• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনাকে সত্যি জানিয়ে মিশকাকে কাঁদিয়ে ছাড়লো রুপা! দুই বোনের অভিনয় দেখে চোখে জল দর্শকদের

Published on:

Anurager Chhowa serial Rupa will reveal the truth to Sona in upcoming episode

Anurager Chowa Rupa gives Mishka a lession: স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) অনুরাগের ছোঁয়ায় (Anurager Chhowa) আসছে বিরাট চমক। এবার সত্যের মুখোমুখি হতে চলেছে ছোট্ট সোনা। বোনের  কষ্ট চোখের সামনে দেখতে না পেরে এবার নিজেই সোনাকে সত্যিটা জানিয়ে দেবে রুপা (Rupa)। আজকের পর্বেই দেখা যাবে পচা আন্টি মিশকার কবল থেকে সোনাকে ছাড়িয়ে নিয়ে আসযে সোনা।

তাই কষ্ট পেয়ে সোনা যখন বলবে তার কেউ নেই,তাকে কেউ ভালোবাসে না, তখন রুপা জানিয়ে দেবে যে তারা জমজ বোন। সে যেন আর কখনও অন্য কারও কাছে না যায়। সে তার নিজের বাবা-মার কাছেই রয়েছে। সূর্য দীপাই তার আসল বাবা মা. একসাথে এতগুলো সত্যিই জানার পর ফুলমা দীপার ওপর প্রচন্ড রেগে যায় সোনা।  এতদিন চোখের সামনে তাকে এত কষ্ট পেতে দেখেও তারা এতদিন কেন সত্যিটা বলেনি তা যে জানতে চেয়ে মায়ের উপর অভিমান করে সোনা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,লাবণ্য,Labonyo,আগামী পর্ব,Upcoming Episode

কাঁদতে কাঁদতেই সোনা বলতে থাকে তারও মায়ের আদর খেতে ইচ্ছা করে। কেন তাকে ছোটবেলায় তার মায়ের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন রুপা জানিয়ে দেয় ‘দিদিভাইকে জিজ্ঞেস কর, দিদিভাই তোমাকে সরিয়ে দিয়েছিল মায়ের কাছ থেকে’। এ কথা শুনে দিদি ভাইয়ের উপর আরও বেশি রেগে যায় সোনা। তখন সোনার কথার কি উত্তর দেবে তা বুঝতে না পেরে দিশেহারা হয়ে যায় লাবণ্য।

সেই সময় উপস্থিত বুদ্ধি খাটিয়ে সোনাকে বাড়ি নিয়ে আসতে এগিয়ে আসবে রুপা। অন্যদিকে লাবণ্যকে একা পেয়ে এদিন  দীপাও তাঁকে কয়েকটা প্রশ্ন করযে। এমনিতে দীপা সারাক্ষণ তার শাশুড়ি লাবণ্য সেনগুপ্তের পাশে থাকলেও এদিন সে বাধ্য হয়ে বলবে মিশকা যতই ভুল করে থাকুক না কেন এদিন মিশকার করা প্রশ্নগুলো কিন্তু সত্যি। সূর্যের খোঁজ না পেয়ে অস্থির হয়ে ওঠে দীপাও।

আরও পড়ুনঃ বৌকে ছেড়ে ফুলশয্যায় মায়ের সাথে ছেলে, ‘কার কাছে কই মনের কথা’ দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,লাবণ্য,Labonyo,আগামী পর্ব,Upcoming Episode

আরও পড়ুনঃ লাবণ্য থেকে দ্যুতি, নেগেটিভ থেকে পজেটিভ হয়েই জনপ্রিয়তা পেয়েছেন এই ৫ টেলি অভিনেত্রী

দীপার মুখে এমন প্রশ্ন শুনে এদিন লাবণ্য আবার বাকরুদ্ধ হয়ে পড়বে। অন্যদিকে দেখা যাবে সূর্যকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখবে একজন বয়স্ক মহিলা। এখন দেখার এই বয়স্ক মহিলার হাত ধরে সিরিয়ালের নতুন কোন রহস্য উন্মোচন হয় কিনা! তবে আজকের পর্বে অনুরাগের ছোঁয়াতে ছোট্ট-সোনা রুপার দুর্দান্ত অভিনয় দেখে চোখের জল ধরে রাখতে পারবেন না দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥