• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১২ লাখ টাকা খরচ করে মানুষ থেকে কুকুর হলেন জাপানের যুবক! ছবি দেখে চেনা হচ্ছে দায়

কুকুর মানুষ,কুকুর,জাপান,টোকো,কুকুরের পোশাক,Dog,Dog man,Toko,Japan,toko dog

শখ মানুষের নানান রকম। একেক জনের একেক রকম। আর শখ মেটাতে মানুষ নিজেদের শেষ অবধিও দিয়ে দেয়। লক্ষ লক্ষ টাকাও খরচ করে। কারোর শখ ট্যাটু করা তো কারোর চুল রঙ। এমন নানারকমের শখের নজির আমাদের চোখে ধরা পড়ে। কিন্তু সম্প্রতি এক উদ্ভট শখের জেরে শিরোনাম কাড়লেন এক জাপানি যুবক। স্রেফ শখ পূরণ করতে এই যুবক মানুষ থেকে হলেন আস্ত কুকুর। শুনে অবাক লাগলেও ঘটনাটা বাস্তব।

এই কান্ড ঘটাতে প্রায় ১২ লক্ষ টাকা খরচ করেছেন এই ব্যক্তি। জাপানের যুবক, নাম টোকো, ছোট থেকেই সে সারমেয় অন্তঃ প্রাণ। মানুষের থেকেও বেশি বিশ্বাসযোগ্য তার কাছে কুকুর। তাই সারমেয় হওয়ার শখ ছিল তার। নিজের রোজকার জীবনে অনেক কিছুই সে কুকুরের মতো করে। খাওয়া দাওয়া, হাঁটাচলাতেও মাঝে মধ্যেই কুকুর হয়ে ওঠে সে। এখন প্রশ্ন হল, কীভাবে এই অসাধ্য সাধন করলেন তিনি? না কোনোও প্লাস্টিক সার্জারি, অস্ত্রোপচার কিছুই তিনি করেননি।

কুকুর মানুষ,কুকুর,জাপান,টোকো,কুকুরের পোশাক,Dog,Dog man,Toko,Japan,toko dog

বরং তিনি যোগাযোগ করেছিলেন একজন কস্টিউম ডিজাইনারের সঙ্গে৷ টোকোর ক্রেতা হিসেবে আবদার ছিল এমন একটা কস্টিউম বানিয়ে দিতে হবে যা পরলে হুবুহু কুকুরের মতো দেখতে লাগে। টোকোর ইচ্ছেটা পূরণ করা মোটেই সহজসাধ্য ছিলনা।

আরও পড়ুনঃ যেমন কর্ম তেমনি ফল! চুরি করতে এসে কুকুরের ভয়ে আত্মারাম খাঁচা চোরের, রইল ভাইরাল ভিডিও

কুকুর মানুষ,কুকুর,জাপান,টোকো,কুকুরের পোশাক,Dog,Dog man,Toko,Japan,toko dog

তবু ১২ লাখ টাকার বিনিময়ে এই অসম্ভবকেও সম্ভব করা গিয়েছে। অবিকল কুকুরের এমন পোশাক গড়েছেন তারা যার ভিতর ঢুকলে টোকো মানুষ থেকে নিমেষে হয়ে উঠছে কুকুর। এই পোশাক পরিহিত অবস্থায় টোকোকে একটা কুকুরের থেকে আলাদা করা যাচ্ছিল না। ঘটনা প্রকাশ্যে আসতেই কার্যত আকাশ থেকে পড়ছেন নেটিজেনরা। ভীড় জমতে শুরু করেছে টোকোর সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥