বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সিংহভাগ লোকেই রিলায়্যান্স Jio ব্যবহার করেন। টেলিকমের বাজারে জিও ছাড়াও Airtel,Vodafone রয়েছে ঠিকই, তবে যতদিন যাচ্ছে কম্পিটিশন ততই জোরালো হচ্ছে। আর এবার Airtel এর বিরুদ্ধে বাজিমাত করা রিচার্জ প্যাক নিয়ে হাজির হল মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও।
প্রতিদিন ১ জিবি থেকে শুরু করে ৩ জিবি পর্যন্ত ডেটার একাধিক প্ল্যান রয়েছে। তবে এবার অল্প খরচেই গোটা বছরের জন্য ধামাকা প্ল্যান নিয়ে হাজির Jio। যেখানে আনলিমিটেড কলিং থেকে শুরু করে হাইস্পীড ডেটা তো থাকছেই সাথে ভ্যালিডিটি মিলবে ৩৬৫ দিনের।
ফ্রি ডেটা, কলিংয়ের পাশাপাশি মাসে ৩০০ করে বছরে ৩৬০০ এসএমএস ও পাওয়া যাবে। প্রতিমাসে ২ জিবি করে মোট ২৪ জিবি ডেটা পাওয়া যাবে। তবে ২৪ জিবি শেষ হলেও চিন্তা নেই, কারণ স্পিড কমে 64Kbps এ আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর আপনার যদি 5G ফোন হয় তাহলে তো চিন্তায় নেই, আনলিমিটেড হাই স্পীড ফাইভজি ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ Apple Watch অতীত! অবাক করা দামে হেব্বি ফিচার্স, ২০ দিনের ব্যাটারির স্মার্ট ওয়াচ আনল Redmi
এখানেও শেষ নয়, এই সমস্ত পরিষেবার পাশাপাশি Jio টিভি, Jio টিউনস, Jio সিনেমা থেকে শুরু করে Jio ক্লাউড স্টোরেজও পাবেন একেবারে বিনামূল্যে। এবার নিশ্চই ভাবছেন এত ফিচারের প্ল্যানের জন্য কত টাকা খরচ হবে? উত্তর হল মাত্র 4.64 টাকা প্রতিদিন।
রিলায়েন্স Jio এর 366 দিনের এই প্ল্যানের দাম হল 1559 টাকা। আপনিও যদি একবারে গোটা বছরের জন্য রিচাজের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাহলেই এই রিচার্জ আপনার জন্য একদম পারফেক্ট হতে পারে।