• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের ‘সূর্য’ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত- বয়স, জন্মদিন, প্রেম সহ বায়োগ্রাফি

Updated on:

Bengali serial Anurager Chhowa actor Dibyojyoti Dutta biography age height boyfriend serials wiki more

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে রাজত্ব করছে একটি মাত্র সিরিয়াল, সেটি হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)স্টার জলসার এই ধারাবাহিকে (Bengali Serial) মুখ্য চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। দর্শকমহলে তাঁদের পরিচিতি অবশ্য সূর্য-দীপা নামেই বেশি। তাদের দুষ্টু-মিষ্টি রসায়ন দেখতে ভীষণ পছন্দ করে প্রত্যেকে।

বর্তমানে যেখানে শুরু হওয়ার কয়েকমাসের মধ্যে শেষ হয়ে যায় বহু সিরিয়াল (Serial), সেখানে মাসের পর মাস ধরে বেঙ্গল টপার হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। এই সিরিয়ালে অভিনয় করে দিব্যজ্যোতি আদায় করে নিয়েছেন ‘বং ক্রাশ’ তকমা। মহিলামহলে এই সুদর্শন অভিনেতার জনপ্রিয়তা দেখার মতো। আজকের প্রতিবেদনে সূর্য (Surjya) অভিনেতা দিব্যজ্যোতির কর্মজীবন এবং ব্যক্তিগত সম্বন্ধিত একাধিক অজানা তথ্য (Unknown Facts) তুলে ধরা হল।

দিব্যজ্যোতি দত্ত-এর উইকি এবং বায়ো (Dibyojyoti Dutta Wiki & Bio)

নামদিব্যজ্যোতি দত্ত
ডাকনামহ্যারি, দ্য বয় অফ বেঙ্গল
জন্মতারিখ২ সেপ্টেম্বর ১৯৯৯
বয়স (২০২৩ সালে)২৪
পেশাঅভিনেতা, মডেল, ইনফ্লুয়েন্সার
ধর্মহিন্দু
বাসস্থানকলকাতা, পশ্চিমবঙ্গ

দিব্যজ্যোতি দত্ত-এর শারীরিক গঠন (Dibyojyoti Dutta Physical Stats)

উচ্চতা (সম্ভবত)৫ ফুট ৯ ইঞ্চি
ওজন (সম্ভবত)৬৫ কেজি
চোখের মণির রঙবাদামি কালো
চুলের রঙকালো

দিব্যজ্যোতি দত্ত-এর শিক্ষাগত যোগ্যতা (Dibyojyoti Dutta Education)

বিদ্যালয়কলকাতা পাবলিক স্কুল
কলেজজানা যায়নি
বিশ্ববিদ্যালয়জানা যায়নি
শিক্ষাগত যোগ্যতাস্নাতক

দিব্যজ্যোতি দত্ত-এর প্রেমজীবন সহ অন্যান্য তথ্য (Dibyojyoti Dutta Relationships & More)

প্রেমিকাজানা যায়নি
প্রেম জীবনসিঙ্গেল
বৈবাহিক জীবনএখনও বিয়ে হয়নি
বিয়ের তারিখএখনও বিয়ে হয়নি

দিব্যজ্যোতি দত্ত-এর পরিবার (Dibyojyoti Dutta Family)

স্ত্রীএখনও বিয়ে হয়নি
বাবাসোমনাথ দত্ত
মাঅর্পিতা দত্ত
ভাই-বোনরিতিশা দত্ত

দিব্যজ্যোতি দত্ত-এর কেরিয়ার (Dibyojyoti Dutta Career)

টিভি সিরিয়াল১. জয়ী (২০১৭)
২. চুনী পান্না (২০১৯)
৩. দেশের মাটি (২০২১)
৪. অনুরাগের ছোঁয়া (২০২২)
সিনেমাএখনও করেননি
ওয়েব সিরিজএখনও করেননি

দিব্যজ্যোতি দত্ত-এর পছন্দের জিনিস (Dibyojyoti Dutta Favourites)

প্রিয় অভিনেতাশাহরুখ খান
প্রিয় অভিনেত্রীশ্রুতি হাসান
প্রিয় রঙসাদা
প্রিয় খেলাক্রিকেট
প্রিয় স্ট্রিট ফুডমোমো

দিব্যজ্যোতি দত্ত-এর বিষয়ে কিছু অজানা জিনিস (Unknown Facts About Dibyojyoti Dutta)

১. দিব্যজ্যোতি মাত্র ১৮ বছর বয়সে জি বাংলার ‘জয়ী’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশন কেরিয়ার শুরু করেছিলেন।
২. দিব্যজ্যোতি শরীরচর্চা করতে ভীষণ ভালোবাসেন।
৩. ২০১৯ সালের ‘সেরা স্বামী’ বিভাগে ‘সোনার সংসার’ পুরস্কার জিতেছিলেন দিব্যজ্যোতি।
৪. ২০১৯ সালে জি বাংলার মহালয়া ’১২ মাসে ১২ রূপে দেবীবরণ’এ শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি।
৫. দিব্যজ্যোতি এসভিএফের ব্যানারে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে ‘দেখেছি রূপসাগরে’ মিউজিক ভিডিওয় কাজ করেছেন।
৬. ২০২২ সালে স্টার জলসার মহালয়া ‘ইয়া চণ্ডী’তে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥