• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের ‘দীপা’ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ – বয়স, জন্মদিন, প্রেম সহ বায়োগ্রাফি

Updated on:

Anurager Chhowa Deepa actress Swastika Ghosh Birthday Age Wiki Bio

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে রাজত্ব করছে একটি মাত্র সিরিয়াল, সেটি হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa)। গত কয়েকমাস ধরে টিআরপি (TRP) তালিকায় রাজত্ব করছে সূর্য-দীপার মেগা। এই সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)

সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে স্বস্তিকার পরিচিতি এখন ‘দীপা’ (Deepa) নামেই বেশি। ‘অনুরাগের ছোঁয়া’ নায়িকাকে এই নামেই চেনেন সবাই। সুগৃহিণী দীপার চরিত্রে অভিনয় করে দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন স্বস্তিকা। আজকের প্রতিবেদনে এই টেলি নায়িকার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সংক্রান্ত একাধিক অজানা তথ্যই তুলে ধরা হল।

স্বস্তিকা ঘোষ এর বায়ো ও উইকি (Swastika Ghosh Bio & Wiki)

নামস্বস্তিকা ঘোষ
ডাকনামরিয়া
জন্মতারিখ১১ সেপ্টেম্বর ২০০২
বয়স (২০২৩ সালে)২১
পেশাঅভিনয়
ধর্মহিন্দু
বাসস্থানকলকাতা, পশ্চিমবঙ্গ

স্বস্তিকা ঘোষ এর শারীরিক গঠন (Swastika Ghosh Physical Stats)

উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি (সম্ভবত)
ওজন৫৩ কেজি (সম্ভবত)
চোখের মণির রঙকালো
চুলের রঙকালো

স্বস্তিকা ঘোষ এর শিক্ষাগত যোগ্যতা (Swastika Ghosh Education)

স্কুলজানা যায়নি
কলেজজানা যায়নি
বিশ্ববিদ্যালয়জানা যায়নি
শিক্ষাগত যোগ্যতাস্নাতক

স্বস্তিকা ঘোষ এর প্রেমজীবন সহ অন্যান্য তথ্য (Swastika Ghosh Relationships & More)

প্রেমিকজানা যায়নি
প্রাক্তন প্রেমিকজানা যায়নি
বৈবাহিক জীবনঅবিবাহিত
বিয়ের তারিখএখনও হয়নি

স্বস্তিকা ঘোষ এর পরিবার (Swastika Ghosh Family)

স্বামীএখনও বিয়ে হয়নি
বাবানাম জানা যায়নি
মানাম জানা যায়নি
ভাই-বোনজানা যায়নি

স্বস্তিকা ঘোষ এর কেরিয়ার (Swastika Ghosh Career)

টিভি সিরিয়াল১.সরস্বতীর প্রেম (প্রথম সিরিয়াল)
২. দত্ত অ্যান্ড বৌমা
৩. অনুরাগের ছোঁয়া
সিনেমাএখনও করেননি
ওয়েব সিরিজএখনও করেননি

স্বস্তিকা ঘোষ এর পছন্দের জিনিস (Swastika Ghosh Favourite Things)

প্রিয় অভিনেতাশাহরুখ খান
নওয়াজউদ্দিন সিদ্দিকি
প্রিয় অভিনেত্রীআলিয়া ভাট
তামান্না ভাটিয়া
প্রিয় রঙকালো
প্রিয় খেলাক্রিকেট
প্রিয় স্ট্রট ফুডফুচকা
মোমো
পিৎজা

স্বস্তিকা ঘোষের বিষয়ে কিছু অজানা তথ্য (Unknown Facts About Swastika Ghosh)

১. ২০২০ সালে ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিকের হাত ধরে কেরিয়ার শুরু করেন স্বস্তিকা। সেই সময় অভিনেত্রীর বয়স ছিল মাত্র ১৮ বছর।

২. ২০২২ সালে স্টার জলসার ‘ইয়া চণ্ডী মহালয়া’ ধারাবাহিকে দেবী চামুণ্ডার চরিত্রে তাকলাগানো অভিনয় করেছিলেন ‘অনুরাগের ছোঁয়া’ দীপা থুড়ি স্বস্তিকা ঘোষ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥