• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মুক্তি দিয়েছে নাকি মৃত্যু দিয়েছে!’ ‘মিশকা’ অহনাকে নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মা চাঁদনি

‘ডান্স বাংলা ডান্স’র হাত ধরে একসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল চাঁদনি (Chandni Ganguly)-অহনার (Ahona Dutta) মা-মেয়ের জুটি। তাঁদের নাচ মন জয় করে নিয়েছিল সকলের। রিয়্যালিটি শোয়ের হাত ধরে জনপ্রিয়তা লাভের পরেই অহনার সামনে খুলে যায় অভিনয়ের দরজা। ‘অনুরাগের ছোঁয়া’র খলনায়িকা ‘মিশকা’ (Mishka) চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।

স্টার জলসার এই ধারাবাহিকে যোগ দেওয়ার পর থেকে আস্তে আস্তে পাল্টে যেতে শুরু করে চাঁদনি আর অহনার সম্পর্কের সমীকরণ। সিরিয়ালে কাজ করার সুবাদে রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের (Dipankar Ray) সঙ্গে সম্পর্কে জড়ান অহনা। মেয়ের এই সম্পর্ক শুরু থেকেই মেনে নিতে পারেননি চাঁদনি। আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকে মা-মেয়ের মধ্যে।

   

Chandni Ganguly talks about daughter Ahona Dutta

সম্প্রতি দীপঙ্কর-অহনার সম্পর্কের এক বছর পূরণ হয়েছে। বিশেষ দিনে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেন ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) অভিনেত্রী। অহনা বলেন, তিনি নিজের মা-কে মুক্ত করে দিয়েছেন। মেয়ের এহেন বক্তব্য নজর এড়ায়নি চাঁদনির। এবার একই সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন তিনি।

আরও পড়ুনঃ ‘মা’কে মুক্ত করেছি’, প্রেমিকের জন্য মায়ের হাত ছেড়ে সাক্ষাৎকারে অকপট পর্দার ‘মিশকা’ অহনা

সাক্ষাৎকারে অহনা বলেছিলেন, তিনি নিজের মা-কে মুক্ত করে দিয়েছেন। এখানেই না থেমে পর্দার মিশকা বলেন, তাঁর মা হয়তো এরকম জীবনই চেয়েছিলেন। বন্ধুদের সঙ্গে এখন ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি অহনা এও বলেন, মা ভালো আছে দেখে তিনি নিজেও খুশি।

Ahona Dutta and Dipankar Ray, Ahona Dutta boyfriend, Ahona Dutta Mishka

মেয়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে চাঁদনি বলেন, মাকে মুক্তি দিয়েছে নাকি মৃত্যু দিয়েছে! ২০১২ সালে অহনার বাবার থেকে আলাদা হওয়ার পর অহনাই আমার সব ছিল। আমার মা-বাবা ওর জন্য নিজের ব্যবসাও বিক্রি করে দিয়েছিলেন। এখন ও বলছে, আমি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইতাম? আগে তো এমনটা আমার প্রয়োজন ছিল না। মেয়েকে বড় করাই আমার স্বপ্ন ছিল’।

আরও পড়ুনঃ প্রতিভা থাকলেও কদর করেনি টলিউড! ‘আমি শিরদাঁড়া বিক্রি করিনি তাই…’, বিস্ফোরক টোটা রায় চৌধুরী

এখানেই না থেমে চাঁদনি বলেন, ‘মৃত্যুর আগে আমি মরে যেতে চাই না। আমাকে বাঁচাতে আমার বন্ধুরা ঝাঁপিয়ে পড়েছিল। ওঁরা আমার ছোটবেলার বন্ধু। তবে জানুয়ারি মাস থেকে আমি বিশ্বাস করি আমার আর কোনও সন্তান নেই’। চাঁদনি একথা বললেও এখনও পর্যন্ত অহনা এই বিষয়ে পাল্টা কোনও জবাব দেননি।