Godhuli Alap Cast : সাংসারিক কুটকচালি এবং পরকীয়ার কাহিনী ছেড়ে ভিন্ন স্বাদের গল্প নিয়ে খুব কম বাংলা ধারাবাহিক তৈরি হয়েছে। এমনই একটি সিরিয়াল হল ‘গোধূলি আলাপ’ । অসম বয়সী প্রেম কাহিনী নিয়ে শুরু হয়েছিল স্টার জলসার (Star Jalsha) এই মেগা। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক সেন এবং সোমু সরকার এছাড়াও আরও একাধিক জনপ্রিয় তারকাদের দেখা গিয়েছিল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap) ধারাবাহিকে।
গোধূলি আলাপ কাস্টিংয়ের সম্পূর্ণ বিবরণ( Godhuli Alap Cast / Godhuli Alap Casting ) :
২০২২ সালের মার্চ মাস থেকে শুরু হয়েছিল ‘গোধূলি আলাপ’ এর সফর। এক বছরেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদনের রসদ জোগানোর পর ২০২৩ সালে শেষ হয় গোধূলি আলাপ সিরিয়ালে অরিন্দম-নোলকের পথচলা। শুরু থেকেই ব্যাপক চর্চায় ছিল গোধূলি আলাপ। কারণ প্রেমকাহিনী নিয়ে গল্প হয় ঠিকই কিন্তু অসম বয়সের দুটি মনের কাহিনী নিয়ে সেভাবে খুব বেশি সিরিয়াল নেই। এই কারণেই অল্প কিছুদিনের মধ্যেই গোধূলি আলাপের জনপ্রিয়তাও বেড়েছিল বেশ। আজ এই প্রতিবেদনে গোধূলি আলাপ সিরিয়ালের কাস্টিং এর সম্পূর্ণ তথ্য তুলে ধরব।
গোধূলি আলাপ সিরিয়ালের কাস্টিংয়ের সম্পর্কে বলতে গেলেই আগেই বলতে হয় মূল চরিত্রগুলির কথা। গল্পে প্রথান চরিত্র গুলি ছিল নোলক, অরিন্দম ও রোহিণী। এই তিন চরিত্রে অভিনয় করেছেন সোমু সরকার (Somu Sarkar), কৌশিক সেন (Kaushik Sen) ও রোশনী ভট্টাচার্যকে (Roshni Bhattacharya)। সিরিয়ালের গল্প লিখেছেন শ্বেতা ভরদ্বাজ ও রাজ চক্রবর্তী প্রোডাকশনস প্রযোজনা করেছে।
‘গোধূলি আলাপ’ সিরিয়াল এর কাস্ট (Godhuli Alap Cast)
গোধূলি আলাপ সিরিয়ালের কাস্ট (Godhuli Alap Cast & Wiki) | |
সিরিয়ালের নাম | গোধূলি আলাপ (Godhuli Alap) |
সম্প্রচারকারী চ্যানেল | স্টার জলসা (Star Jalsha) |
প্রধান নায়ক | কৌশিক সেন |
প্রধান নায়িকা | সোমু সরকার |
সম্প্রচার শুরুর দিনক্ষণ | ২১ মার্চ ২০২২ |
অন্তিম সম্প্রচারের দিনক্ষণ | ৪ জুন ২০২৩ |
মোট পর্ব | ৩৫০ |
‘গোধূলি আলাপ’ সিরিয়াল এর কাস্টিং (Cast of Godhuli Alap)
স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকে একাধিক জনপ্রিয় তারকাদের দেখা গিয়েছে। অরিন্দম থেকে নোলক, ছাড়াও এমন অনেক চরিত্র ছিল যা দর্শকের মন কেড়েছে। চলুন জেনে নেওয়া যাক সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়।
অরিন্দম রায়ের চরিত্রে কৌশিক সেন (Kaushik Sen as Arindam Roy in Godhuli Alap Cast) :
গোধূলি আলাপ’ সিরিয়ালের নায়ক অরিন্দমের চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক সেন। পেশায় সে একজন উকিল ছিল। রাজ চক্রবর্তীর প্রদায়েশনের দৌলতে এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘদিন পর ছোট পর্দায় কামব্যাক করতে দেখা গিয়েছিল কৌশিক সেনকে।
সিঞ্চিতা সান্যাল (Seenchita Sanyal as Mekhla) : অরিন্দমের ভাগ্নি তথা অনুর মেয়ে মেখলার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী সিঞ্চিতা সান্যালকে। এর আগে ধূলোকণা, ইস্টি কুটুম থেকে আমার দূর্গা ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে।
বুলবুলি পাঁজা (Bulbuli Panja in Godhuli Alap Casting) : শুরুতেই দেখানো না হলেও গোধূলি আলাপ সিরিয়ালে অরিন্দমের প্রাক্তন প্রেমিকাও ছিল। । সেই চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী বুলবুলি পাঁজাকে।
অনলাইনে ‘গোধূলি আলাপ’ কিভাবে ও কোথায় দেখা যাবে?
স্টার জলসার বাকি সকল সিরিয়ালের মতো ‘গোধূলি আলাপ’এর প্রত্যেকটি পর্ব আপনি ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন।