• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিচ্ছেদ ভুলে নতুন সম্পর্কে ভাস্বর-দেবলীনা! নবদম্পতির ছবি ঘিরে তুমুল শোরগোল টলিপাড়ায় 

Published on:

Bhaswar Debleena got married photo goes viral on social media

Bhaswar Debleena Viral Photo : তারকাদের জীবন মানেই সারাক্ষণ আতশ কাঁচের তলায় থাকা। তাঁরা কি করছেন, কোথায় যাচ্ছেন,কার সাথে ঘুরছেন  সবকিছুর দিকেই তাক করে থাকে কয়েক জোড়া ক্যামেরা। তাই সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চলতে থাকে কাঁটা ছেড়া। এখনকার দিনে শুধু নয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতুহল ছিল বরাবরই। আর এখনকার বিনোদন জগতে তারকাদের মধ্যে সম্পর্ক তৈরি হতে যেমন সময় লাগে না, তেমনি ভাঙতেও সময় লাগছে না এক মুহূর্তও।

এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন টলিউডের (Tollywood) জনপ্রিয় দুই টেলি অভিনেতা-অভিনেত্রী। তারা হলেন জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee) এবং অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutt)। বহুদিন ধরেই এই দুই অভিনেতা অভিনেত্রী যুক্ত রয়েছেন বাংলা বিনোদন জগতের সাথে। বরাবরই তাঁদের নিখুঁত অভিনয় মন জয় করেছে দর্শকদের।

Bhaswar Chatterjee

গতকাল সোশ্যাল মিডিয়ায় দেবলীনা এবং ভাস্বর নব দম্পতির সাজে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে দেবলীনার পরনে রয়েছে লাল-হলুদ শাড়ি। মাথা ভর্তি লাল টকটকে সিঁদুর,কপালে সিঁদুর চন্দনের টিপ আর ভাস্বর পরেছেন হলুদ পাঞ্জাবি। দুজনেই এই একই ছবি শেয়ার করে নিয়ে ক্যাপশনে লিখেছেন ‘Done and Dusted’ অর্থাৎ, সবটা সেরে ফেললাম।এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই অনুরাগীদের মনে কৌতুহল তবে কি বিয়ে সেরে ফেললেন?

আরও পড়ুনঃ চোখ বুজে চুম্বনে মত্ত, নবনীতাকে ভুলে কোথায় মজলেন জিতু? ছবি ভাইরাল হতেই হুলুস্থূল নেটপাড়া

জনপ্রিয় এই অভিনেতা অভিনেত্রী? প্রসঙ্গত ভাস্বর  ইতিপূর্বে উত্তম কুমারের নাতনি নবমিতার সাথে বিয়ে করেছিলেন। তবে তাঁদের সেই বিয়ে টেকেনি বেশিদিন। অন্যদিকে দেবলীনারও  কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে অভিনেতা তথাগত চট্টোপাধ্যায়ের সাথে। তাই মনে করা হচ্ছে অতীত ভুলে তাঁরা দুজনেই এবার নতুন সম্পর্ক শুরু করেছেন। কিন্তু এই ছবি আসলে তাদের বিয়ের নাকি কোনো শুটিংয়ের জন্য তোলা? তা নিয়ে সংশয় রয়েছে দর্শকদের একাংশের মতে।

আরও পড়ুনঃ পরকীয়া-কুটকচালি দেখানোই কাল হচ্ছে! বাংলা সিরিয়ালের দুর্দশা নিয়ে মুখ খুললেন লীনা-জগদ্ধাত্রী

Bhaswar Debleena got married photo goes viral on social media

ভাস্বর-দেবলিনার এই ছবি দেখে কমেন্ট সেকশনে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র লিখেছেন, ‘যাক নিশ্চিন্ত হলাম।’ অন্যদিকে এক ভক্ত এই ছবি দেখে কমেন্ট করেছেন ‘ভদ্রমাসে বিয়ে হয়না। বলদা গুলো শুভেচ্ছা দিচ্ছে। এইটা কোনো শুটিং এর মুহূর্তে তোলা ছবি।’ যা দেখে অভিনেতা লিখেছেন ‘সেরা মন্তব্য।’ তবে আগামীদিনে একসাথে ত্যাঁড়া কোন প্রজেক্টের কাজ করছেন তা নিয়েও অনুরাগীদের মনে রয়েছে কৌতূহল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥