• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অমানবিক, জনি লিভারকে প্রস্রাব খাওয়াতে চেয়েছিলেন আমির! ২৩ বছর পর ফাঁস হল ‘কুকীর্তি’

Published on:

Mela film director Dharmesh Darshan and Aamir Khan issue

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলা হয় তাঁকে। যে কোনও জিনিস একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পছন্দ করেন আমির খান (Aamir Khan)। পারফেকশনের প্রতি তাঁর এই অমোঘ আকর্ষণের জন্যই অনুরাগীরা তাঁকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ নাম দিয়েছেন। প্রায় তিন দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন আমির। ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট সিনেমা।

সম্প্রতি আমিরেরই একটি সিনেমা নিয়ে মুখ খোলেন স্বনামধন্য পরিচালক ধর্মেশ দর্শন (Dharmesh Darshan)। শোনা যায়, ‘মেলা’র (Mela) শ্যুটিংয়ের সময় নায়িকার হাতে থুথু ফেলার দৃশ্য করতে একেবারে অনড় ছিলেন অভিনেতা। এখানেই শেষ নয়, ছবিতে মদ ভেবে ভুল করে প্রস্রাব পানের দৃশ্যে জনি লিভারকে (Jhonny Lever) দেখার পর জোর চর্চা শুরু হয়েছিল বলেও জানান পরিচালক।

Dharmesh Darshan on Aamir Khan Johnny Lever Mela movie scene

২০০০ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল ‘মেলা’ ছবিটি। নামভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান, টুইঙ্কল খান্না। ধর্মেশ বলেন, সেই সময় সদ্য সদ্য ‘রাজা হিন্দুস্তানি’ হিট হয়েছে। আমিরেরও বেশ নামডাক হয়েছিল। সেই জন্য ‘মেলা’য় তাঁকে কাস্ট করা হয়। যদিও সেই ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় ধর্মেশ বলেন, ‘মেলা’ শ্যুটিংয়ের সময় জনি লিভারের সঙ্গে ‘প্রস্রাব পান করার দৃশ্য’ করতে একপ্রকার অনড় ছিলেন আমির। হলিউড ছবি ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’এ এই সিন দেখেছিলেন তিনি। এরপর ‘মেলা’তেও সেই দৃশ্য রাখতে চান অভিনেতা। যদিও ধর্মেশ সেই সময় বলেছিলেন, সিনেপ্রেমী মানুষরা এমন দৃশ্য দেখতে চায় না। যদিও কোনও কথাই শুনতে রাজি ছিলেন না আমির।

Dharmesh Darshan on Aamir Khan Johnny Lever Mela movie scene

ধর্মেশ বলেন, ওই দৃশ্যের শ্যুটিংয়ের পর তাঁর চোখ দিয়ে জল নেমে এসেছিল। কথার সূত্রে পরিচালক আরও জানান, ‘মেলা’র মাধ্যমে নিজের ভাই ফয়সল খানকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন আমির। যদিও সেই ছবি মুখ থুবড়ে পড়েছিল। অনেক চেষ্টা করেও তাই ভাইয়ের কেরিয়ার বাঁচাতে ব্যর্থ হয়েছিলেন আমির।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥