• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়সের থেকে ভারী দায়িত্বের বোঝা! মায়ের কষ্ট কমাতে বাবার ওপর রাগ করে ফুল বিক্রি করছে রুপা

Updated on:

Anurager Chhowa serial Rupa sell flower on street audience praise her acting skill

Anurager Chow Rupa starts selling flower: স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই এখন থাকছে মোড় ঘোরানো পর্ব। ইদানিং দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে সেনগুপ্ত বাড়ির দুই ছোট্ট সদস্য সোনা-রুপা (Sona-Rupa)। গত পর্বেই দর্শক দেখেছেন অনাথ ভেবে নিজেই বড্ড কষ্ট পাচ্ছে সোনা। যার জন্য অমানসিক চাপ পড়ছে সোনার মনের ওপর।

ফুলমা ছাড়া সে কারুর সাথে কথা বলা তো দূর কারও হাতে কিছু খেতেও চাইছে না। তাই অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে বিছানাতেই শুয়ে রয়েছে সোনা। অন্যদিকে মায়ের সাথে ডাক্তার বাবুর লাগাতার খারাপ ব্যবহার দেখে কিছু করতে পারছে না রুপা। তাই সে এবার ঠিক করেছে যেদিন না বাবা তার মা আর তাকে মেনে নেবে ততদিন বাবার টাকা পড়াশোনা করবে না সে।

Anurager Chhowa upcoming track reveal audience praise Urmi

রুপা চায় এবার থেকে তার পড়াশোনার যাবতীয় খরচ সে শুধুমাত্র তার মায়ের থেকেই নেবে। আর দরকার হলে সে নিজেও টাকা জোগাড় করতে কাজ করবে। এরই মধ্যে জানা যাচ্ছে আগামী পর্বে দেখা যাবে স্কুলের ফিজ জোগাড় করতে এবার ফুলের ঝুড়ি নিয়ে রাস্তায় ফুল বিক্রি করতে বেরোবে রুপা।

গত পর্বে যেমন ডাক্তারবাবুর দেওয়া টাকায় ট্যাব নিজের অস্বীকার করেছিল রুপা, তেমনি আগামী পর্বের দেখা যাবে বাবার টাকায় পড়াশোনা করবে না বলে স্কুলে গিয়ে প্রিন্সিপাল ম্যামকে রিকোয়েস্ট করযে রুপা। যাতে তারা তার পড়াশোনার জন্য ডাক্তারবাবুর পাঠানো টাকা  না নেয়। তবে রুপার মতো ছোট্ট একটা মেয়ের মুখে এমন  কথা শুনে প্রথমে বেশ অবাক খোদ প্রিন্সিপাল ম্যাডাম নিজেও।

আরও পড়ুনঃ একবছর শয্যাশায়ী হয়ে ফেলেছেন চোখের জল! অসুস্থতা কাটিয়ে পর্দায় ফিরছেন ‘ছোট মা’ অঞ্জনা

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,ফুল বিক্রি,Selling Flower

যদিও পরে তিনিই রুপাকে আশ্বাস দিয়ে জানাবেন টাকার জন্য রুপার মতো ভালো স্টুডেন্ট এর পড়াশোনা আটকাবে না। তাই তার যখন সুবিধা হবে সে টাকা দিতে পারে। এর পরেই দেখা যাবে মায়ের দেখানো পথে হেঁটেই রাস্তায় ফুলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করছে রুপা।

আরও পড়ুনঃ আবার বাজবে বিয়ের সানাই! ‘এক্কা দোক্কা’য় রাধিকা-অনির্বাণর রোম্যান্স দেখে মুগ্ধ দর্শকেরা

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,ফুল বিক্রি,Selling Flower

এতটুকু বয়সেই ছোট্ট রুপার এত আত্মসম্মান দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।এদিন তাই রূপার কষ্ট দেখে সোশ্যাল মিডিয়ার পাতায় এক অনুরাগী লিখেছেন ‘ফুল বিক্রি করতে গিয়েছে রূপা। রুপাকে দেখে আজ বড্ড কষ্ট হচ্ছিলো।কি অসহায় মায়াবী লুক।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥