• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত আমির খানের অনস্ক্রিন মেয়ে! আচমকা প্রয়াণের খবরে শোকাহত গোটা বলিউড

Published on:

Amir Khan's Dangal Actress Junior Babita Phogat Suhani Bhatnagar Passed Away

বলিউড থেকে মিলল দুঃসংবাদ! প্রয়াত আমির খানের অনস্ক্রিন কন্যা। সুপারহিট ছবি ‘দঙ্গল’ অভিনেত্রী সুহানি ভাটনাগর (Suhani Bhatnagar Passed Away) আর নেই। ছবিতে কুস্তিগীর ‘মহাবীর সিং ফোগাত’ এর মেয়ে ববিতা ফোগাতের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল তাকে। যেমনটা জানা যাচ্ছে মাত্র ১৯ বছর বয়সেই প্রয়াত সুহানি ভাটনাগর।

আচমকা এই খবরে অনেকেই চমকে গিয়েছেন। এত কম বয়সে কিভাবে প্রাণ হারালো অভিনেত্রী? এই ব্যাপারে জানা যাচ্ছে, কিছুদিন আগেই দুর্ঘটনায় পা ভেঙেছিল সুহানির। সেই চিকিৎসা চলাকালীন যে ওষুধ চলছিল তা পার্শ্বপ্রতিক্রিয়া শুরু করে। যার ফলে শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। এটাই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো অভিনেত্রীর।

Amir Khan Dangal Movie Junior Babida Fogat Actress Suhani Bhatnagar Passed Away

আরও জানা যাচ্ছে অভিনেত্রী চিকিৎসার জন্য দিল্লির এইমস এ ভর্তি ছিলেন। তবুও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এত কম বয়সে অভিনেত্রীর মৃত্যু সত্যি হৃদয় বিদারক। আজ অর্থাৎ শনিবারই অভিনেত্রীর বাড়ি ফরিদাবাদে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আরও পড়ুনঃ কোটি টাকা থেকেও কপালে নেই সুখ, পরিবারক ঝামেলায় জেরবার এই ৫ বলি তারকাদের জীবন

সুহানির প্রয়াণের খবর পাওয়ার পর আমির খানের প্রোডাকশন হাউসের পক্ষ থেকে শোকবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলে হয়েছে, সুহানির চলে যাওয়ার খবরে আমরা মর্মাহত। তাঁর মা ও পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল’। শেষে বলা হয়, সুহানি, তুমি সর্বদায় নক্ষত্র হয়ে থাকবে আমাদের হৃদয়ে।

Dangal Actress Suhani Bhatnagar Passed Away

প্রসঙ্গত, ‘দঙ্গল’ ছাড়াও বেশ কিছু টিভি অ্যাডভার্টাইসমেন্টে দেখা গিয়েছিল সুহানিকে। তবে পড়াশোনা শেষ হাও হওয়ায় পুরো দমে  বলিউডে কাজ শুরু করেননি তিনি। কথা ছিল পড়াশোনা শেষ হওয়ার পর বলি দুনিয়ায় কাজ শুরু করবেন, কিন্তু সেটা আর হল না…।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥