• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলার ঝেড়ে চলছে হিন্দি ইন্ডাস্ট্রি! টুকলির অভিযোগে শুরুর আগেই বিতর্কে আদৃজার নতুন মেগা

Updated on:

Adija Roy New Hindi Serial Imli is inpired from Bengali Serial Love Biye Ajkal

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সদ্য সম্প্রচার শুরু হয়েছে নতুন বাংলা সিরিয়াল (Love Biye Ajkal) ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Ajkal)। আর সিরিয়াল শুরু হতে না হতেই একেবারে শুরুতেই এই সিরিয়ালের গল্প চুরির অভিযোগ উঠল বাংলার এক জনপ্রিয় অভিনেত্রী অদৃজা রায়ের (Adrija Roy) হিন্দি সিরিয়ালের (Hindi Serial) বিরুদ্ধে। টেলিভিশনের পর্দায় যীশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থার তৈরী এই সিরিয়ালের বয়স সবেমাত্র চারদিন।

আর এরই মধ্যে এবার এসে গেল এই একই প্লট নিয়ে তৈরি বাংলা টেলিভিশনের  জনপ্রিয় অভিনেত্রী অদৃজা রায়ের হিন্দি সিরিয়াল ‘ইমলি’ (Imli)। লাভ বিয়ে আজকাল শুরুর আগেই প্রথম যে প্রোমো প্রকাশ্যে এসেছিল তার সাথে হুবহু মিলে যাচ্ছে এই ইমলি সিরিয়ালের প্রোমো। বাংলা সিরিয়ালটির প্রোমোতে দেখা গিয়েছিল ‘স্ক্যান্ডেল’ বারের  মালিক ওমকার সেখানকার গায়িকা শ্রাবণকে একটা কাজের কথা জানিয়ে বেশি টাকার প্রস্তাব দিয়েছিল।

Love Biye Aaj Kal, Love Biye Aaj Kal promo

প্রথমে সেই অফার ফিরিয়ে দিলেও পরবর্তী প্রোমোতে দেখা গিয়েছিল নিজের পরিবারের কথা চিন্তা করে ওমকারের দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যায় শ্রাবণ। তারপর দেখা যায় ওম-এর সাথে চুক্তির বিয়ে করতে কোর্টে হাজির হয়েছে শ্রাবণ। আর সদ্য প্রকাশ্যে আসা হিন্দি সিরিয়াল ইমলির প্রমোতে দেখা গিয়েছে অদৃজাও নিজের পরিস্থিতির চাপে বারে গান গাইছে।

আরও পড়ুনঃ গর্ভবতী হয়ে ডাক্তারি পরীক্ষা দিলেও বাস্তবে পেরোয়নি স্কুলের গন্ডি! রইল ‘তোমাদের রাণী’র আসল পরিচয়

আর তার গান শুনেই তখন তাকেও সেই বাড়ির মালিক একটা প্রস্তাব দিয়ে বেশি টাকা অফার করে। বাংলা সিরিয়ালের মত একই ভাবে এই হিন্দি সিরিয়ালও সেই প্রস্তাবটা আসলে কি তা নিয়ে সাসপেন্স তৈরী করা হয়েছে। প্রসঙ্গত বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় নায়িকা অদৃজা আগেই পাড়ি দিয়েছিলেন হিন্দি সিরিয়ালের জগতে।

আরও পড়ুনঃ মহালয়ায় দুর্গা সাজবেন কোয়েল! জল্পনায় সিলমোহর, প্রকাশ্যে এল চ্যানেলের নাম

 

আর আগেও কালার্স টিভির জনপ্রিয় সিরিয়াল ‘দুর্গা অর চারু’তে নায়িকা হয়েছিলেন তিনি। আর সেই সিরিয়াল শেষ হতে না হতেই এবার স্টার প্লাস-এর নতুন সিরিয়ালে মুখ্য চরিত্রে  নতুন রূপে দেখা গেল তাঁকে। যা দেখে একদিকে যেমন অদৃজার অনুরাগীরা আনন্দে লাফাচ্ছেন অন্যদিকে বাংলা সিরিয়ালের গল্প হওয়ায় টুকলির অভিযোগ এনে ট্রোল করছেন কেউ কেউ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥