• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহালয়ায় দুর্গা সাজবেন কোয়েল! জল্পনায় সিলমোহর, প্রকাশ্যে এল চ্যানেলের নাম 

Published on:

Koel Mallick as Durga on Star Jalsha's Mohaloya 2023

শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজোর (Durga Puja) কাউন্টডাউন।হাতে গোনা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। মহালয়া (Mohaloya) ছাড়া অসম্পূর্ণ দুর্গাপুজো। এই মহালয়া দিনেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুভ সূচনা হয় দেবী পক্ষের। আরএই বিশেষ দিনেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী শোনা প্রত্যেক বাঙালির অভ্যাস।

তবে রেডিওতে মহালয়া শোনার পাশাপাশি টিভিতে মহালয়া দেখার চলও রয়েছে বহুদিন ধরে। তাই পূজো আসতেই   প্রতিটি চ্যানেলে চ্যানেলে দেবী দুর্গা সাজার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ছোটপর্দা থেকে বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের দেবী দুর্গা রূপে ধরা দেন টেলিভিশনের পর্দায়। কিছুদিন আগেই জানা গিয়েছে এবছর স্টার জলসার (Star Jalsha) পর্দায় মহালয়ার প্রযোজনা  করবেন জনপ্রিয় টলিউড প্রযোজক নিসপাল সিংরানে’র প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস।

Tollywood actress Koel Mallick as Durga on Star Jalsha's Mohaloya

তাই স্টার জলসার পর্দায় এ বছর টলিউড (Tollywood) অভিনেত্রী কয়েল মল্লিকের (Koel Mallick) দুর্গা সাজা একপ্রকার নিশ্চিত ছিলই। গতকাল রাখি পূর্ণিমার দিনেই সেই জল্পনায় সিলমোহর দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে মহালয়ার স্ক্রিপ্ট এর ছবি শেয়ার করে নিয়েছিলেন কোয়েল। ইনস্টা স্টোরিতে মহালয়ার স্ক্রিপ্টের ছবি শেয়ার করে নিয়েছিলেন কোয়েল। সেখানেই হাইলাইট করা ছিল পার্বতীর ডায়লগ। সেই স্টোরির ক্যাপশনেই কোয়েল হ্যাশট্যাগ দিয়ে লিখেছিলেন , ‘মহালয়া,স্টার জলসা’।

আর এবার প্রকাশ্যে এল অভিনেত্রীর দুর্গারূপের ছবি। আসলে আজ  ইনস্টা স্টোরিতে দেবী দুর্গারূপে হাতে লাল আলতা আর কলকা আঁকা ছবি শেয়ার করে নিয়েছেন কোয়েল। সেইসাথে ক্যাপশনে লিখেছিলেন, ‘মহালয়া, স্টার জলসা’।  প্রসঙ্গত আজ থেকে দু’বছর আগে কালার্স বাংলায় দুর্গা সেজে ছিলেন কোয়েল। আগেও দুর্গা সেজে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন কোয়েল।

টলিউড,Tollywood,কোয়েল মল্লিক,Koel Mallick,দুর্গা,Durga,স্টার জলসা,Star Jalsha,মহালয়া,Mohaloya

তাই এবারও তার অন্যথা হবে না। ইতিমধ্যেই জানা গিয়েছে  জি বাংলার পর্দায় এ বছর দেবী দুর্গা সাজবেন  এই চ্যানেলেরই জনপ্রিয় ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। আর আর পার্বতী হবেন রাসমণি অভিনেত্রী  দিতিপ্রিয়া রায়। তার বিপরীতে শিবের ভূমিকায় দেখা যাবে ‘ফুলকি’ সিরিয়ালের নায়ক রোহিত অভিনীত অভিষেক বসুকে। আর দেবী লক্ষ্মী সাজবেন ‘ফুলকি’ অভিনেত্রী দিব্যানি মন্ডল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥