• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জগদ্ধাত্রী পুজোতেও একসাথে কাঞ্চন-শ্রীময়ী, ছবি দেখেই ‘তোমরা কি প্রেম করছো?’ প্রশ্ন নেটিজেনদের

Published on:

Kanchan Mullick and Sreemoyee Chattoraj attends Snehasish Chakraborty’s Jagaddhatri Puja

গত দু’বছর ধরে চর্চার কেন্দ্রে রয়েছে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) ব্যক্তিগত জীবন। তিনি কি আদৌ শ্রীময়ী চট্টোরাজের (Sreemoyee Chattoraj) সঙ্গে প্রেম করছেন? তা নিয়ে বিস্তর আলোচনা চলে নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই একে অপরের সঙ্গে ছবি শেয়ার করেন তাঁরা। অধিকাংশ সময় রঙমিলান্তি পোশাকে দেখা যায় দু’জনকে। আর সেই ছবিগুলির নীচে সবচেয়ে বেশি যে কমেন্ট দেখা যায় তা হল ‘তোমরা দু’জন কি প্রেম করছ’?

কাঞ্চন-শ্রীময়ীর প্রেমের জল্পন শুরু হয় বছর দুয়েক আগে থেকে। তখন সদ্য ভোটে জিতে তৃণমূলের বিধায়ক হয়েছেন কাঞ্চন। সেই সময় অভিনেতার সঙ্গে বিবাদের খবর প্রকাশ্যে আনেন তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। স্বামীর বিরুদ্ধে ‘পরকীয়া’র মতো গুরুতর অভিযোগ এনেছিলেন তিনি। এখন আদালতে চলছে কাঞ্চন-পিঙ্কির ডিভোর্সের মামলা। একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকছেন পিঙ্কি।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj in Jagaddhatri Puja

তবে গত দু’বছরে কাঞ্চন-শ্রীময়ী ঘনিষ্ঠতা বেড়েছে। দুর্গা পুজোর উদ্বোধন হোক বা অভিনেতার বাড়ির কালী পুজো- সর্বত্র একসঙ্গে দেখা যায় দু’জনকে। চলতি বছর দীপাবলির আবহে বড়মার দর্শন করতেও সম্ভবত একসঙ্গে গিয়েছিলেন তাঁরা। জগদ্ধাত্রী পুজোতেও (Jagaddhatri Puja) এর ব্যতিক্রম হল না।

আরও পড়ুনঃ দীপার দিন শেষ! ধামাকা পর্বে রাজত্ব করছে জ্যাস-পর্ণা-ফুলকি, রইল সপ্তাহের ওলটপালট TRP তালিকা

সম্প্রতি পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর (Snehasish Chakraborty) বাড়ির জগদ্ধাত্রী পুজোয় একসঙ্গে গিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। সেদিনকার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ অভিনেত্রীর পরনে রয়েছে নীল রঙের শাড়ি। চুল খোঁপা করে বাঁধা, তাতে লাগানো রয়েছে ফুল। অপরদিকে কাঞ্চন পরেছেন সবুজ রঙের পাঞ্জাবি।

আরও পড়ুনঃ ‘আমারটা গেল না’, দাদাগিরির মঞ্চে শিমূলের সামনে ফাঁস সৌরভের মনের কথা, রইল ভিডিও

Kanchan Mullick and Sreemoyee Chattoraj in Jagaddhatri Puja

সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি শেয়ার করে পর্দার সুধাময়ী তথা শ্রীময়ী লেখেন, ‘মাননীয় পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বাড়ির জগদ্ধাত্রী পুজোয়। এত সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ’।

শ্রীময়ী কাজের নিরিখে বলা হলে, সদ্য ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র সফর শেষ করেছেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে ধারাবাহিকে কাজের অভিজ্ঞতা শেয়ার করে নেন তিনি। শ্রীময়ী লেখেন, ‘এই প্রথম আমি পিরিয়ডিক্যাল ড্রামায় অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। সেই অনুভূতিটা দারুণ ছিল’।

অভিনেত্রী আরও লেখেন, ‘আপনাদের চোখে হয়তো সুধাময়ী খুব দুষ্টু, খুব শয়তান, খুব বদমাইশ। তবে সুধাময়ী জার্নিটা আমার কাছে শুধু একটা ইমোশন নয়। নিজের হাতে গড়ে তোলা একটা চরিত্র। বহু জায়গায় অনুষ্ঠান/ফাংশান করতে গিয়ে আমি শুনেছি ওই তো কুচুটে পিসিটা এসে গিয়েছে, আর কত শয়তানি করবে গো ফুলপিসি…’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥