• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় করতে গিয়ে মার পর্যন্ত খেয়েছেন! প্রসেনজিতের নায়িকা মৌমিতাই এখন ‘সন্ধ্যাতারা’র বিধবা মা

Updated on:

All you need to know about Prosenjit Chatterjee's heroine Moumita Chakraborty

Once Prosenjit Chatterjee’s heroine Moumita Chakraborty now in Sandhyatara : বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলে মৌমিতা চক্রবর্তী (Moumita Chakraborty)। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ২৮ বছর পার করে ফেলেছেন তিনি। একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থেকে শুরু করে টলিউডের (Tollywood) একাধিক নাম করা অভিনেতাদের নায়িকা হয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু এখন আর বড় পর্দায় কাজ নেই। তাই এখন বাংলা সিরিয়ালের নায়িকাদের মা কিংবা পিসিমাদের চরিত্রে অভিনয় করেই টিকে রয়েছেন এই অভিনেত্রী।

বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘সন্ধ্যাতারা’ নায়িকা সন্ধ্যা-তারার বিধবা মায়ের চরিত্রে। সম্প্রতি নিজের অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানান খুঁটিনাটি বিষয় নিয়ে আনন্দবাজার অনলাইনের সাথে মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে তিনি জানিয়েছেন অভিনয় জীবনে তিনি আজ যতটুকু সাফল্য পেয়েছেন তার জন্য মৌমিতা আজ কৃতজ্ঞ। তবে অভিনয়ে আসার শুরুটা এতটাও সহজ ছিল না।

টলিউড,Tollywood,প্রসেনজিৎ চ্যাটার্জী,Prosenjit Chatterjee,মৌমিতা চক্রবর্তী,Moumita Chakraborty,বাংলা সিরিয়াল,Bengali Serial,সন্ধ্যাতারা,Sandhyatara,বাঙালি অভিনেত্রী,Bengali Actress

কারণ অভিনেত্রীর কথায় জানা যায় তার পরিবারের সদস্যরা শুরু থেকেই একটু সেকেলে ছিলেন। এই পেশাটাকে তারা কেউই ভালোভাবে দেখতেন না। যোগমায়া দেবী কলেজে পড়াশোনার করার সময় প্রথমেই তিনি সুযোগ পেয়েছিলেন একটি শাড়ির বিজ্ঞাপনে। সেখানে বেশ কিছুদিন মডেলিং করার পর ‘জননী’ সিরিয়ালে প্রথম অভিযোগ অভিনয় করার সুযোগ পান তিনি। এরপর পর পর দুটো সিরিয়ালে অভিনয় করার পর সোজা পা রাখেন বড় পর্দায়।

শুরু থেকেই তাঁর লক্ষ্য ছিল বাংলা সিনেমার নায়িকা হওয়া। সেই লক্ষ্য পূরণ করতে একসময় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায় কিংবা রঞ্জিত মল্লিকের মত অভিনেতাদের সাথে। সে সময় কোন প্রশিক্ষণ নেওয়া ছিল না অভিনেত্রীর। তবে অভিনেত্রীর কথায় সেই সময়কার পরিচালকরা ছিলেন তাই তাদের কাছে স্যারের মতো। মার খেয়ে বকুনি খেয়েই শিখেছিলেন সবটা।

আরও পড়ুনঃ কূটকচালি-পরকীয়া গল্পই সুপারহিট! চিনে নিন বাংলা সিরিয়ালের বিখ্যাত ৪ লেখিকাদের

টলিউড,Tollywood,প্রসেনজিৎ চ্যাটার্জী,Prosenjit Chatterjee,মৌমিতা চক্রবর্তী,Moumita Chakraborty,বাংলা সিরিয়াল,Bengali Serial,সন্ধ্যাতারা,Sandhyatara,বাঙালি অভিনেত্রী,Bengali Actress

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন ‘এখনকার স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের শাসন করতে পারেন না ! আমাদের সময় ওসব বাধা ছিল না। তখনকার পরিচালকরা মাস্টারমশাই ছিলেন। শিখিয়ে নিতেন সবকিছু। স্যারের মতো ছিলেন তারা। খুব অপমানিত ‘হারজিৎ’ সিনেমার শুটিং করতে গিয়ে। কিন্তু তারপর সেই অপমান থেকেই শিক্ষা নিয়েছিলাম। সেই ভুল আর কোনদিন করিনি।’

আরও পড়ুনঃ ইউনিফর্ম ছেড়ে ছেঁড়া জিন্স আর ক্রপ টপে ঝড় তুলল জগদ্ধাত্রী! কায়দা দেখে বেহুঁশ নেটপাড়া

এইভাবেই টানা ১০ থেকে ১২ বছর বড় পর্দায় অভিনয় করেছিলেন তিনি। এর পরেই একসময় অভিনেত্রী একটি ভুল সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। যদিও সেসব এখন তাঁর জীবনে অতীত। অভিনেত্রী এখন সুখে শান্তিতে সংসার করছেন দুই সন্তান নিয়ে। স্বামীর সাথেই  ফাটিয়ে সংসার করছেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায় তিনি এখন ভালো বর পেয়েছেন সংসার পেয়েছেন তাই এখন তারা কোন আক্ষেপ নেই। তবে এই বয়সে বাংলা সিরিয়ালের মা-পিসীমার চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে মৌমিতা জানিয়েছেন ৪০ বছর বয়সে এসে তিনি আর নায়িকা চরিত্র পাবেন না। তাই নায়িকা হওয়ার আশাও রাখেন না তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥