কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে (Kanchan Sreemoyee Wedding) নিয়ে গতমাসের শেষ থেকেই সরগরম নেটপাড়া। একদিকে দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স অন্যদিকে তৃতীয় বিয়ের তোড়জোড়। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া হয়ে গিয়েছিল কাঞ্চনময়। ২রা মার্চ সামাজিক রীতিমেনে বিয়ের পর ৬ই মার্চ এলাহী রিসেপশনের আয়োজনও হয়েছিল। কিন্তু সেখানেই এমন এক ঘটনা ঘটল না নিয়ে রীতিমত বিতর্কের সৃষ্টি হয়েছ। এমনকি নেটিজেনদের অনেকেই ছিঃ ছিঃ করছেন!
কলকাতার অভিজাত হোটেল ‘গ্যালেরিয়া’তে আয়োজন হয়েছিল রিসেপশনের। কিন্তু সেখানে ঢোকার আগেই নজর আটকে গিয়েছে একটি ব্যানারে যেখানে লেখা রয়েছে, ‘প্রেস, নিরাপত্তারক্ষী, ড্রাইভারদের প্রবেশ নিষিদ্ধ। অসুবিধার জন্য দুঃখিত।’ ২০২৪ সালে দাঁড়িয়ে এমন একটা নিষেধাজ্ঞা জারি দেখে তীব্র নিন্দা শুরু করেছেন অনেকেই। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা পর্যন্ত নিন্দা করেছেন এহেন ঘটনা নিয়ে। আর এবার এই বিষয়ে মুখ খুললেন টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বডিগার্ড রাম সিং।
হিন্দুস্থান টাইমস বাংলার তরফ থেকে রাম সিংয়ের এতে যোগাযোগ করা হয়। সেখানে তিনি জানান, ‘হ্যাঁ লেখাটা আমায় দেখেছি। এটা একেবারেই ঠিক হয়নি, খুবই খারাপ বিষয়টা। সবাই তো মানুষ, এভাবে কাউকে ছোট করা ঠিক নয়। কে বডিগার্ড, কে ড্রাইভার যেই হোক না কেন, ইটা কিঠিক? একটা বিয়েবাড়ির মানি আনন্দ অনুষ্ঠান। অথচ সেখান ড্রাইভার, নিরাপত্তারক্ষীদের ঢোকা নিষিদ্ধ শুনতে ভালো লাগছে? এটা আমাদের কাজকে ছোট করা হল’।
আরও পড়ুনঃ বিয়ে মিটতেই আনন্দে আত্মহারা! দেদার নাচলেন কাঞ্চন-শ্রীময়ী, ফাঁস হতেই হু হু করে ভাইরাল ভিডিও
এমন একটা ঘটনা যে তাঁর মনে আঘাত লেগেছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। এমনকি তিনি এও জানান, দাদা অন্য কাজে ব্যস্ত ছিলেন তাই ওই দিন যেতে পারেননি। ওই দিনে অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত থাকলেও তিনিও প্রতিবাদ করতেন। হয় ঢুকতেনই না, নয়তো ঢুকে হাই হ্যালো করে যেহেতু আমরা বাইরে থাকতাম সেখান থেকে চলে আসতেন। যেখানে মানুষকে অসম্মান করা হয় সেখানে বুম্বাদা থাকেন না।
আরও পড়ুনঃ কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে চাঁদের হাট, শুভেচ্ছা জানাতে হাজির শ্রাবন্তী সহ কারা? ফাঁস হল ভিডিও
ড্রাইভার ও বডিগার্ডদেরমত সাংবাদিকদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছিল। এই বিষয়ে তিনি আরও বলেন, এটাও খুব অন্যায়। সংবাদমাধ্যম ও সাংবাদিকতা গুরুত্বপূর্ণ অংশ, তাদেও অসম্মান করা হয়েছে। শেষে ইংরেজ আমলের রেস্তোরা ও ক্লাবের বাইরের একটি লাইন “INDIANS AND DOGS ARE NOT ALLOWED” এর কথা মনে করিয়ে তিনি বলেন বিষয়টা ঠিক তেমন হল না?