• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আদৌ প্রেম, নাকি পুরোটাই নাটক? ইন্ডিয়ান আইডলে পবনদীপকে নিয়ে মুখ খুলল বনগাঁর মেয়ে অরুণিতা

সঙ্গীতের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল (Indian Idol)’। যার চলতি সিজন অর্থাৎ “ইন্ডিয়ান আইডল ১২” শুরু থেকেই একের পর এক বিতর্কের জেরে শিরোনামে এসেছে। কখনও বিচারক, কখনও প্রতিযোগী বাদ পড়েননি কেউই। এসবের পাশাপাশি অনুষ্ঠানের অরুণিতা ও পবনদীপের সম্পর্ক নিয়ে চলছে জোর গুঞ্জন। যদিও ইন্ডিয়ান আইডলের পুরনো প্রতিযোগীদের দাবি এই সব কিছুই বানানো। সবটাই TRP-র খেলা। তাছাড়া এটাও ঠিক যে অরুণিতা-পবনদীপের লাভ অ্যাঙ্গেল দিয়েশো বেশ ভালো TRP পাচ্ছে ।

এবারের ট্রফি জেতার লড়াইয়ে ৬ প্রতিযোগির মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জীলাল (Arunita Kanjilal) এবং উত্তরাখন্ডের পাহাড়ি গ্রামের ছেলে পবনদীপ রাজন (Pabandip Rajan)। গোটা সিজন ধরেই শোনা গেছে তাঁদের প্রেমের গুঞ্জন। শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণকেও বিভিন্ন সময় তাঁদের নিয়ে নানা মজা করতে দেখা গিয়েছে। তবে অরুনিতা কিংবা পবন দুজনেই এখনও পর্যন্ত এই সম্পর্কে সিলমোহর দেননি।

   

Arunita Kanjilal opens up about love relation with pawandeep in Indian Idol 12,Indian Idol,Indian Idol 12,Pawandeep,Arunita Kanjilal,অরুণিতা কাঞ্জিলাল,পবনদীপ,ইন্ডিয়ান আইডল

এরই মাঝে অরুণিতাকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দিয়ে পবনদীপ বলেছেন, অরুণিতা তাঁর ভালো বন্ধু। একথা শুনে লাজুক হেসে তাতে সম্মতি জানাতেও দেখা যায় অরুণিতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘অরুণিতা আমার খুব কাছের বন্ধু। আসলে ইন্ডিয়ান আইডলে আমরা সবাই সবার বন্ধু। আমরা একসঙ্গে এত সময় কাটিয়েছি, যে অবিচ্ছেদ্য হয়ে গিয়েছি প্রত্যেকে’। এরপর পবনদীপ আরো বলে, ‘দর্শকের বোঝা উচিত আমাদের মধ্যে বন্ধুত্বের বেশি কিছু নেই। এই মুহূর্তে কেরিয়ারের ওপর ফোকাস করতে হবে। বাকি সব কিছু অপেক্ষা করতে পারবে। তবে আমি চাই আমাদের এই সম্পর্ক বুড়ো বয়স পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে।’

ইন্ডিয়ান আইডল Indian Idol 12 Pawandeep Arunita Love Story

এবার পবনদীপের সাথে প্রেমের জল্পনা প্রসঙ্গে মুখ খুলল বনগাঁর মেয়ে অরুণিতা। সত্যিই কি প্রেম নাকি পুরোটাই সাজানো বিষয় শুধু মাত্র! অরুণিতার মতে, ‘অংশ ছোট থেকেই এই ধরণের প্লাটফর্মে আসতে চেয়েছিলাম। ছোট বেলায় একবার চেষ্টা করেছিলাম তবে তখন পারিনি। এরপর চেষ্টা করেছি নিজেকে আরো ভালো করে তোলার, যার ফলস্বরূপ আজ এখানে দাঁড়িয়ে আছি। বর্তমানে আমি ফাইনালের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। অডিশনে পাশ করবো সেটাই ভাবিনি সেখান থেকে আজ আমি প্লে ব্যাকের অফার পেয়ে গেছি এটা আমার কাছে সত্যিই একটা বড় পাওয়া’।

আরো পড়ুন: বিদেশী সংগীতে বলিউডের গান তৈরী! চুরি ধরা পড়তেই অনু মালিককে গোল্ড মেডেল দেবার দাবি নেটিপাড়ায়

 

Arunita Kanjilal opens up about love relation with pawandeep in Indian Idol 12,Indian Idol,Indian Idol 12,Pawandeep,Arunita Kanjilal,অরুণিতা কাঞ্জিলাল,পবনদীপ,ইন্ডিয়ান আইডল

এরপর রিয়্যালিটি শোয়ের মঞ্চে পবনদীপের সাথে সম্পর্কের কথা নিয়েই বলেন অরুণিতা। তাঁর মতে, ‘আমরা ভীষণ ভালো বন্ধু, বাকি প্রতিযোগীদের মতোই। তবে প্রেমের সম্পর্ক নেই। নিছক মজার জন্যই শোতে কিছু জিনিস দেখানো হয়। সেটা এতটা সিরিয়াস ভাবার কিছু নেই’। যদিও অরুণিতা ও পবনদীপের এই প্রেমের কাহিনীকে সস্তা টিআরপির জন্য নাটক  বলেই মনে করেন অনেকে।

site