• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক রিচার্জেই ১৫ OTT সাথে ৩ জিবি ডেটা, Jio এর মাথায় বাজ ফেলে মালামাল প্ল্যান লঞ্চ করল Airtel

Jio আসার পর পাল্টে গিয়েছে দেশের মানুষের ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি। তবে টেলিকম মার্কেটে Jio কে টেক্কা দেওয়ার মত একটাই কোম্পানি রয়েছে সেটা হল Airtel। জানলে অবাক হবেন চারিদিকে জিও ব্যবহারকারী বেশি মনে হলেও আদতে ভারতবর্ষে এয়ারটেলের গ্রাহকের সংখ্যা জিও এর ঠিক পরেই।

গ্রাহকদের জন্য মাঝে মধ্যেই লোভনীয় অফার নিয়ে হাজির হয় Jio ও Airtel দুজনেই। আসলে বর্তমানে কলিংয়ের জন্য একপ্রকার টাকা লাগে না বললেই চলে। কারণ সব কোম্পানিই আনলিমিটেড কলিং দিচ্ছে। কিন্তু কে কতটা ইন্টারনেট ডেটা দিচ্ছে ও অন্যান্য সুবিধা দিচ্ছে তার ওপরেই নির্ভর করে গ্রাহকেরা কোন টেলিকম সংস্থার প্রতি আকৃষ্ট হবে। আর এবার দিওয়ালির মুখে একেবারে ধামাকাদার রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে হাজির এয়ারটেল (Airtel)

   

Airtel New 399 Plan vs Jio 399

স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে দিন দিন জনপ্রিয় হচ্ছে বিভিন্ন ওটিটি অ্যাপ। পছন্দের সিরিয়েল, সিনেমা তো বটেই সাথে ওয়েব সিরিজও এই OTT প্ল্যাটফর্মেই পাওয়া যায়। নিজের সময় মত যেখানে খুশি দেখা যায় সব কিছুই তাই টিভির বদলে OTTকে বেশি প্রাধান্য দিচ্ছেন অনেকেই। আপনিও যদি OTT ব্যবহারকারী হন তাহলে আপনার জন্য একবারে ধামাকা অফার আনল Airtel।

আরও পড়ুনঃ সিম কার্ডের একটি কোণা কেন কাটা থাকে? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তর

Airtel Recharge Offer

এয়ারটেল ৩৯৯ রিচার্জ প্ল্যান (Airtel Rs 399 Plan Details)

আনলিমিটেড কলিং তো বটেই সাথে থাকছে প্রতিদিন ৩ জিবি ৪জি ডেটা যা দিয়েই অনায়াসেই OTT এর কন্টেন্ট উপভোগ করতে পারবেন। সাথে ১০০ এসএমএসও থাকবে। তবে এর সাথে মিলবে ১৫টি OTT প্লাটফর্মের চ্যানেলের সাবস্ক্রিপশন। এখানেও শেষ নয়, থাকবে Wynk মিউজিক, Airtel Xtreme Play ও Airtel Hello Tunes এর সুবিধা। তবে এত কিছু সুবিধা থাকলেও প্ল্যান কিন্তু একেবারে সাধ্যের মধ্যেই।

ধামাকেদার এই প্ল্যানের দাম মাত্র ৩৯৯ টাকা (Airtel 399 Recharge Plan), যার ভ্যালিডিটি থাকবে ২৮ দিন। প্রতিপক্ষ Jio তেও এই একই দামে ৩ জিবি ডেটা পাওয়া যায়। কিন্তু যে ১৫টি OTT চ্যানেলের সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে তা মেলে না। তাই এমন একটা রিচার্জ যে গ্রাহকদের নজর কাড়বে সেটা বলাই যায়।

site