• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বাধীনতার ৭৬ বছর পর পাল্টে যাচ্ছে দেশের নাম? নতুন নাম প্রকাশ্যে আসতেই হইচই গোটা ভারতবর্ষে

Published on:

India Name Changing Controversy President of Bharat photo viral over internet

INDIA name change : ব্যক্তি হোক বা দেশ (Country), নাম (Name) দিয়েই হয় তার পরিচয়। নাম যদি পাল্টে যায় তাহলে তার পরিচিতিতেও অনেখানি প্রভাব পড়ে। গত কয়েক সপ্তাহ ধরে যেমন আমাদের দেশের নাম পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি যেমন খবর মিলেছে, G20 সামিটের পর কেন্দ্রীর সরকারের ডাকা বিশেষ অধিবেশনে (Parliament Special Session) দেশের নাম বদলের প্রস্তাব দেওয়া হতে পারে।

কেন্দ্রের দেওয়া এই নাম বদলের প্রস্তাব যদি পাশ হয়ে যায় এবং সংবিধানেও যদি সংশোধন করা হয় তাহলে বদলে যাবে দেশের নাম। শুধু হিন্দি নয়, ইংরেজিতেও আমাদের দেশের নাম হবে ‘ভারত’ (Bharat)। আন্তর্জাতিক ক্ষেত্রেও ‘ইন্ডিয়া’র (India) বদলে ‘ভারত’ নামটাই ব্যবহার করা হবে। কিন্তু এখন প্রশ্ন উঠতেই পারে, হঠাৎ কেন ‘ইন্ডিয়া’ নামটি বদল করার ভাবনা এল?

India name change

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, দেশের প্রতিরক্ষামন্ত্রী ইতিমধ্যেই ‘ইন্ডিয়া’ নাম সরানোর দাবি জানিয়েছেন। রাজনাথ সিংয়ের বক্তব্য, ‘ইন্ডিয়া’ শব্দবন্ধটির সঙ্গে ঔপনিবেশিক দাসত্বের একটা যোগ রয়েছে। একাধিক সাংসদও ‘ইন্ডিয়া’র পরিবর্তে দেশের নাম ‘ভারত’ রাখার পক্ষপাতী বলে জানা গিয়েছে।

 আরও পড়ুনঃ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ইতিহাস গড়ল চন্দ্রযান-৩! রইল শুরু থেকে চাঁদে পৌঁছনোর চমকে দেওয়া জার্নি

আরও পড়ুনঃ পৃথিবী ছাড়িয়ে মহাবিশ্বেও বাংলার জয়! ‘চন্দ্রযান-৩’ অভিযান সফলতায় বড় অবদান ৭ বাঙালি বিজ্ঞানীর

দেশের নাম পরিবর্তনের পক্ষে সুর চড়িয়েছেন RSS-ও। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠনের প্রধান এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের দেশ ভারতের নামে ইন্ডিয়া শব্দটির ব্যবহার বন্ধ হোক। সব ক্ষেত্রে ভারত নামের ব্যবহার শুরু করা হোক। তাহলেই পরিবর্তন আনা সম্ভব হবে। নিজের দেশকে ভারত নামে সম্বোধন করা শুরু হোক এবং অপরকেও এটা বোঝানো হোক’।

India name change, G20 Summit dinner invitation

সম্প্রতি দেশের নাম বদলের পরিপ্রেক্ষিতে আরও একটি খবর সামনে এসেছে। আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে G20 নৈশভোজের আমন্ত্রণপত্রেও ‘ভারত’ নামের উল্লেখ রয়েছে। ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র (President of India) পরিবর্তে সেই আমন্ত্রণপত্রে লেখা রয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President of Bharat)। এরপর থেকে এই বিষয়টি নিয়ে চর্চা আরও জোরালো হয়েছে।

Mamata Banerjee, Mamata Banerjee on India name change

সম্প্রতি এই বিষয়ে মুখ খোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ভারত তো আমরাও বলি। নতুন করে করার তো এখানে কিছু নেই। আমরা প্রত্যেকে জানি, ইন্ডিয়া মানেই ভারত। কিন্তু গোটা দুনিয়া আমাদের ইন্ডিয়া নামে চেনে। হঠাৎ আজ এমন কী হল দেশের নামটাই বদলে দেওয়া হবে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥