সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘আরআরআর’ (RRR)। রিলিজের আগে থেকে ছবিটি নিয়ে ব্যাপক চর্চা চলছে, আর ছবি রিলিজ হওয়ার পরেই সুপারহিট। ইতিমধ্যেই ৮০০ কোটিরও বেশি টাকা উপার্জন করে ফেলেছে ছবিটি। ছবিতে একটি নয় দুটো নায়ক রয়েছে, জুনিয়র এনটিআর (Jr. NTR) ও রামচরণ (Ramcharan)। দুজনেরই দুর্দান্ত অভিনয় মন কেড়ে নিয়েছে দর্শকদের।
ছবিতে জুনিয়ার এনটিআর, রামচরণ ছাড়াও বলিউড থেকে অজয় দেবগন ও আলিয়া ভাটকে দেখা গিয়েছে অভিনয় করতে। ছবির কাহিনী অনুযায়ী জুনিয়র এনটিআর ও রামচরণ দুজনের মধ্যে প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও পরেই সেটা শত্রুতায় বদলে যায়। যদিও সেই শত্রুতা শেষ পর্যন্ত আবারও পরে বন্ধুত্বে বদলে যায়। কিন্তু অনেকেই হয়তো জানেন না ছবির কাহিনীর সাথে বাস্তবের একটা বিশাল মিল রয়েছে।
বিগত প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে জুনিয়র এনটিআর ও রামচরণের পরিবারের মধ্যে শত্রুতা রয়েছে। কিন্তু কী কারণে সেই শত্রুতা এত বছর ধরে কেনই বা রয়েছে শত্রুতা? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছি বংট্রেন্ডের পর্যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক দুই অভিনেতার পরিবারের মধ্যে থাকা শত্র্যতার সম্পর্কে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন অভিনেতা এনটি রামা রাও। তারই নাতি জুনিয়র এনটিআর। এনটিআর ছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারহিট নায়ক তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাই তাকে নিয়ে চর্চা প্রায় সর্বদাই লেগে থাকত। অন্যদিকে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ছেলে রামচরণ আর বাবা যেমন নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রিতে নাম করেছিলেন। ঠিক তেমনই নিজের নাম উজ্জ্বল করেছেন রামচরণ।
আরআরআর ছবির প্রচারের সময় জুনিয়র এনটিআর তার ও রামচরণের পরিবারের একটি গোপন তথ্য তুলে ধরেন। অভিনেতা জানান যে বিগত ৩০ থেকে ৩৫ বছর ধরে তার পরিবার ও রামচরণের পরিবারের মধ্যে শত্রুতা রয়েছে। জুনিয়র এনটিআর বলেন, ‘দুজন অভিনেতা যারা সম্পূর্ণ আলাদা আলাদা প্রেক্ষাপট থেকে এসেছে তাই আমি যে কি বলব সেটা বুঝতে পারছি না। প্রায় ৩০ থেকে ৩৫ বছরের শত্রুতা রয়েছে আমাদের পরিবারে। কিন্তু ছবিতে অভিনয়ের পর সমস্ত টা পাল্টে গিয়েছে আমার জন্য। বেতমানে দুজনেই কিন্তু খুব ভালো বন্ধু’।
আরও পড়ুনঃ বাস ড্রাইভারের ছেলে থেকে সাউথের ছবির সুপারস্টার, KGF 2 নায়ক যশের জীবনটাই যেন আস্ত সিনেমা
জুনিয়র এনটিআর অভিনেতা রামচরন কি নিজের ভাইয়ের মত বলে মনে করেন। কিছুদিন আগে একটি ছবি শেয়ার করেছিলেন যাতে লেখা ছিল, ‘ রামচরণ আমার ভাই, তোমাকে ছাড়া আর আর আর ছবিতে অভিনয় করেছি ভাবতেই পারি না। তাই শুধু ভিন্ন হয় তোমাকে ছাড়া অসম্পূর্ণ থেকে যেত ছবিটি’।