• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও ব্যর্থ ময়ূরী, জিষ্ণুর হাতে রাখি বেঁধে নিলের কাছেই ফিরবে মেঘ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Published on:

Iccheputul serial Megh celebrates Rakhi with Jishnu video goes viral

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় যতগুলি বাংলা সিরিয়াল (Bangla Serial) সম্প্রচারিত হচ্ছে তাদের মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) সিরিয়ালটি। প্রত্যেকদিন এই সিরিয়ালটি দেখা দর্শকদের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিটি পর্বেই নতুন করে দর্শকদের মন জয় করে চলেছে এই সিরিয়াল। বিশেষ করে এই ধারাবাহিকের  নায়িকা মেঘকে  (Megh) একেবারে চোখে হারাচ্ছেন দর্শক।

ধারাবাহিকে মেঘের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস। পর্দায় তিনি মেঘের চরিত্রটিকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তাতে তার প্রশংসায় পঞ্চমুখ দর্শক। ধারাবাহিকে সদ্য জিষ্ণু চরিত্রে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় অভিনেতা শমীক  চক্রবর্তী। গুরুজীর স্কুলে গান শিখতে গিয়েই পরিচয় হয় তাদের। সিরিয়ালটি নিয়মিত দর্শকরা জানেন ময়ূরীর চক্রান্তে এই মুহূর্তে মেঘ আর সৌরনীলের সম্পর্কটা একেবারে খাদের  কিনারায় এসে দাঁড়িয়েছে।

Ichheputul serial new hero takes entry in meghs life

তবে গত পর্বেই ময়ূরীর মুখোশ খুলে দিয়েছিল মেঘ। কিন্তু কিন্তু একটু সুস্থ হয়ে উঠে বসতেই আবার ননতুন ফন্দি আঁটছে ময়ূরী। এরই মধ্যে রাস্তায় দাঁড়িয়ে জিষ্ণুর সাথে মেঘকে ফুচকা খেতে দেখে রাগে ফুঁসছে নীল। তাই বোঝাই যাচ্ছে নীল আবার ভুল বুঝবে মেঘকে। অন্যদিকে হ্যান্ডসাম হিরো জিষ্ণুকে দেখে দর্শক ভাবতে শুরু করেছেন এবার নীলকে ডিভোর্স দিয়ে মেঘ বোধ হয় নতুন করেই জীবনের শুরু করবে।

আরও পড়ুনঃ হাসপাতালের বিছানায় শুয়ে ‘পটল কুমার’! অসুস্থ হিয়ার ছবি ভাইরাল হতেই চিন্তায় নেটিজেনরা

কিন্তু তার আগেই সমস্ত জল্পনা জল ঢেলে এই নতুন নায়কের হাতেই রাখি পরিয়ে দিলেন পর্দার মেঘ।  যা দেখে মনটা একেবারে ভেঙে গিয়েছে দর্শকদের। এ পর্যন্ত পড়ে  হয়তো অনেকেই ভাবতে শুরু করেছেন জিষ্ণুকে মেঘের ভাই বানিয়ে হয়তো গল্পে আসবে কোন নতুন মোড়।

আরও পড়ুনঃ সত্যিই কি প্রেম করছেন? কাঞ্চনের কাঁধে উঠে সম্পর্কে শিলমোহর দিলেন শ্রীময়ী, ভাইরাল হল ছবি

আর এই ভাবেই মেঘ হয়তো ময়ূরীর সমস্ত চক্রান্ত ব্যর্থ করে আবার নীলের চোখে ভালো হয়ে উঠবে। কিন্তু এখানে বলে রাখি মেঘ এদিন বেঁধেছিলেন বটে, তবে তা কিন্তু পর্দায় নয় বাস্তবে।  সেই রাখি বন্ধনেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার শেয়ার করে নিয়েছিলেন খোদ জিষ্ণু অভিনেতা শমীক ভট্টাচার্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥