আর বেশি দেরি নেই কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়েতে (Kanchan Mullick Sreemoyee Chattoraj Wedding)। জট বিয়ের দিন কাছে আসছে ততই বাড়ছে জল্পনা। আগামী ৬ই মার্চ বান্ধবী শ্রীময়ীর সাথেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা কাঞ্চন। আর এই বিয়ে ত্রুটিহীন করতে একপ্রকার জলের মত খরচ হচ্ছে টাকা।
ইতিমধ্যেই আইবুড়োভাত থেকে মেহেন্দির অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নেটপাড়ায় সেই সমস্ত ছবি শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে। তবে এবার চর্চায় উঠে এসেছে। সকলেই জেনে গিয়েছেন ৬ই মার্চ কলকাতার হো-চি-মিন সরণিতে বিখ্যাত হেরিটেজ প্রপার্টি ‘গ্যালেরিয়া ১৯১০’ (Galleria 1910) এ অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। ক্যামাক স্ট্রিটের রাস্তার ওপরের এই বিল্ডিংয়েই থাকতেন স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সাথে ছেলে স্যার বীরেন ও পুত্রবধূ লেডি রানুও থাকতেন।
কোথায় হবে কাঞ্চন-শ্রীময়ী বিয়ে?
১১৪ বছর পুরোনো এই বাড়িকে রিস্টোর করে নতুন রূপে সাজানো হয়েছে। কলকাতার বিখ্যাত আর্ট ক্লাব তথা রেস্টুরেন্টের মধ্যে অন্যতম এই প্রপাটি অনুষ্ঠানের জন্যও ভাড়া দেওয়া হয়। তবে একরাতের ভাড়া শুনলে আপনি চমকে যাবেন। ভাবছেন কত হতে পারে খরচ? তাহলে জেনে রাখুন ডেকোরেশন কাহারে ‘গ্যালেরিয়া ১৯১০’ এর এক রাতের ভাড়া ১ লক্ষ টাকা। এই টাকায় শুধুমাত্র বুকিং হবে, এতে খাবারের খরচ ও সাজানোর খরচ আলাদা।
আরও পড়ুনঃ দ্বিতীয় বৌকে ডিভোর্স দিয়ে তৃতীয় বিয়ের আইবুড়োভাত খেলেন কাঞ্চন-শ্রীময়ী! রইল ভাইরাল ছবি ও ভিডিও
কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের মেনুতে কি থাকছে?
শ্রীময়ী চট্টরাজের প্রথম বিয়ে হলেও কাঞ্চন মল্লিকের এটা তৃতীয়। তবে হবু স্ত্রীকে রাজকীয় একটা বিয়ের আয়োজন উপহার দিতে চান অভিনেতা। তাই কোনোরকম খামতি রাখেন নি। বিয়েতে বাঙালি খাবারই প্রধান্য পাবে তবে ভেজ ও নন ভেজে দুই রকমের মেনুই থাকবে। জানিয়ে রাখা ভালো গ্যারেলিয়া ১৯১০ এ ভেজে খালি এর খরচ ১০০০ প্রতি প্লেট থেকে শুরু। সেখানে বিয়েতে মটন ও পোলাও থাকছে আগে থেকেই কনফার্ম করেছেন শ্রীময়ী। তাই খাবারের খরচ কেমন হতে পারে সেটা আশা করি বুঝতেই পারছেন।
বিয়ের অনুষ্ঠানের খরচের আগেও বিয়ের কার্ডের জেরে ব্যাপক চর্চায় উঠে এসেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। সোশ্যাল মিডিয়াতে বিয়ের কার্ডের একটি ছবিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে রাজস্থানী পোশাকে রাজা ও রানীকে। এছাড়াও বিয়ের দিন শ্রীময়ী ও কাঞ্চনকে সাজানোর জন্য মুম্বাই থেকে ডিজাইনার আসবেন, তিনিই ঠিক করবেন পোশাক।
আরও পড়ুনঃ পিয়া কিংবা প্রশ্মিতা নন, অনুপম রায়ের প্রথম স্ত্রী কে ছিলেন? এতদিনে ফাঁস হল পরিচয়
View this post on Instagram
প্রসঙ্গত, কাঞ্চন ও শ্রীময়ীর মধ্যে বয়সের ফারাক অনেকটাই বেশি। সেই নিয়ে অনেকেই কটাক্ষ করেছেন। সেই সমস্ত ট্রোলারদের উদ্দেশ্যে শ্রীময়ী বলেন, ‘আপনারা নিজেদের সমবয়সী প্রেমগুলো টিকিয়ে রাখতে পারছেন না কেন তবে?’