• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বন্ধ গান গাওয়া, হারিয়েছেন কথা বলার শক্তি! অদিতি মুন্সির অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন ভক্তরা

Published on:

Aditi Munshi opens up about her illness and cancelled all her shows

জি বাংলার (Zee Bangla) ‘সারেগামাপা’র (SaReGaMaPa) হাত ধরে উত্থান হয়েছে বহু প্রতিভাবান সঙ্গীতশিল্পীর। এমনই একজন গায়িকা হলেন অদিতি মুন্সি (Aditi Munshi)। যেমন মিষ্টি তাঁকে দেখতে, তেমনই সুন্দর গানের গলা। নিজের তুখোড় গায়কীর মাধ্যমে অজস্র মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। অদিতির গলায় ভক্তিগীতি শুনতে রীতিমতো মুখিয়ে থাকেন সঙ্গীতপ্রেমী মানুষরা। আচমকা তাঁকেই গান গাওয়া বন্ধ করে দিতে হলো!

বছর পঁয়ত্রিশের এই সঙ্গীতশিল্পীর জন্ম বাগুইআটিতে। ‘কৃষ্ণকলি আমি তাকেই বলি’ সিরিয়ালে একাধিক ভক্তিমূলক গান গেয়ে সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন তিনি। তবে শুধু গায়িকাই নন, অদিতির রয়েছে আরও একটি পরিচয়। তিনি একজন বিধায়কও। গান, রাজনৈতিক কাজ এবং সংসার সামলানো- এসব করেই তুমুল ব্যস্ততায় দিন কাটে অদিতির। তাহলে কি ব্যক্তিগত জীবনের কারণেই আচমকা গান বন্ধ করে দিলেন তিনি?

Saregamapa Famous Aditi Munshi Music Class fees

উৎসবের এই আবহে একাধিক শো ছিল অদিতির। ২০ নভেম্বর ডানকুনির ষষ্ঠী তোলা উল্কা সংঘ ক্লাব, ২২ নভেম্বর চন্দননগর কানাইলাল পল্লী, ২৩ নভেম্বর কনকপুরের বালিপুর তরুণ সংঘ ক্লাবে অনুষ্ঠান ছিল গায়িকার। এছাড়া ২৬ নভেম্বর বাবুঘাট এবং কদমতলা ঘাটেও গান গাওয়ার কথা ছিল তাঁর। তবে আচমকাই একের পর এক নিজের সব শো বাতিল করে দেন গায়িকা। যে কারণ অনুষ্ঠানের আয়োজকরাও খানিকটা সমস্যায় পড়ে যান। কিন্তু জগদ্ধাত্রী পুজোর আবহে কেন আচমকা এই সিদ্ধান্ত নিলেন গায়িকা?

আরও পড়ুনঃ ৪ নম্বর বিয়ে সারলেন সারেগামাপা খ্যাত নোবেল, ফাঁস নতুন বৌকে কোলে নিয়ে আদরের ছবি!

গায়িকা সব শো বাতিল করে দিয়েছেন শুনেই নানান রকম জল্পনা-কল্পনা শুরু হয়ে যায় ভক্তমহলে। কেউ ভাবছেন, রাজনৈতিক কারণে গান থেকে বিরতি নিয়েছেন তিনি। কারোর আবার অনুমান, গায়িকা হয়তো গর্ভবতী তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে অদিতি নিজেই জানালেন আসল কারণ।

Aditi Munshi cancelled all her show for illness

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অদিতি লেখেন, ‘শারীরিক অসুস্থতার কারণে নভেম্বর মাসের পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলি বাতিল করতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠানের কর্মকর্তা ও শ্রোতা বন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার স্থির বিশ্বাস আপনাদের ভালো ভালোবাসায় ও আশীর্বাদে খুব তাড়াতাড়ি আবারও আপনাদের গান শোনাতে ফিরে আসব’।

আরও পড়ুনঃ অবাঙালি হলেও দুর্দান্ত অভিনয়ের দৌলতে জিতেছেন দর্শক মন, রইল টেলি পাড়ার এমনই ৭ তারকাদের তালিকা

গায়িকা জানিয়েছেন, গলার অবস্থা এতটাই খারাপ যে ভালো করে কথাটুকুও বলতে পারছেন ন। চিকিৎসকের পরামর্শে আপাতত গান গাওয়াটা তাই বন্ধ রেখেছেন। বাড়িতেও খুব একটা কথা বলছেন না। তবে অদিতির আশ্বাস, শীঘ্রই ফের সুস্থ হয়ে সকলকে গান শোনাবেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥