• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনুরাগের ছোঁয়ায় আসছে ‘ধুমতানানানা’ পর্ব! রত্নার মুখোশ খসে পড়তেই রণচন্ডি রূপে লাবণ্য

Published on:

Anurager Chhowa serial urmi will reveal her mother Ratna's truth

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) অথচ স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) দেখেন না এমন দর্শকদের সংখ্যা নেই বললেই চলে। দিনে দর্শকমহলে বেড়েই চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। যার নিয়মিত ছাপ পড়ছে সাপ্তাহিক টি আর পি তালিকাতেও। দর্শকদের ভালোবাসায়  লাগাতার ‘বেঙ্গল টপার’ হয়ে এককথায় অবতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়াল।

সিরিয়ালটির  নিয়মিত দর্শকরা জানেন এই মুহূর্তে ধারাবাহিকের প্রতিটা দিনই হচ্ছে একেবারে ‘ধুমতানানানা’ এপিসোড। যার প্রত্যেক পরতে পরতে থাকছে একেবারে টানটান উত্তেজনা। এই মুহূর্তে নায়ক-নায়িকা সূর্য দীপাকেও ছাপিয়ে যাচ্ছে তাঁদের দুই ছোট্ট মেয়ে সোনা-রুপার নিখুঁত অভিনয়। সত্যি কথা বলতে এমন ফুলের মতো সুন্দর দুটো বাচ্চা মেয়ের চোখের জল দেখে প্রতিদিনই মন খারাপ হয়ে যাচ্ছে দর্শকদেরও।

Anurager Chhowa upcoming track reveal audience praise Urmi

নিজের মা-বাবার কাছে থেকেও দূরে থাকার কারণে সোনা রুপা যেভাবে কষ্ট পাচ্ছে তা দেখে মন কাঁদছে দর্শকদেরও। আর চোখের সামনে সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার জন্য ইতিমধ্যেই দর্শকরা দায়ী করেছে নায়িকা দীপা এবং তার শাশুড়ি লাবণ্যকে। এছাড়া দর্শকদের চোখে এখন রীতিমতো ভিলেন হয়ে উঠেছে এই সিরিয়ালের নায়ক সূর্য।

অন্যদিকে একসময়ের খলনায়িকা ঊর্মি এখন যেভাবে ভালো মেয়ে হয়ে গিয়ে সারাক্ষণ দিদি দীপার পাশে ঢাল হয়ে দাঁড়াচ্ছে,তাতে এক কথায় মুগ্ধ হয়েছেন দর্শক। কিছুদিন আগেই দেখা গিয়েছে উর্মির মা রত্না, নিজের নাতির কথা ভেবে স্বার্থে অন্ধ হয়ে গিয়ে অতটুকু একটা মেয়ে সোনার কানের বিষ ঢেলেছে। ভালোবাসার নাম করে আলাদা করে নিয়ে গিয়ে জানিয়েছে সূর্য কিংবা সেনগুপ্ত বাড়ির কেউই নাকি তার নিজের লোক নয়।

Anurager Chhowa serial urmi will reveal her mother Ratna's truth

খুব ছোটবেলায় নাকি তাকে কুড়িয়ে নিয়ে আসা হয়েছিল। তারপর থেকেই মনে প্রচন্ড আঘাত পেয়েছে ছোট্ট সোনা। বাবা অন্তর প্রাণ ছিল যে মেয়ে সেই সোনাই এখন বাবার ছায়াও মারাতে চাইছে না। অন্যদিকে সূর্যও  নির্বধের মতো অকারণে এসবের জন্য দায়ী করে চলেছে দীপাকে।

আরও পড়ুনঃ ফুলকি আসতেই চাপে অনুরাগের ছোঁয়া-জগদ্ধাত্রী, সেরা হল কে? রইল রথযাত্রা স্পেশাল TRP তালিকা

Anurager Chhowa serial urmi will reveal her mother Ratna's truth

আরও পড়ুনঃ উল্টোরথে শুরু নতুন সংসার, সাত পাকে বাঁধা পড়লেন উদয়-অনামিকা, প্রকাশ্যে বিয়ের অ্যালবাম

আর এবার অনুরাগের ছোঁয়ায় আসছে ধুন্ধুমার পর্ব। আজকের পর্বেই দেখা যাবে সবটা চোখের সামনে দেখেও  সহ্য করতে না পেরে এবার টানতে টানতে নিজের মা রত্নাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসবে উর্মি । সেখানেই সে সবার সামনে পর্দা ফাঁস করে দেয় রত্নার। আর সত্যিটা জানতেই রত্নার ওপর ক্ষোভে ফেটে পড়ে লাবণ্য সেনগুপ্ত। অনুরাগের ছোঁয়ার এই ঝুন্ধুমার পর্ব দেখার জন্য এখন থেকে মুখে রয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥