• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জানেন ইচ্ছে পুতুল সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয় কি ? দেখুন

Updated on:

ইচ্ছে পুতুল কাস্টিং, ইচ্ছে পুতুল সিরিয়ালের কাস্টিং, cast of icche putul, icche putul cast, icche putul serial cast,

Icche Putul Cast: টেলিভিশনের পর্দায় এমন কিছু সিরিয়াল থাকে যা টিআরপি তালিকায় ভালো স্কোর করতে না পারলে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। এই মুহূর্তে জি বাংলার পর্দায় সম্প্রচারিত এমনই একটি বাংলা সিরিয়াল হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। যা প্রতিনিয়ত কড়া টক্কর দিচ্ছে প্রতিপক্ষ চ্যানেলের বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’কে। এই মুহূর্তে এই ধারাবাহিকটি বাংলা সিরিয়াল প্রেমীদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল। তবে এখন এই সিরিয়ালের দর্শকদের বেশ মন খারাপ। কারণ এখন সপ্তায় মাত্র চারদিন সম্প্রচারিত হচ্ছে এই সিরিয়াল।

ইচ্ছে পুতুল কাস্টিং এর সম্পূর্ণ বিবরণ  ( Icche Putul Cast / Icche Putul Casting ) :

সদ্য জি বাংলার পর্দায় দাদাগিরি শুরু হয়েছে। যার ফলে কমে গিয়েছে ইচ্ছে পুতুল সম্প্রচারের সময়। তাই এখন আর সোম  থেকে শুক্র নয় এই সিরিয়ালটি দেখা যায় সোম থেকে বৃহস্পতি, রাত সাড়ে নটায়। তবে এখনও অনেকেই জানেন না ইচ্ছে পুতুল কাস্টিং সম্পর্কে । আর আজ আমরা এই কন্টেন্ট এ তুলে ধরব ইচ্ছে পুতুল সিরিয়ালের কাস্টিং (Icche Putul Cast) এর সম্পূর্ণ তথ্য । এই ধারাবাহিকের প্রধান চরিত্ররা হলেন  মেঘ,নীল এবং ময়ূরী। পর্দা এই চরিত্রগুলিতে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), মৈনাক ব্যানার্জি (Mainak Banerjee) এবং শ্বেতা মিশ্র (Sweta Mishra)। এই ধারাবাহিকটি পরিচালনার দায়িত্ব রয়েছেন শুভাশিস মন্ডল এবং প্রযোজনা করেছেন অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউস।  ইচ্ছে পুতুলের গল্প লিখেছেন জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির ছেলে অর্ক গাঙ্গুলী এবং চিত্রনাট্য লিখেছেন সর্বরী ঘোষাল।

ইচ্ছে পুতুল সিরিয়ালের কাস্ট (Icche Putul Cast & Wiki)
সিরিয়ালের নামইচ্ছে পুতুল (Icche Putul)
চ্যানেলের নামজি বাংলা (Zee Bangla)
প্রধান চরিত্র নায়ক মৈনাক ব্যানার্জী
প্রধান চরিত্র নায়িকা তিতিক্ষা দাস
প্রধান চরিত্র খলনায়িকাশ্বেতা মিশ্র
প্রথম সম্প্রচার৩০ জানুয়ারী ২০২৩
টাইম স্লট৯:৩০ PM (সোম-বৃহস্পতি)
মোট পর্ব১৮২

 

ইচ্ছে পুতুল সিরিয়ালের কাস্ট (Cast of Icche Putul ) : 

আসুন একনজরে দেখে নেওয়া যাক ইচ্ছে পুতুল সিরিয়ালের কাস্ট, অর্থাৎ জনপ্রিয় চরিত্রগুলিতে কোন কোন অভিনেতারা অভিনয় করছেন।

সৌরনীল গাঙ্গুলীর চরিত্রে মৈনাক ব্যানার্জি: (Mainak Banerjee as Souraneel Gangulyin in Icche Putul Cast)

সৌরনীল গাঙ্গুলীর চরিত্রে মৈনাক ব্যানার্জি: (Mainak Banerjee as Souraneel Gangulyin in Icche Putul Cast)
সিরিয়ালে প্রধান নায়ক সৌরনীল গাঙ্গুলি ওরফে নীলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা মৈনক বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকের খুব শিগগিরই তার সাথে প্রধান নায়িকা মেঘের ডিভোর্সের পর্ব আসতে চলেছে। পর্দায় তিনি একটি নাম করা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রফেসর।

 

মেঘ রায়ের চরিত্রে তিতিক্ষা দাস: (Titiksha Das as Megh Roy)
মেঘ রায়ের চরিত্রে তিতিক্ষা দাস: (Titiksha Das as Megh Roy)
ইচ্ছে পুতুল সিরিয়ালে মেঘ রায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস ধারাবাহিকে মেঘ যেমন পড়াশোনায় দুখোর তেমনি সুন্দর তার গানের গলা

 

ময়ূরী রায়ের চরিত্রে শ্বেতা মিশ্র: (Sweta Mishra as Mayuri Das at Icche Putul )
ময়ূরী রায়ের চরিত্রে শ্বেতা মিশ্র: (Sweta Mishra as Mayuri Das at Icche Putul )
ধারাবাহিকে মেঘের দিদি ময়ূরীর ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মিশ্র। ধারাবাহিকে তাঁর চরিত্রটি বেশ নেগেটিভ চরিত্র। পর্দার নিজের বোন মেঘের জীবনে অশান্তি তৈরী করাই যেন ময়ূরীর জীবনের মূল লক্ষ্য।

 

অনিন্দ্য রায়ের চরিত্রে কৃষ্ণকিশোর মুখোপাধ্যায় (Krishnakishore Mukherjee as Anindya Roy)
অনিন্দ্য রায়ের চরিত্রে কৃষ্ণকিশোর মুখোপাধ্যায় (Krishnakishore Mukherjee as Anindya Roy)
ইচ্ছে পুতুল সিরিয়ালের মেঘ আর ময়ূরীর বাবা অনিন্দ্য রায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়। ধারাবাহিকে তিনি পেশায় একজন শিক্ষক। বাড়িতে মেঘের কাছে তার বাবাই একমাত্র ভরসা। পর্দায় এই অনিন্দ্য বাবুই হলেন মেঘের জীবনের ফ্রেন্ড ফিলোজফার আর গাইড।

 

মধুমিতা রায়ের চরিত্রে সোমা ব্যানার্জি (Madhumita Roy as Soma Banerjee in Icche putul Serial Casting )
মধুমিতা রায়ের চরিত্রে সোমা ব্যানার্জি (Madhumita Roy as Soma Banerjee in Icche putul Serial Casting )
সিরিয়ালে মেঘ-ময়ূরীর মা মধুমিতা রায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোমা ব্যানার্জি। সিরিয়ালের প্লট অনুযায়ী তিনি বড় মেয়ে ময়ূরীর স্নেহে অন্ধ। তাই একচোখা হয়ে বিচার করে তিনি মেঘের সাথে এমন আচরণ করেন যা দেখে দর্শকদের মনে হয় উনি বোধ হয় মেঘের সৎ মা।

 

জিষ্ণু সেনের চরিত্রে শমীক চক্রবর্তী (Shamik Chakrborty as Jishnu Sen at Cast of Icche putul )
জিষ্ণু সেনের চরিত্রে শমীক চক্রবর্তী (Shamik Chakrborty as Jishnu Sen at Cast of Icche putul )
কিছুদিন আগেই ইচ্ছে পুতুল সিরিয়ালের মাঝপথে এন্ট্রি হয়েছে মেঘের গুরুজীর ছাত্র জিষ্ণুর। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শমীক চক্রবর্তী।

 

পাত্রালি ওরফে সান্যালের চরিত্রে ঐশী ভট্টাচার্য: (Aishi Bhattacharya as Gini AKA Patrali Sanyal)
পাত্রালি ওরফে সান্যালের চরিত্রে ঐশী ভট্টাচার্য: (Aishi Bhattacharya as Gini AKA Patrali Sanyal)
পর্দায় মেঘের ননদ গিনির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য। সদ্য সিরিয়ালে তার সাথে বিয়ে হয়েছে লম্পট রূপঙ্কর সান্যালের।

 

রূপঙ্কর সান্যালের চরিত্রে ফাহিম মির্জা (Fahim Mirza as Rup AKA Rupankar Sanyal)
রূপঙ্কর সান্যালের চরিত্রে ফাহিম মির্জা (Fahim Mirza as Rup AKA Rupankar Sanyal)
পর্দায় রূপ ওরফে রূপঙ্কর সান্যাল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফাহিম মির্জা। আজ পর্যন্ত বেশিরভাগ ধারাবাহীকে পজেটিভ চরিত্রে অভিনয় করলেও এই সিরিয়ালে ফাহিম অভিনীত চরিত্রটি  একেবারে লম্পট আর দুশ্চরিত্র।

 

লাল চরিত্রে ছন্দক চৌধুরী (Chhandak Choudhury as Subhraneel Ganguly AKA Laal in Icche Putul Serial )
লাল চরিত্রে ছন্দক চৌধুরী (Chhandak Choudhury as Subhraneel Ganguly AKA Laal in Icche Putul Serial )
ধারাবাহিকে নীলের ভাই শুভ্রনীল গাঙ্গুলী ওরফে লাল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ছন্দক চৌধুরী।

 

মিনির চরিত্রে দিয়েত্তিমা গাঙ্গুলী  (Diyettima Ganguly as Rupali Ganguly AKA Mini)
মিনির চরিত্রে দিয়েত্তিমা গাঙ্গুলী  (Diyettima Ganguly as Rupali Ganguly AKA Mini)
সিরিয়ালে গাঙ্গুলি বাড়ির ছোট মেয়ে অর্থাৎ গিনির বোন মিনির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিয়োত্তিমা গাঙ্গুলী।

 

ঠাম্মির চরিত্রে কল্যাণী মণ্ডল (Kalyani Mondal as Thammi AKA Minakkhi Ganguly)
ঠাম্মির চরিত্রে কল্যাণী মণ্ডল (Kalyani Mondal as Thammi AKA Minakkhi Ganguly)
এই সিরিয়ালে গাঙ্গুলি পরিবারের প্রধান কর্ত্রী অর্থাৎ নীলের ঠাম্মি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী কল্যাণী মন্ডল।

 

মীনাক্ষী গাঙ্গুলীর চরিত্রে শাশ্বতী গুহ ঠাকুরতা (Saswati Guha Thakurta as Minakkhi Ganguly in Icche Putul Cast )
মীনাক্ষী গাঙ্গুলীর চরিত্রে শাশ্বতী গুহ ঠাকুরতা (Saswati Guha Thakurta as Minakkhi Ganguly in Icche Putul Cast )
পর্দায় সৌরানীলের মা ডক্টর মীনাক্ষী গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুরতা।  ধারাবাহিকে শুরু থেকেই তিনি নীলের বউ হিসাবে মেঘ নয় ময়ূরীকে পছন্দ করে এসেছেন।

 

ত্রিদিব গাঙ্গুলির চরিত্রে সৌম্য সেনগুপ্ত (Soumya Sengupta as Tridib Ganguly)
ত্রিদিব গাঙ্গুলির চরিত্রে সৌম্য সেনগুপ্ত (Soumya Sengupta as Tridib Ganguly)
ইচ্ছে পুতুল ধারাবাহিকের সৌরনিলের বাবা অর্থাৎ ডক্টর ত্রিদীপ গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্য সেনগুপ্ত। সিরিয়ালে তিনি মেঘকে শুরু থেকেই শেষ করেন।

 

ভাস্কর গাঙ্গুলীর চরিত্রে অভিজিৎ দেব রায়: (Abhijeet Deb Roy as Bhaskar Ganguly)
ভাস্কর গাঙ্গুলীর চরিত্রে অভিজিৎ দেব রায়: (Abhijeet Deb Roy as Bhaskar Ganguly)
এই সিরিয়ালে নীলের কাকা অর্থাৎ গিনির বাবা ডক্টর ভাস্কর গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভিজিৎ দেব রায়। পর্দায় তিনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ।

 

সেঁজুতি গাঙ্গুলির চরিত্রে অনিন্দিতা কপিলেশ্বরী সাহা (Anindita Kapileshwari Saha as Sejuti Ganguly)
সেঁজুতি গাঙ্গুলির চরিত্রে অনিন্দিতা কপিলেশ্বরী সাহা (Anindita Kapileshwari Saha as Sejuti Ganguly)
ইচ্ছে পুতুল সিরিয়ালে গিনির মা সেজুতির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা কাপিলেশ্বরে সাহা

 

শালিনী সান্যালের চরিত্রে মালবিকা সেন: (Malabika Sen as Shalini Sanyal)
শালিনী সান্যালের চরিত্রে মালবিকা সেন: (Malabika Sen as Shalini Sanyal)
গাঙ্গুলি বাড়ির বড় জামাই তথা লম্পট রূপের মা শালিনী সান্যালের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মালবিকা সেন। পর্দায় তাঁর চরিত্রটা খানিকটা চোখে পট্টি পরা গান্ধারীর মতোই। সবটা জেনেও সে নিজের ছেলের বিরুদ্ধে একটা কথা শুনতে নারাজ। পর্দায় তাঁর চরিত্রটিকে দেখে দর্শকরা বলতে থাকেন মায়ের আদরে বাঁদর  ছেলে।

সুকান্ত সান্যালের চরিত্রে রাহুল চক্রবর্তী: (Rahul Chakraborty as Sukanta Sanyal)
সুকান্ত সান্যালের চরিত্রে রাহুল চক্রবর্তী: (Rahul Chakraborty as Sukanta Sanyal)
সবশেষে এই তালিকায় রয়েছেন রয়েছে রূপ ওরফে রূপঙ্কর সান্যালের বাবা সুকান্ত সান্যাল।  পর্দায় এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতার রাহুল চক্রবর্তী।

 

সিরিয়ালে এখনও পর্যন্ত তাঁর চরিত্রটি আদ্যোপান্ত একজন ভালো মানুষ। যিনি ছোটবেলা থেকে অনেক স্ট্রাগগল করে নিজের একটা বড় কোম্পানি তৈরী করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥