বর্তমানে টলিপাড়ায় হট টপিক কাঞ্চন ও শ্রীময়ী চট্টরাজের বিয়ে (Kanchan Mullick Sreemoyee Chattoraj Wedding)। দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দিয়ে ৫৩ বছর বয়সে বিয়ে করছেন অভিনেতা। অন্যদিকে কাঞ্চনের থেকে ২৭ বছরের ছোট শ্রীময়ী। তবে শ্রীময়ী প্রথম নন, এর আগে দোলন রায় (Dolon Roy) ও দীপঙ্কর দে’ও বিয়ে করেছেন।
বিয়ের আগে ২২ বছর ধরে লিভিং সম্পর্কে ছিলেন দুজনে। এরপর ২০২০ সালে আইনি মতে বিয়ে সারেন তাঁরা। বিয়ের সময় দোলন ও দীপঙ্করের বয়স ছিল যথাক্রমে ৪৯ ও ৭৫। বিয়ের পর তাদের নিয়ে বিস্তর আলোচনা চলেছিল নেটপাড়ায়। একইভাবে কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে নিয়ে চলছে চর্চা।
নেটিজেনদের অনেকের মতেই শ্রীময়ীর মতই একই পথ পেরিয়ে এসেছেন দোলন। তাই শ্রীময়ীকে বিয়ের আগে কি উপদেশ দিলেন দোলন? কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে নিয়ে ব্যাপক চর্চা থেকে কটাক্ষ চলাকালীন দোলন বলেন, ‘একজন তৃতীয় ব্যক্তি হয়ে কাউকে জ্ঞান দেব না। যে সম্পর্ক তৈরী করেছে তাঁর নিশ্চই কোনো বিশেষ গুন্ রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে। তাই তো সাহস করে সম্পর্ক করেছে।’
আরও পড়ুনঃ দ্বিতীয় বৌকে ডিভোর্স দিয়ে তৃতীয় বিয়ের আইবুড়োভাত খেলেন কাঞ্চন-শ্রীময়ী! রইল ভাইরাল ছবি ও ভিডিও
দোলন বিশ্বাস করেন শ্রীময়ী সাহসের সাথে নিজেদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাবেন। কিছুদিন আগে এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে শারীরিক সম্পর্কের প্রসঙ্গ উঠতে তিনি বলেন, ‘একটা সময় পর্যন্ত সব ঠিক ছিল, তারপর যা হয়, মেয়েরাই সর্বদা কম্প্রোমাইজ করে। না হলে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। ও তো আমার জীবনের প্রায় প্রথমই তাই আমি স্যাচুরেটেড হয়ে গেছি। ও হয়তো শেষ বয়সে ওর পারা না পারা নিয়ে স্যাচুরেটেড’।
আরও পড়ুনঃ পিয়াকে বিয়ে করে জুটেছিল ‘বউ চোর’ তকমা! এবার অনুপমের তৃতীয় বিয়ের আগে মুখ খুললেন পরমব্রত
অবশ্য এখানেই শেষ হয়নি, অভিনেত্রী আরও বলেন, ‘মানুষটার ভালোবাসা প্রচন্ড বেশি, আমার ভালো লাগা খারাপ লাগার এতটাই খেয়াল রাখে যে এগুলো আর খুব গুরুত্বপূর্ণ হয়নি’। এদিকে শ্রীময়ী আবার স্বামী কাঞ্চনকে ‘হট’ বলেই আখ্যা দিয়েছেন। শ্রীময়ীর মতে, বাবার মতোই জীবনসঙ্গী চেয়েছিলেন। স্বামীর সিক্স প্যাক নাই থাকতে পারে তবে বোঝাপড়ায় যেন খামতি না থাকে।