• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘গোধূলি আলাপ’ সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের আসল নাম কি? রইল আসল পরিচয়

Updated on:

Goshuli Alap Serial Cast with Actor Actress Real Names Wiki and more

Godhuli Alap Cast : সাংসারিক কুটকচালি এবং পরকীয়ার কাহিনী ছেড়ে ভিন্ন স্বাদের গল্প নিয়ে খুব কম বাংলা ধারাবাহিক তৈরি হয়েছে। এমনই একটি সিরিয়াল হল ‘গোধূলি আলাপ’ । অসম বয়সী প্রেম কাহিনী নিয়ে শুরু হয়েছিল স্টার জলসার (Star Jalsha) এই মেগা। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক সেন এবং সোমু সরকার এছাড়াও আরও একাধিক জনপ্রিয় তারকাদের দেখা গিয়েছিল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap) ধারাবাহিকে।

গোধূলি আলাপ কাস্টিংয়ের সম্পূর্ণ বিবরণ( Godhuli Alap Cast / Godhuli Alap Casting ) :

২০২২ সালের মার্চ মাস থেকে শুরু হয়েছিল ‘গোধূলি আলাপ’ এর সফর। এক বছরেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদনের রসদ জোগানোর পর ২০২৩ সালে শেষ হয় গোধূলি আলাপ সিরিয়ালে অরিন্দম-নোলকের পথচলা। শুরু থেকেই ব্যাপক চর্চায় ছিল গোধূলি আলাপ। কারণ প্রেমকাহিনী নিয়ে গল্প হয় ঠিকই কিন্তু অসম বয়সের দুটি মনের কাহিনী নিয়ে সেভাবে খুব বেশি সিরিয়াল নেই। এই কারণেই অল্প কিছুদিনের মধ্যেই গোধূলি আলাপের জনপ্রিয়তাও বেড়েছিল বেশ। আজ এই প্রতিবেদনে গোধূলি আলাপ সিরিয়ালের কাস্টিং এর সম্পূর্ণ তথ্য তুলে ধরব। 

গোধূলি আলাপ সিরিয়ালের কাস্টিংয়ের সম্পর্কে বলতে গেলেই আগেই বলতে হয় মূল চরিত্রগুলির কথা। গল্পে প্রথান চরিত্র গুলি ছিল নোলক, অরিন্দম ও রোহিণী। এই তিন চরিত্রে অভিনয় করেছেন  সোমু সরকার (Somu Sarkar), কৌশিক সেন (Kaushik Sen)রোশনী ভট্টাচার্যকে (Roshni Bhattacharya)। সিরিয়ালের গল্প লিখেছেন শ্বেতা ভরদ্বাজ ও রাজ চক্রবর্তী প্রোডাকশনস প্রযোজনা করেছে। 

‘গোধূলি আলাপ’ সিরিয়াল এর কাস্ট (Godhuli Alap Cast)

গোধূলি আলাপ সিরিয়ালের কাস্ট (Godhuli Alap Cast & Wiki)
সিরিয়ালের নামগোধূলি আলাপ (Godhuli Alap)
সম্প্রচারকারী চ্যানেলস্টার জলসা (Star Jalsha)
প্রধান নায়ককৌশিক সেন
প্রধান নায়িকাসোমু সরকার
সম্প্রচার শুরুর দিনক্ষণ২১ মার্চ ২০২২
অন্তিম সম্প্রচারের দিনক্ষণ৪ জুন ২০২৩
মোট পর্ব৩৫০

 ‘গোধূলি আলাপ’ সিরিয়াল এর কাস্টিং (Cast of Godhuli Alap)

স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকে একাধিক জনপ্রিয় তারকাদের দেখা গিয়েছে। অরিন্দম থেকে নোলক, ছাড়াও এমন অনেক চরিত্র ছিল যা দর্শকের মন কেড়েছে। চলুন জেনে নেওয়া যাক সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়।  

অরিন্দম রায়ের চরিত্রে কৌশিক সেন (Kaushik Sen as Arindam Roy in Godhuli Alap Cast) :

Kaushik Sen as Arindam Roy  in Godhuli Alap serial Cast অরিন্দম রায় চরিত্রে কৌশিক সেন গোধূলি আলাপ কাস্টিং

গোধূলি আলাপ’ সিরিয়ালের নায়ক অরিন্দমের চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক সেন। পেশায় সে একজন উকিল ছিল। রাজ চক্রবর্তীর প্রদায়েশনের দৌলতে এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘদিন পর ছোট পর্দায় কামব্যাক করতে দেখা গিয়েছিল কৌশিক সেনকে। 

 

Somu Sarkar as Nolok in Godhuli Alap serial

নোলকের চরিত্রে সোমু সরকার (Somu Sarkar as Nolok) : গ্রামের একজন সাধারণ মেয়ে নোলকের চরিত্রে অভিনয় করেছিলেন সোমু সরকার। অরিন্দমের সঙ্গে ভাগ্যচক্রে বিবাহবন্ধনে আবদ্ধ হয় সে। শুরু থেকেই তাদের সম্পর্কে এক বিরাট ফাঁক ছিল, যেটা ধীরে ধীরে পূরণ হয়েছে। পরবর্তীকালে নোলকও একজন উকিল হয়ে গিয়েছিল।

 

রোহিনী চরিত্রে রোশনি ভট্টাচার্য : Roshni Bhattacharya as Rohini in Godhuli Alap serial

রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya as Rohini ai Godhuli Alap) : অরিন্দমের অ্যাসিস্ট্যান্ট এবং আদিত্যর স্ত্রী রোহিণীর চরিত্রে অভিনয় করেছিলেন রোশনি ভট্টাচার্য। এর আগে রানী রাসমণি সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এছাড়াও হৃদয় হরণ বিএ পাশ থেকে প্রেমের কাহিনী সিরিয়ালেও দেখা মিলেছিল রোশনির। 

 

গোধূলি আলাপ সিরিয়ালে আদিত্য চরিত্রে ঋজু বিশ্বাস : Riju Biswas as Aditya in Godhuli Alap serial Cast

ঋজু বিশ্বাস (Riju Biswas as Aditya) : অরিন্দমের ছোট ভাই আদিত্যর ভূমিকায় অভিনয় করেছিলেন ঋজু বিশ্বাস। এর আগে আইকনিক সিরিয়াল বৌ কথা কও ও তোমায় আমায় মিলে এ অভিনয় করেছিলেন ঋজু বিশ্বাস। 

 

অগ্নি চরিত্রে ভাস্বর চ্যাটার্জী গোধূলি আলাপ সিরিয়াল কাস্ট : Bhaswar Chatterjee as Agni in Godhuli Alap serial

ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee in Godhuli Alap as Agni) : অরিন্দমের তুতো ভাই অগ্নির চরিত্রে অভিনয় করেছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। ছোটপর্দা ছাড়াও বড়পর্দায় দুর্দান্ত অভিনয়ের জন্য বেশ সমাদৃত হন অভিনেতা। 

 

ডোনা চরিত্রে সৃষ্টি পান্ডে Shristi Pandey as Dona in Godhuli Alap serial

সৃষ্টি পাণ্ডে (Shristi Pandey as Dona) : অরিন্দমের তুতো বোন ডোনার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী সৃষ্টি পাণ্ডেকে। 

 

গোধুলি আলাপ সিরিয়াল কাস্ট মেখলা চরিত্রে সিঞ্চিতা সান্যাল Seenchita Sanyal as Mekhla in Godhuli Alap serial

সিঞ্চিতা সান্যাল (Seenchita Sanyal as Mekhla) : অরিন্দমের ভাগ্নি তথা অনুর মেয়ে মেখলার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী সিঞ্চিতা সান্যালকে। এর আগে ধূলোকণা, ইস্টি কুটুম থেকে আমার দূর্গা ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে। 

 

গোধূলি আলাপে সাহানা সেন Sahana Sen as Dolly Chatterjee in Dhulokona serial

সাহানা সেন (Sahana Sen as Anu) : সিরিয়ালের নায়ক অরিন্দমের বোন অনুর চরিত্রে অভিনয় করেছিলেন সাহানা সেন। 

 

ষ্টার জলসার গোধূলি আলাপ সিরিয়ালের কাস্ট অরুন্ধুতি চরিত্রে সোহাগ সেন : Sohag Sen as Arundhati in Godhuli Alap serial

অরুন্ধুতি চরিত্রে সোহাগ সেন (Sohag Sen as Arundhati in Godhuli Alap Serial) : গোধূলি আলাপ সিরিয়ালের মধ্যে দিয়েই দীর্ঘদিন পর আবারও ছোট পর্দায় কামব্যাক করেছেন সোহাগ সেন। গল্পে অরিন্দমের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। 

 

Sumanta Mukherjee as Nikhilesh in Godhuli Alap serial

নিখিলেশ চরিত্রে সুমন্ত মুখোপাধ্যায় (Godhuli Alap Casting Sumanta Mukherjee as Nikhilesh) : অরিন্দমের কাকা নিখিলেশের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়।

 

গোধূলি আলাপ কাস্ট গীতা চরিত্রে মৌ ভট্টাচার্য Mou Bhattacharya as Geeta in Godhuli Alap serial

গীতা চরিত্রে মৌ ভট্টাচার্য (Mou Bhattacharya as Geeta in Godhuli Alap Serial) : ধারাবাহিকে নিখিলেশের স্ত্রী তথা অরিন্দমের কাকিমা গীতার ভূমিকায় দেখা গিয়েছিল মৌ ভট্টাচার্যকে। এর আগে মন ফাগুন সিরিয়ালেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। 

 

চৈতি চরিত্রে অর্পিতা মুখার্জি : Arpita Mukherjee as Chaiti in Godhuli Alap serial

চৈতি চরিত্রে অর্পিতা মুখার্জি (Arpita Mukherjee as Chaiti) : অগ্নির স্ত্রী এবং অরিন্দমের ভাইয়ের বউ চৈতির চরিত্রে দেখা গিয়েছিল অর্পিতা মুখার্জিকে। এর আগেও নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জিতেছেন অভিনেত্রী।

 

কস্তুরীর চরিত্রে রঞ্জিনী চট্টোপাধ্যায় : Bengali serial Godhuli Alap Casting wiki Ranjini Chatterjee as Kasturi

কস্তুরীর চরিত্রে রঞ্জিনী চট্টোপাধ্যায় (Ranjini Chatterjee as Kasturi) : কস্তূরী চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিনী চট্টোপাধ্যায়।

 

Arijita Mukhopadhyay in Godhuli Alap serial গোধূলি আলাপ সিরিয়ালে অরিজিতা মুখেওপাধ্যায়

অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukhopadhyay) : অল্প কিছুদিনের জন্য ‘গোধূলি আলাপ’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অরিজিতা মুখোপাধ্যায়কে। বর্তমানে অভিনেত্রীকে নিম ফুলের মধু ধারাবাহিকে দেখা যাচ্ছে। 

 

গোধূলি আলাপ সিরিয়ালে সায়ন্তন হালদার সান্তনু চরিত্রে Sayantan Halder as Santanu in Godhuli Alap serial

সায়ন্তন হালদার (Sayantan Halder as Santanu) : ছোটপর্দার বেশ পরিচিত অভিনেতা শয়তান। গল্পে শান্তনু চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সায়ন্তন হালদার।

 

গোধূলি আলাপ সিরিয়ালে অরিন্দমের প্রাক্তন প্রেমিকার চরিত্রে বুলবুলি পাঁজা : Bulbuli Panja in Godhuli Alap serial

 

বুলবুলি পাঁজা (Bulbuli Panja in Godhuli Alap Casting) : শুরুতেই দেখানো না হলেও গোধূলি আলাপ সিরিয়ালে অরিন্দমের প্রাক্তন প্রেমিকাও ছিল। । সেই চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী বুলবুলি পাঁজাকে।

অনলাইনে ‘গোধূলি আলাপ’ কিভাবে ও কোথায় দেখা যাবে?

স্টার জলসার বাকি সকল সিরিয়ালের মতো ‘গোধূলি আলাপ’এর প্রত্যেকটি পর্ব আপনি ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥