সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে রোজই কেউ না কেউ ভাইরাল হন। রানু মণ্ডল, ভুবন বাদ্যকর (Bhuban Badyakar), নন্দিনী দিদি- প্রত্যেকের ভাগ্যের চাকা ঘুরেছে সমাজমাধ্যমের পাতা থেকেই। তবে দুর্ভাগ্যের বিষয় হল, সোশ্যাল মিডিয়ায় যত দ্রুত মানুষ ভাইরাল (Viral) হন, ঠিক তত তাড়াতাড়ি স্মৃতির অতলে হারিয়েও যান। ঠিক এমনটাই হয়েছে ‘বাদাম কাকু’র (Badam Kaku) সঙ্গে।
বীরভূমের কুড়ালজুড়ি গ্রাম নিবাসী ভুবন বাদ্যকর পেশায় ছিলেন বাদাম বিক্রেতা। গ্রামে গ্রামে ঘুরে বাদাম বেচাই ছিল তাঁর পেশা। সেই সময়ই একটি গান লিখেছিলেন তিনি, নাম ‘কাঁচা বাদাম’ (Kacha Badam)। সোশ্যাল মিডিয়ার দৌলতে নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই গান। সেই সঙ্গেই রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে যান ভুবন বাদ্যকর।
সাধারণ মানুষ তো বটেই তাবড় তাবড় সেলিব্রিটিরা অবধি কোমর দুলিয়েছেন ‘কাঁচা বাদাম’ গানে। দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও তুমুল জনপ্রিয় হয়েছিল এই গান। গত বছর এমন সময়ে সোশ্যাল মিডিয়ায় ‘বাদাম কাকু’র রমরমা ছিল দেখার মতো। বছর ঘুরতে না ঘুরতেই পাল্টে গিয়েছে সম্পূর্ণ চিত্র।
আরও পড়ুনঃ বিয়ের পিঁড়িতে ‘দি বং গাই’ কিরণ দত্ত? প্রি ওয়েডিং ভিডিও আসতেই শুভেচ্ছার ঢল নেটপাড়ায়
এত খ্যাতি, যশ, অর্থ ভাগ্যে সইল না ভুবন বাদ্যকরের। ঝড়ের গতিতে যেভাবে উত্থান হয়েছিল তাঁর, ঠিক সেভাবেই মানুষ আজ তাঁকে ভুলতে বসেছে। খ্যাতির শিখরে থাকাকালীন একটি অট্টালিকা বানিয়েছিলেন। তবে অভাবের দরুন সেই অট্টালিকার সুখ ভোগ করতে পারছেন না তিনি।
আরও পড়ুনঃ পুজোর আগে অঘটন! ভয়ানক বিপদ ঘটে গেল কোয়েলের বাড়িতে, কেঁদে ফেললেন রঞ্জিত মল্লিক
শুনলে অবাক হবেন, ভুবন বাদ্যকরের আর্থিক অবস্থা এখন এতটাই খারাপ যে এই বছর পুজোয় নতুন জামাকাপড়ও কিনতে পারেননি। অর্থকষ্টে দিন কাটছে তাঁর পরিবারের। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দু’বেলা দু’মুঠো খাবার জোটাতেও এখন হিমশিম খেতে হচ্ছে ‘বাদাম কাকু’কে।
এখন ভুবনবাবুর রোজগার বলতে কিছুই নেই। তাঁর জনপ্রিয় গান ‘কাঁচা বাদাম’র সত্ত্ব হাতছাড়া হয়েছে অনেক আগেই। ছেলের আয়ে চলছে গোটা সংসার। একজন মানুষের পক্ষে সম্পূর্ণ সংসার টানা কষ্টকর বলেই জানিয়েছেন ‘বাদাম কাকু’।