• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কপালকুন্ডলার নবকুমার থেকে শিমুলের শয়তান দেওর, রইল পর্দার ‘পলাশ’র অজানা কাহিনী

Updated on:

All you need to know about Kar Kache Koi Moner Kotha serial Polash actor Sounak Ray

Sounak Ray Bio : বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের মুখে মুখে ঘুরছে এখন একটাই সিরিয়াল, তা হল জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। এই সিরিয়ালের নায়িকা শিমুলের (Shimul) ওপরে অকথ্য অত্যাচার করে চলেছে তার শাশুড়ি এবং দেওর পলাশ (Polash)। আর নতুন বউয়ের ওপর সেইসব অত্যাচার নির্বোধের মতো দেখছে তার স্বামী পরাগ। ধারাবাহিকে শিমুলের এই দেওরের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা সৌনক রায় (Sounak Roy)

তবে কার কাছে কই মনের কথা সিরিয়ালের আগে সৌনককে শেষবার দেখা গিয়েছিল ‘খেলাঘর’ সিরিয়ালে। এই সিরিয়াল শেষ হওয়ার পর একটানা প্রায় দশ মাস কাজ ছাড়া বসে ছিলেন অভিনেতা। সদ্য নতুন সিরিয়ালে কামব্যাক করার পর ইউটিউব চ্যানেল টলিউড ফোকাস কলকাতার সাথে আড্ডা জমিয়েছিলেন অভিনেতা। সেখানেই অভিনেতা জানিয়েছেন খানিকটা ইচ্ছাকৃতভাবেই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। কারণ সে সময় তিনি যে ধরনের চরিত্রে অভিনয় করার প্রস্তাব পাচ্ছিলেন তা তার পছন্দ ছিল না একেবারেই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পলাশ,Polash,সৌনক রায়,Sounak Roy,নবকুমার,Nabakumar,কপালকুণ্ডলা,Kopalkundola,অজানা কথা,Unknown Fact

তবে এদিন সৌনক জানিয়েছেন এই নতুন সিরিয়ালের পলাশ চরিত্রটি প্রত্যেকটি মধ্যবিত্ত বাঙালি বাড়ির একেবারে পরিচিত একটি চরিত্র। সৌনকের বিশ্বাস আগামী দিনে মায়ের আঁচল ছেড়ে বৌদির সাথে হয়তো ভালো সম্পর্ক তৈরি হবে পলাশের।  সৌনকের কথায় জানা গিয়েছে অভিনয়ের পাশাপাশি তার রয়েছে লেখালেখির অভ্যাসও। একটা সময় অ্যাকাউন্টেন্সি অনার্সের ছাত্র ছিলেন তিনি। অভিনয়ে আসার জন্য নাকি একসময় চাকরির অফার লেটার পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ ফাটিয়ে দিচ্ছে শিমুল-ফুলকি, আদৌ সেরা হল অনুরাগের ছোঁয়া? রইল ওলটপালট TRP তালিকা

বর্তমানে কার কাছে কই মনের কথা সিরিয়ালে শিমুলের শয়তান দেওর পলাশের চরিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেতা। পর্দায় সৌনকের গা জ্বালানো সংলাপ আর অভিনয় দেখে তার দিকে রীতিমতো তেড়ে আসেন দর্শকরা।

আরও পড়ুনঃ বাপ বাপ বলে বাড়বে TRP! পাল্টে যাচ্ছে স্বয়ম্ভু? জগদ্ধাত্রীর নতুন বর হয়ে আসছেন এই অভিনেতা

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পলাশ,Polash,সৌনক রায়,Sounak Roy,নবকুমার,Nabakumar,কপালকুণ্ডলা,Kopalkundola,অজানা কথা,Unknown Fact

এই ধারাহিকে শিমুলের খারাপ দেওর পলাশের চরিত্রে অভিনয় করলেও একসময় তিনিই অভিনয় করেছিলেন স্টার জলসার ‘কপালকুণ্ডলা’ সিরিয়ালের প্রধান নায়ক নবকুমারের চরিত্রে। এছাড়াও ইতিপূর্বে ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘ মা মঙ্গলচন্ডী’, ‘ঠাকুমার ঝুলি’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥