীকে আর সেভাবে ছোটপর্দায় দেখা যায়নি। মাঝখানে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। দর্শকদের প্রিয় ভুতু দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গিয়েছে।

Arshiya Mukherjee, Arshiya Mukherjee Bhootu

অভিনয় জগত থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ সক্রিয় থাকেন আর্শিয়া। মাঝেমধ্যেই নানান পোস্ট করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি যেমন অভিনেত্রীর শেয়ার করা একটি ছবি ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। তা দেখে আবার শুরু হয়েছে আর্শিয়ার বিয়ের (Marriage) জল্পনা।

আরও পড়ুনঃ ভিক্টর-তিস্তার ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল, এদিকে নতুন বিপদের সম্মুখীন অর্জুন! ফাঁস তুলকালাম পর্ব

সম্প্রতি ‘ভুতু’ অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, তাঁর পরনে রয়েছে হলুদ রঙের সোয়েটার, ঠোঁটে লাল লিপস্টিক আর গালে হলুদের ছোঁয়া। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘গায়ে হলুদ অনুষ্ঠান’। নিমেষের মধ্যে সেখানে কমেন্ট করতে শুরু করে দেন নেটিজেনরা

Arshiya Mukherjee, Arshiya Mukherjee Bhootu

কেউ লিখেছেন, ‘আপনার তো গায়ে হলুদ দেখে মনে হচ্ছে’। কারোর আবার প্রশ্ন, ‘এর মধ্যেই বিয়ে করে ফেললেন’? তৃতীয় নেটিজেন আবার জিজ্ঞেস করেছেন, ‘আপনার কি বিয়ে হয়ে গিয়েছে?’ নেটাগরিকরা এমন একাধিক কমেন্ট করলেও ‘ভুতু’ অভিনেত্রী আর্শিয়া কোনও মন্তব্যেরই জবাব দেননি।


প্রসঙ্গত, এর আগে ‘পটল কুমার গানওয়ালা’ অভিনেত্রী হিয়া দে-কেও বিয়ের ছবি পোস্ট করে এমন নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। শুনতে হয়েছিল নেতিবাচক নানান মন্তব্য। বাদ যান না ‘মা’ সিরিয়ালের ঝিলিকও। মাঝেমধ্যেই তিথি বসুর বিয়ের গুঞ্জন শোনা যায় নেটপাড়ায়। যদিও সেসব গুঞ্জনে বিন্দুমাত্র সত্যতা থাকে না। আর্শিয়ার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে মত অনুরাগীদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥