Alia Bhatt Ed A Mamma : বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) সকলের কাছেই পরিচিত। একদিকে যেমন সুপারহিট কিছু ছবি নায়িকা হয়ে জনপ্রিয়তা পেয়েছেন তেমনি সদ্য হলিউডেও কাজ করে ফেলেছেন। কিন্তু এর পরেও খারাপ সময় চলছে অভিনেত্রীর? এমন প্রশ্ন উঠছে কারণ সম্প্রতি দেশের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানির (Mukesh Ambani) মেয়ে ঈশা আম্বানিকে (Isha Ambani) নিজের সম্পত্তি বিক্রি করলেন আলিয়া।
আসলে মুকেশ আম্বানির তিন সন্তানই যেন রত্ন। আনন্দ আম্বানি, অনন্ত আম্বানির মত মেয়ে ঈশা আম্বানিও ইতিমধ্যেই ব্যবসার জগতে বেশ নাম করেছেন। ভারত থেকে বিদেশ সর্বত্র নিজেদের ব্যবসার প্রসার করে চলেছে আম্বানি গ্রূপ। এরই মধ্যেই আলিয়ার সম্পত্তি কিনে নিতেই তা সংবাদ মাধ্যম্যের শিরোনামে পরিণত হয়েছে। কিন্তু হটাৎ কেন সম্পত্তি বিক্রি করতে গেলেন আলিয়া ভাট?
বলিউডের তারকাদের সিনেমা করে কোটিকোটি টাকা আয় হয় ঠিকই। তবে এছাড়াও একাধিক দিকে নিজেদের টাকা বিনোয়োগ করেন সকলেই। বিশেষ করে অভিনেত্রীরা নিজেদের ফ্যাশন ব্র্যান্ড চালু করেন, যার মধ্যে জামা-কাপড় থেকে মেকআপের জিনিসপত্র থাকে। তেমনি আলিয়াও নিজের ব্র্যান্ড ‘এড এ মাম্মা’ (Ed A Mamma) খুলেছিলেন আজ থেকে ৩ বছর আগে। যেখানে প্রেগনেন্সি চলাকালীন মহিলাদের ও বাচ্চাদের জামা-কাপড় বিক্রি হত।
আরও পড়ুনঃ জ্যাস-দীপা সাবধান! মা-মেয়ের গল্প নিয়ে ফিরছেন অপরাজিতা আঢ্য, প্রোমো আসতেই তোলপাড় নেটপাড়া
কোম্পানি খুলে ফেললেও লাভের মুখ সেভাবে দেখতে পাননি আলিয়া। তাই সিদ্ধান্ত নেন কোম্পানি বিক্রির, আর এই সুযোগেই ‘এড এ মাম্মা’র ৫১ শতাংশ কিনে নীল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়াতে রীতিমত হইচই শুরু হয়ে গিয়েছে। শুধুই কি লাভের অভাবে বিক্রি করে দিলেন কোম্পানি? নাকি এর পিছনে রয়েছে আরও কোনো কারণ!
আরও পড়ুনঃ সাউথের গল্প চুরি করেই তৈরী ‘জওয়ান’! দেখা মাত্রই শাহরুখকে হাতেনাতে ধরল নেটিজেনরা
সূত্রমতে খবর, ‘এড এ মাম্মা’ (Ed A Mamma) এর দায়িত্বে ছিল এটার্নালিয়া ক্রিয়েটিভ কোম্পানি। এই কোম্পানির ডিরেক্টর খোদ আলিয়া ভাট। তবে সেটা হয়তো এখন আর রইল না। কারণ রিলায়েন্সের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেড এড এ মাম্মা চুক্তিবদ্ধ হয়েছে সেটা জানানো হয়েছে।
এবার প্রশ্ন হল কোম্পানি বিক্রি করে কত কোটি আয় হল আলিয়ার? এর অফিসিয়াল উত্তর না মিললেও, জানা যাচ্ছে ৩০০-৩৫০ কোটি টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছে। অর্থাৎ নিজের কোম্পানির ৫১% বিক্রি করে ৩৫০ মালকিন হয়েছেন আলিয়া ভাট।