• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চরিত্র ফাইনাল হয়েও শেষ মুহূর্তে বাদ! ২০ বছরের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক ‘মিষ্টি বৌদি’ রাজন্যা

বাংলা সিরিয়ালে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা পার্শ্বচরিত্রে অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এমনই একজন শিল্পী হলেন রাজন্যা মিত্র (Rajannya Mitra)। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘মিষ্টি বৌদি’ নামেই বেশি। একাধিক হিট বাংলা সিরিয়ালে (Bengali Serial) তাঁকে দেখেছেন দর্শকরা। কখনও পজিটিভ, কখনও নেগেটিভ রোলে তাঁকে দেখা গিয়েছে। এই মুহূর্তে ‘জল থই থই ভালোবাসা’য় (Jol Thoi Thoi Bhalobasa) দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

থিয়েটারের হাত ধরে অভিনয়ে হাতেখড়ি, এখন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রাজন্যা। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় দু’দশক। স্টার জলসার (Star Jalsha) আইকনিক ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রেখেছিলেন তিনি। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে।

   

Rajannya Mitra interview

‘ইচ্ছে নদী’ সিরিয়ালে নায়ক অনুরাগের বৌদির চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন রাজন্যা। ‘খড়কুটো’ সিরিয়ালে মিষ্টি বৌদি চরিত্রে তাঁর অভিনয় এখনও মনে আছে সকলের। নায়িকা না হলেও, সাইড রোলে অভিনয় করেই দর্শকদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ঝিলিক থেকে পটল, ছোটবেলায় হিট হলেও এখন আর পর্দায় দেখা যায় না এই ৫ শিশুশিল্পীদের

সম্প্রতি সেই রাজন্যাই একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় বসেছিলেন। অভিনেত্রী বলেন, নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে মানিয়ে কাজ করার মধ্যে একটা নিখাদ আনন্দ অনুভব করেন তিনি।

Rajannya Mitra interview

ইন্ডাস্ট্রিতে প্রায় কুড়ি বছর কাজ করার সুবাদে ভালো-খারাপ দু’ধরণেরই অভিজ্ঞতা হয়েছে ‘মিষ্টি বৌদি’র। আবার এই অভিনয়ের সৌজন্যেই প্রচুর গুণী মানুষের সান্নিধ্যে আসতে পেরেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে খারাপ অভিজ্ঞতা সম্বন্ধে জিজ্ঞেস করা হলে অভিনেত্রী বলেন, তেমন কোনও খারাপ অভিজ্ঞতা নেই তাঁর।

আরও পড়ুনঃ তারা একা নয়, আকাশনীলের সন্তানের মা হতে চলেছে সন্ধ্যাও! টিভির আগেই ফাঁস তুলকালাম টুইস্ট

তবে কেরিয়ারের শুরুর দিকে একাধিকবার রিজেক্ট হতে হয়েছিল রাজন্যাকে। এমনকি বহুবার ফাইনাল হয়ে যাওয়ার পরেও বাদ পড়েছেন তিনি। যদিও সেসব নিয়ে এখন আর কোনও আফসোস নেই অভিনেত্রীর। কারণ তাঁর মতে, কেরিয়ারের শুরুর সেই খারাপ অভিজ্ঞতার কারণেই আজ এই জায়গায় এসে পৌঁছতে পেরেছেন তিনি।