• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উল্টোরথে শুরু নতুন সংসার, সাত পাকে বাঁধা পড়লেন উদয়-অনামিকা, প্রকাশ্যে বিয়ের অ্যালবাম

Published on:

Usdaypratap Singh and Anamika Chakraborty's marriage album

Uday Pratap Singh  & Anamika Chakraborty Wedding Album: এই মুহূর্তে টলিপাড়ায় একের পর এক বাজছে বিয়ের (Marriage) সানাই। বিয়ের মরশুমে গতকালই চার হাত এক হয়েছে মিঠাইয়ের রাতুল অভিনেতা উদয় প্রতাপ সিং এবং এখানে আকাশ নীল খ্যাত ডক্টর হিয়া অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর (Uday Pratap Singh  Anamika Chakraborty Wedding)। দীর্ঘ আড়াই বছর ধরে সম্পর্কে থাকার পর গতকাল আইনি বিবাহ সেরেছেন বাংলা বিনোদন জগতের অত্যন্ত মিষ্টি এই জুটি।

তবে সমস্ত নিয়ম রীতি মেনে বিয়ে না হলেও এদিন অনামিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে দেখা গিয়েছিল উদয়কে। উপস্থিত ছিল হাতে গোনা আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব। প্রসঙ্গত উদয় অনামিকা  শুরু থেকেই তারা জানিয়েছিলেন জাঁকজমক করে নয় খুব সাদামাটা ভাবেই বিয়ে সারবেন তাঁরা। গতকাল দেখা গেল সেই ছবিই।

বাংলা সিরিয়াল,Bengal Serial,উদয় প্রতাপ সিং,Udaypratap Singh,অনামিকা চক্রবর্তী,Anamika Chakraborty,সম্পর্ক,Relationship,বিয়ে,Marriage,ছবির অ্যালবাম,Photo Album

প্রসঙ্গত উদয় অনামিকার বিয়ের আভাস মিলেছিল চলতি বছরের শুরুতেই। এ ছাড়া কিছুদিন আগে আইবুড়ো ভাতও খেতে দেখা গিয়েছিল তাঁদের। তাই চলতি বছরেই যে তাঁদের বিয়ে হবে একথা একপ্রকার নিশ্চিত ছিল। এদিন উদয়ের পরনে ছিল হাল্কা আকাশি রঙের পাঞ্জাবি আর অনামিকার পরনে ছিল হালকা আলাপী রঙের শাড়ি আর ম্যাচিং ব্লাউজ। সাথে হালকা গয়না।

গতকাল রাতেই সোশ্যাল মিডিয়ার বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন এই নবদম্পতি। এদিন ছবি শেয়ার করে নিয়ে ক্যাপশনে উদয়-অনামিকা দুজনেই লিখেছেন ‘আমাদের নতুন পথচলা শুরু। আমরা পেরেছি।’ আইনি বিয়ে সেরে এদিন দুজনকে কেক কাটতেও দেখা গিয়েছে।এছাড়া কখনও অনামিকাকে কোলে তুলে আবার কখনও কপালে চুমু এঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন উদয়।

বাংলা সিরিয়াল,Bengal Serial,উদয় প্রতাপ সিং,Udaypratap Singh,অনামিকা চক্রবর্তী,Anamika Chakraborty,সম্পর্ক,Relationship,বিয়ে,Marriage,ছবির অ্যালবাম,Photo Album

এদিন উদয় অনামিকার বিয়ের ছবি ভাইরাল হতেই কমেন্ট সেকশনে উপচে পড়েছে মন্তব্যের বন্যা। অনুরাগীরা তো বটেই শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত শোঃ অভিনেতা-অভিনেত্রীরাও। তালিকায় যেমন রয়েছেন মিঠাই অভিনেত্রী সৌমিত্রিশা কুন্ডু কিংবা রাজীব অভিনেতা সৌরাভ চ্যাটার্জী।

বাংলা সিরিয়াল,Bengal Serial,উদয় প্রতাপ সিং,Udaypratap Singh,অনামিকা চক্রবর্তী,Anamika Chakraborty,সম্পর্ক,Relationship,বিয়ে,Marriage,ছবির অ্যালবাম,Photo Album

তেমনই এই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিক্রম চ্যাটার্জী, অণ্বেষা হাজরা, প্রিয়াঙ্কা ভট্টাচার্য কিংবা আদৃজা রায়ের মতো একঝাঁক অভিনেতা অভিনেত্রীরা।  প্রসঙ্গত একদিকে উদয়কে এখন দেখা যাচ্ছে নিম ফুলের মধু সিরিয়ালে চয়ন চরিত্রে। অন্যদিকে সামনেই মুক্তি পেতে চলেছে অনামিকা অভিনীত নতুন সিনেমা শহরের উষ্ণতম দিনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥