• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর সহ্য নয়, বাঘিনী হয়ে সব বদলা নেবে দীপা! ফাঁস অনুরাগের ছোঁয়ার তুলকালাম পর্ব

Published on:

Anurager Chhowa Deepa Threats Kumar and warns to fight back

ষ্টার জলসার (Star Jalsha) হিট সিরিয়ালের মধ্যে অন্যতম অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। ২০২২ সালে শুরু হয়ে আজও চলছে ধারাবাহিকটি। তবে এবার আর অসহায় নয়, বরং বাঘিনীর মত প্রতিবাদ করবে দীপা। একসময় বেঙ্গল টপার হলেও বর্তমানে সেরা দশের তালিকায় ওঠানামা করছে গল্প। টিআরপি না বাড়ায় শেষ করারও চিন্তাভাবনা চলছে এমনটাই গুজব শোনা যাচ্ছে!

তবে তার আগেই আবারও ধামাকা পর্ব দেখিয়ে কামব্যাক করতে চাইছে দীপা। কিছুদিন আগেই দেখা গিয়েছিল কুমার আর পারিজাত সেন মাইল দীপাকে বাজেভাবে ফাঁদে ফেলেছিল। অনেকেই ভেবেছিলেন রুপার চিকিৎসার টাকা জোগাতে গিয়ে আবারও নতুন বিপদে পড়ল সে। কিন্তু তা হয়নি, সন্তানেরজন্য বাঘিনীর মত ফিরেছে দীপা। গাড়িতে করে পাচার করার আগেই ঝাঁপ মেরেছে। এটা কিডন্যাপার দেরও কল্পনার অতীত ছিল।

Anurager Chhowa Deepa accident promo

এখানেই শেষ নয়, বরং শুরু। দীপাকে চিকিৎসার জন্য যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সূর্য সেখানেই ডাক্তার হিসাবে কাজ করছিল। দীপার এই অবস্থা দেখে সূর্য নিজেও ভেঙে পরে, তবে চিকিৎসায় কোনো খামতি রাখেনি। এরপর সেখানে উপস্থিত হয় অর্জুন, নিজেকে স্বামীর পরিচয় দিয়ে দীপাকে সেখান থেকে নিয়ে চলে যেতে চায় সে। এই সব কথা সূর্য শুনে ফেলে আর সমস্ত ব্যাপারটাই আবারও ভুল ভাবে। কতদিনে এই ভুল ভাঙে এখন সেটাই দেখার।

আরও পড়ুনঃ দর্শকদের জন্য দারুন সুখবর! আবারও পর্দায় ফিরছেন প্রতীক-সোনামণি, ফাঁস হল ভিডিও

এদিকে সুস্থ হয়ে দীপা সোজা হাজির হয় কুমারের অফিসে। অফিসে বেশ কিছু লোকের সামনে মেয়েদের কষ্ট কিছুতেই সহ্য করতে পারেনা বলে নাটক করতে থাকে। এমন সময় দীপা এন্ট্রি নিতেই মাথায় বাজ পরে কুমারের। তারপর উপস্থিত লোকজনদের বের করে কুমারকে রীতিমত থ্রেট করে দীপা। এমন একটা প্রতিবাদের কথা স্বপ্নেও ভাবতে পারেনি কুমার। তবে বুঝতে পারে দীপা মোটেই হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়।

Anurager Chhowa Kumar Shocked to See Deepa

আরও পড়ুনঃ উদার হতে গিয়ে কালিদাস, আবারও ‘অমানুষ’ পরাগকে বিয়ে শিমুলের! পর্ব ফাঁস হতেই ক্ষুদ্ধ দর্শকেরা

অন্যদিকে মিশকা জেলে থাকলেও আজও হাল ছাড়েনি। জেলে বাৎসরিক অনুষ্ঠানের কথা শুনতেই আবারও নতুন ফন্দি আঁটছে সে। নাচে নাম লিখিয়ে সে ভাবে এই সুযোগ পালানোর। তারপর আবারও সূর্য-দীপার জীবন বিষিয়ে তুলবে। কিন্তু আদৌ কি সেটা হবে? জানতে হলে চোখ রাখুন টিভির পর্দায় আর টাটকা আপডেটের জন্য ফলো করুন বংট্রেন্ডকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥