• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘শয়তানি’ করেই সফল ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা! ‘বাংলার গর্ব ২০২৩’ অ্যাওয়ার্ড পেলেন অহনা

Published on:

Anurager Chhowa serial Mishka actress Ahona Dutta own Banglar Gorbo Award

Anurager Chhowa Mishka Actress Ahana Dutta New Award : এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Seerial) জগতে সেরা খলনায়িকা (Villain) বলতে প্রথমেই আসে একজনেরই নাম, তিনি হলেন স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের শয়তান মিশকা (Mishka)। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা তো পেয়েইছেন।  পাশাপাশি অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta) এখন হয়ে উঠেছেন দর্শকদের দু চোখের বিষ।

টেলিভিশনের পর্দায় এটাই অহনা অভিনীত প্রথম বাংলা সিরিয়াল। এর আগে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে প্রতিযোগী হয়েই প্রথম ক্যামেরার সামনে এসেছিলেন তিনি। পরবর্তীতে এই প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পর  অহনার কাছে সুযোগ আসে অনুরাগের ছোঁয়ার খলনায়িকা হওয়ার। সেখান থেকেই রাতারাতি ভাগ্যের চাকাটাই ঘুরে যায় অভিনেত্রীর। প্রথম সিরিয়ালেই তুমুল জনপ্রিয়তা পেয়ে এই মুহূর্তে সাফল্যের শিখরে রয়েছেন অহনা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,পুরস্কার,Award

পর্দায় সূর্যের এই বেস্ট ফ্রেন্ড মিশকাকে  দেখতে অনেকটা বড় লাগলেও বাস্তবে বয়সটা কিন্তু তার বেশ কম। জানেন পর্দার এই জিনিয়াস মিশকার বয়স বর্তমানে কত? বাংলা সিরিয়ালের এই খলনায়িকার বয়স মাত্র ২০ বছর। এই বয়সেই তাঁর দুর্দান্ত  অভিনয় আর ঝাঁঝালো সংলাপ রীতিমত গায়ে জ্বালা ধরিয়ে দেয় দর্শকদের।

আরও পড়ুনঃ সোনার জন্মপরিচয় জেনে দীপাকে নিয়ে মরতে গেল সূর্য! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র মহাধামাকা পর্ব

খলনায়িকা মিশকার মুকুটে নতুন পালক 

এই মিশকা সেনের চরিত্রের জন্য আগেও একাধিক পুরস্কার উঠেছে অহনার ঝুলিতে। এবার সেই তালিকায় যোগ হল আরো এক নতুন পালক। সম্প্রতি সেরা খলনায়িকা হয়ে ‘বাংলার গর্ব অ্যাওয়ার্ড’ পেয়েছেন অহনা। সেই খুশির খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করে নিয়ে ক্যাপশনে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ বিন্দু মাসির পর এবার হাজির ‘বিন্দা মেসো’! নিত্য নতুন টুইস্টে দর্শকদের মন কাড়ছে ‘নিম ফুলের মধু’

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,পুরস্কার,Award

অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দর্শকরা জানেন ধারাবাহিকে সূর্য-দীপাকে সারাক্ষণ নাকানি চোবানি খাওয়াচ্ছে মিশকা। বিবাহিত সূর্যকে পাওয়ার আশায় একের পর এক চক্রান্ত করে চলেছে মিশকা। আর মূর্খের মতো সূর্যও অন্ধ বিশ্বাস করে চলছে মিশকাকে। বারবার মিশকার এই শয়তানি দেখে রীতিমতো বিরক্ত দর্শকরাও। তাই সকলেই এখন অপেক্ষায় রয়েছেন কবে মিশকার মুখোশ খুলবে আর মিল হবে সূর্য-দীপার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥