জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকে চলছে শিবরাত্রি স্পেশাল পর্ব। যদিও পরাগের সাথে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে এখনও সেই বাড়িতে আনাগোনা লেগেই রয়েছে। এমনকি যে শতদ্রু এত কিছু করে শিমুলকে নরকের মত পরিস্থিতি থেকে বের করল তার কাছেও যায়নি শিমুল। বদলে পরাগের অ্যাকসিডেন্ট হতেই শ্বাশুড়ির কথা ভেবে হয়তো পরাগকেই আবার বিয়ে করতে পারে সে!
যারা সিরিয়ালের নিয়মিত দর্শক তারা জানেন, সম্প্রতি প্রাক্তন স্বামীর জন্য শিবরাত্রির ব্রত পালন করেছে শিমুল। উপোস করে থেকে স্নান করে লাল পাড় সাদা শাড়ি পরে পাড়ার শিব মন্দিরে হাজির হয়েছে শিবের মাথায় জল ঢালার জন্য। এদিন প্রতিবেশীরা তো বটেই সাথে ছিল শ্বাশুড়ি মধুবালা দেবীও।
আসলে ননদ পুতুলের বিয়ের দিনেই খবর আসে আচমকা অ্যাকসিডেন্ট হয়েছে পরাগের। শোনামাত্রই হাসপাতালে দৌড়ে যায় শিমুল। এরপর স্ত্রীর পরিচয় দিয়ে বন্ডে সই করে অপারেশন হয়। সুস্থ হয়ে পরাগ বাড়ি ফিরেছে ঠিকই কিন্তু সে আর চলতে পারবে না এমনটাই জানিয়েছে ডাক্তার। যেটা শুনে মধুবালা পড়েছেন চিন্তায় যে কিভাবে সংসার চলবে।
আরও পড়ুনঃ পোয়াতি হতেই পর্ণার যত্নে ব্যতিব্যস্ত বাবুউউ’র মা! ফাঁস ‘নিম ফুলের মধু’র চোখ জোড়ানো পর্ব
এমন সময় পরাগে স্কুলের প্রধান শিক্ষক দেখা করতে এলে তাঁর কাছে একটা চাকরি ভিক্ষা চায় শিমুল। যার উত্তরে প্রধান শিক্ষক জানান, চাকরি তো সে পেতেই পারে কিন্তু পরাগের আইনত স্ত্রী হিসাবে। এই প্রোমো দেখেই রীতিমত ক্ষুদ্ধ দর্শকেরা। তবে কি আবার অমানুষ পরাগকেই বিয়ে করবে শিমুল? কারণ পরাগ যে নতুন করে কোনো নাটক করছে না এটা নিয়ে এখনও সন্দেহ রয়েছে দর্শকদের একাংশের মধ্যে।
আরও পড়ুনঃ ‘আবার বর চাই?’ শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালতেই কটাক্ষের মুখে শ্রাবন্তী
এদিকে যে শতদ্রু নিজের বিয়ে পর্যন্ত ভেঙে দিয়ে ভালোবাসার টানে বারেবারে ছুটে এসেছে তাকেই ফিরিয়েছে শিমুল। দর্শকদের একটা বৃহৎ অংশ চায় যে শিমুল শতদ্রুর সাথে নতুন জীবন শুরু করুক। যদিও কাহিনী কিন্তু তার একেবারেই বিপরীতে এগোচ্ছে। আগে কি হবে সেটাই এখন দেখার।