• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘এক্কা দোক্কা’ সিরিয়ালের সম্পূর্ণ কাস্টিং : অভিনেতা, অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

লীনা গাঙ্গুলীর লেখা জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। মেডিক্যাল পড়ুয়া পোখরাজ-রাধিকাকে কেন্দ্র করে শুরু হয়েছিল স্টার জলসার (Star Jalsha) এই সিরিয়াল। যদিও পরবর্তী আলাদা হয়ে যায় দু’জনের পথ। দু’জনের জীবনেই আসে নতুন মানুষ। পোখরাজের জীবনে এন্ট্রি নেয় রঞ্জা, অন্যদিকে রাধিকা সংসার পাতে অনির্বাণের সঙ্গে।

২০২২ সালে ‘সফর’ শুরু হয়েছিল ‘এক্কা দোক্কা’র। প্রায় এক বছরেরও বেশি সময় দর্শকদের বিনোদনের রসদ জোগানোর পর চলতি বছর শেষ হয় এই ধারাবাহিক (Bengali Serial)। স্টার জলসার এই জনপ্রিয় মেগা পরিচালনা করেছিলেন শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং প্রযোজনা করেছিল ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস।

   

আরও পড়ুন : জানেন ইচ্ছে পুতুল সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয় কি ? দেখুন 

‘এক্কা দোক্কা’ সিরিয়াল এর কাস্ট (Ekka Dokka Serial Cast)

সিরিয়ালের নাম এক্কা দোক্কা
সম্প্রচারকারী চ্যানেল স্টার জলসা
প্রধান নায়ক সপ্তর্ষি মৌলিক, প্রতীক সেন
প্রধান নায়িকা সোনামণি সাহা, স্বপ্নিলা চক্রবর্তী
সম্প্রচার শুরুর দিনক্ষণ ১৮ জুলাই ২০২২
অন্তিম সম্প্রচারের দিনক্ষণ ২৪ সেপ্টেম্বর ২০২৩
মোট পর্ব ৪৩০

 

 ‘এক্কা দোক্কা’ সিরিয়াল এর সম্পূর্ণ কাস্টিং (Ekka Dokka Serial Casting)

স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকের কোন চরিত্রে অভিনয় করেছিলেন কোন অভিনেতা-অভিনেত্রীরা চলুন দেখে নেওয়া যাক।

রাধিকা চরিত্রে সোনামণি সাহা (Sonamoni Saha as Radhika)

‘এক্কা দোক্কা’ ধারাবাহিকের নায়িকা রাধিকার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী সোনামণি সাহা। রাধিকা পেশায় একজন চিকিৎসক ছিল। প্রথমে তার বিয়ে হয়েছিল সহপাঠী পোখরাজের সঙ্গে। পরবর্তীকালে সেই বিয়ে ভেঙে যায়, এরপর ডক্টর অনির্বাণকে বিয়ে করে সে।

Sonamoni Saha as Radhika in Ekka Dokka serial

পোখরাজ চরিত্রে সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maulik as Pokhraj)

রাধিকার প্রথম স্বামী পোখরাজের ভূমিকায় দেখা গিয়েছিল সপ্তর্ষি মৌলিককে। রাধিকার মতো পোখরাজও একজন চিকিৎসক ছিল।

Saptarshi Maulik as Pokhraj in Ekka Dokka serial

অনির্বাণ চরিত্রে প্রতীক সেন (Pratik Sen as Anirban)

রাধিকার দ্বিতীয় স্বামী তথা ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকের নতুন নায়ক অনির্বাণের চরিত্রে দেখা গিয়েছিল প্রতীক সেনকে। অনির্বাণও ডাক্তার ছিল।

Pratik Sen as Anirban in Ekka Dokka serial

রঞ্জা চরিত্রে স্বপ্নিলা চক্রবর্তী (Swapnila Chakraborty as Ranjha)

পোখরাজের দ্বিতীয় স্ত্রী রঞ্জার চরিত্রে অভিনয় করেছিলেন টেলি অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী।

All you need to know about Ekka Dokka serial Ranjha actress Swopnanila Chakraborty

অঙ্কিতা চরিত্রে অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh as Ankita)

রাধিকার দিদি অঙ্কিতার ভূমিকায় অভিনয় করেছিলেন অপরাজিতা ঘোষ।

Aparajita Ghosh as Ankita in Ekka Dokka serial

মৃত্তিকা চরিত্রে ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee as Mrittika)

পোখরাজের ভাইয়ের বউ ওরফে বুবলুর চরিত্রে অভিনয় করেছিলেন ঈপ্সিতা মুখোপাধ্যায়।

Ipsita Mukherjee as Mrittika in Ekka Dokka serial

কোহিনূর চরিত্রে সুজয় সাহা (Sujoy Saha as Kohinoor)

বুবলুর স্বামী তথা পোখরাজের তুতো ভাই কোহিনূরের চরিত্রে দেখা গিয়েছিল সুজয় সাহাকে।

Sujoy Saha as Kohinoor in Ekka Dokka serial

আরুশি চরিত্রে ঐশী ভট্টাচার্য (Aishi Bhattacharya as Arushi)

পোখরাজের তুতো বোন আরুশির ভূমিকায় দেখা গিয়েছিল ঐশী ভট্টাচার্যকে।

Aishi Bhattacharya as Arushi in Ekka Dokka serial

সৃজা চরিত্রে প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra as Srija)

পোখরাজের তুতো বোন সৃজার চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা মিত্র।

Priyanka Mitra as Imon Chatterjee in Khorkuto serial

পল্লব চরিত্রে সায়ন্ত মোদক (Sayanta Modak as Pallav)

পোখরাজ-রাধিকার সহপাঠী পল্লবের চরিত্রে অভিনয় করেছিলেন সায়ন্ত মোদক। রাধিকাকে ভালোবাসতো পল্লব।

Sayanta Modak as Arjun Singha in Khorkuto serial

শর্মিষ্ঠা চরিত্রে ময়না মুখার্জি (Moyna Mukherji as Sarmistha)

পোখরাজের মা শর্মিষ্ঠার চরিত্রে অভিনয় করেছিলেন ময়না মুখার্জি।

Moyna Mukherji as Sarmistha in Ekka Dokka serial

মৃণালিনী চরিত্রে মঞ্জুশ্রী গাঙ্গুলী (Manjushree Ganguly as Mrinalini)

মৃণালিনীর ভূমিকায় দেখা গিয়েছিল মঞ্জুশ্রী গাঙ্গুলীকে।  

Manjushree Ganguly as Mrinalini in Ekka Dokka serial

বৈশাখী চরিত্রে রাজন্যা মিত্র (Rajanya Mitra as Baisakhi)

‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে বৈশাখীর চরিত্রে অভিনয় করেছিলেন রাজন্যা মিত্র।

Rajanya Mitra as Baisakhi in Ekka Dokka serial

তমালি চরিত্রে অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhury as Tamali)

পোখরাজের কাকিমা তমালি চরিত্রে অভিনয় করেছিলেন অনিন্দিতা রায়চৌধুরীকে।

Anindita Raychaudhury as Tamali in Ekka Dokka serial

সুদক্ষিণা চরিত্রে মালবিকা সেন (Malabika Sen as Sudakshina)

সুদক্ষিণার ভূমিকায় অভিনয় করেছিলেন মালবিকা সেন।

Malabika Sen as Sudakshina in Ekka Dokka serial

শুভদীপ চরিত্রে সুদীপ মুখার্জি (Sudip Mukherjee as Subhadip)

পোখরাজের কাকা শুভদীপের ভূমিকায় দেখা গিয়েছিল সুদীপ মুখার্জিকে।

Sudip Mukherjee as Subhadip in Ekka Dokka serial

কুশল চরিত্রে চন্দন সেন (Chandan Sen as Kushal)

রাধিকার বাবা কুশলের চরিত্রে দেখা গিয়েছিল চন্দন সেনকে।

Chandan Sen as Kushal in Ekka Dokka serial

রণদীপ চরিত্রে ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee as Ranodeep)

পোখরাজের বাবা রণদীপের চরিত্রে অভিনয় করেছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

Bhaskar Banerjee as Ranodeep in Ekka Dokka serial

বিশ্বদীপ চরিত্রে দিগন্ত বাগচি (Diganta Bagchi as Biswadeep)

পোখরাজের কাকা বিশ্বদীপের ভূমিকায় দেখা গিয়েছিল দিগন্ত বাগচিকে।

Diganta Bagchi as Chandu in Desher Mati serial

সৌম্যদীপ চরিত্রে বাদশা মৈত্র (Badshah Moitra as Soumyadip)

রাধিকার জামাইবাবু তথা অঙ্কিতার স্বামী সৌম্যদীপের চরিত্রে অভিনয় করেছিলেন বাদশা মৈত্র।

Badshah Moitra as Soumyadip in Ekka Dokka serial

প্রিয়া চরিত্রে সুজি ভৌমিক (Suzi Bhowmik as Priya)

‘এক্কা দোক্কা’য় প্রিয়া চরিত্রে দেখা গিয়েছিল সুজি ভৌমিককে।

Rani Masi actress Suzi Bhowmiks unknown story

কালীকৃষ্ণ চরিত্রে অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya as Kali Krishna)

পোখরাজের ঠাকুরদা কালীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেতা অশোক ভট্টাচার্য।

Ashok Bhattacharya as Kali Krishna in Ekka Dokka serial

বিনোদিনী চরিত্রে অনসূয়া মজুমদার (Anashua Majumdar as Binodini)

পোখরাজের ঠাকুমা বিনোদিনীর চরিত্রে দেখা গিয়েছিল অনসূয়া মজুমদারকে।

Anashua Majumdar as Binodini in Ekka Dokka serial

জাদবেন্দ্র চরিত্রে দুলাল লাহিড়ী (Dulal Lahiri as Jadabendra)

‘এক্কা দোক্কা’য় জাদবেন্দ্রর ভূমিকায় দেখা গিয়েছিল দুলালা লাহিড়ীকে।

Dulal Lahiri as Jadabendra in Ekka Dokka serial

চারুলতা চরিত্রে অনামিকা সাহা (Anamika Saha as Charulata)

চারুলতার চরিতে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা।

Anamika Saha as Charulata in Ekka Dokka serial

অস্মি চরিত্রে কৃত্তিকা চক্রবর্তী (Krittika Chakraborty as Ashmi)

পোখরাজের তুতো বোন অস্মির চরিত্রে অভিনয় করেছিলেন কৃত্তিকা চক্রবর্তী।

Krittika Chakraborty as Ashmi in Ekka Dokka serial

কমলিনী চরিত্রে রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharya as Kamalini)

অনির্বাণের একতরফা প্রেমিকা কমলিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন রোশনি তন্বী ভট্টাচার্য।

Roshni Tanwi Bhattacharya as Kamalini in Ekka Dokka serial

OTT-তে কোথায় দেখবেন ‘এক্কা দোক্কা’?

স্টার জলসার বাকি সকল ধারাবাহিকের মতো ‘এক্কা দোক্কা’র প্রত্যেকটি এপিসোড ডিজনি প্লাস হটস্টারে আছে।    

site