• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পিঁড়িতে ‘দি বং গাই’ কিরণ দত্ত? প্রি ওয়েডিং ভিডিও আসতেই শুভেচ্ছার ঢল নেটপাড়ায়

Updated on:

Bong Guy Kiran Dutta pre wedding video sparks marriage rumours

আসল নাম কিরণ দত্ত (Kiran Dutta) হলেও সোশ্যাল মিডিয়ায় ‘বং গাই’ (Bong Guy) নামেই বেশি পরিচিত তিনি। বাংলার এই ইউটিউবার জাতীয় স্তরেও বেশ জনপ্রিয়। কয়েকদিন ধরে সেই কিরণের বিয়ের খবরেই ছয়লাপ সোশ্যাল মিডিয়া। সৌজন্যে তাঁরই শেয়ার করা প্রি ওয়েডিং ভিডিও (Pre Wedding Video)। সোমবার সেই ভিডিও পোস্ট করার পর থেকেই কিরণকে শুভেচ্ছা জানাতে থাকেন তাঁর অনুরাগীরা।

আসলে সম্প্রতি দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন ‘বং গাই’ কিরণ দত্ত। তবে তিনি একা যাননি। তাঁর সঙ্গে ছিলেন প্রেমিকা অন্তরা নয়না রায় মজুমদারও (Antara Naina Roy Majumder)। পাহাড়ের কোলে একটি ভিডিও-ও তৈরি করেন দু’জনে। গতকাল সন্ধ্যায় সেই ভিডিওটিই পোস্ট করেন তিনি। আর তারপর থেকেই হুলুস্থুল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় (Social Media)

Kiran Dutta and Antara Naina Roy Majumder, Kiran Dutta marriage

গতকাল শেয়ার করা ভিডিওটিতে প্রেমিকা অন্তরাকেও ট্যাগ করেন কিরণ দত্ত। ভিডিওটির (Video) থাম্বনেলে দেখা যাচ্ছে, পাহাড়ি রাস্তায় বসে আছেন কিরণ এবং অন্তরা। লেখা রয়েছে, ‘পাহাড়ে প্রেম’। এত অবধি সব ঠিকই ছিল। তবে পোস্টের ক্যাপশনে কিরণ যে লেখাটি লিখেছেন, তা দেখেই চোখ আটকে যায় নেটিজেনদের।

আরও পড়ুনঃ বিশ্ব দরবারে উজ্জ্বল বাংলার মুখ! সৌরভ-কন্যা সানা কোথায় চাকরি করছে শুনলে গর্ব হবে বাঙালির

‘পাহাড়ে প্রেমে’র এই ভিডিও শেয়ার করে ‘বং গাই’ ক্যাপশনে লেখেন, ‘প্রি ওয়েডিং ভিডিও আপলোড হয়ে গিয়েছে’। এরপর থেকেই কিরণ-অন্তরার বিয়ের জল্পনা শুরু হয় নেটপাড়ায়। তাহলে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন দু’জনে? সেই জন্যই দার্জিলিংয়ে গিয়ে প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করে এলেন? অনেকের মনেই উঁকি দিতে থাকে এই প্রশ্ন।

আরও পড়ুনঃ পুজোর আগে অঘটন! ভয়ানক বিপদ ঘটে গেল কোয়েলের বাড়িতে, কেঁদে ফেললেন রঞ্জিত মল্লিক

Kiran Dutta and Antara Naina Roy Majumder, Kiran Dutta marriage

অনেকে আবার এও মনে করছেন, ‘বং গাই’র বাকি ভিডিওগুলির মতো এটাও হয়তো কোনও প্র্যাঙ্ক ভিডিও। স্রেফ মজা করেই হয়তো ‘প্রি ওয়েডিং’ কথাটি লিখেছেন তিনি। এই বিষয়ে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে কিরণের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর দু’টি ফোন নম্বরই সুইচড অফ পাওয়া যায়।

কিরণের সঙ্গে যোগাযোগ না করা গেলেও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢল দেখে চুপ থাকতে পারেননি অন্তরা। তিনি লেখেন, ‘সবাই আবার শুভেচ্ছা জানাচ্ছে কেন?’ সেই সঙ্গেই যোগ করেন একটি হাসির ইমোজি। তাহলে কি সত্যি সত্যিই বিয়ে করছেন কিরণ-অন্তরা? বলবে সময়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥