Mamata Banerjee in Didi No 1: গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। তখন থেকেই এই নিয়ে চলছিল নানান জল্পনা-কল্পনা। রচনা কি রাজনীতির দুনিয়ায় পা রাখতে চলেছেন নাকি ব্যাপারটা অন্য কিছু? এই নিয়ে বিস্তর চর্চা হয়েছে। অবশেষে জানা গেল আসল কারণ। যা শুনলে চমকে যেতে পারেন অনেকেই।
কোনও রাজনৈতিক আলোচনার জন্য নয়, বরং ‘দিদি নম্বর ওয়ান’র (Didi No 1) জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করতে নবান্নে গিয়েছিলেন রচনা। জি বাংলার (Zee Bangla) এই শোয়ে প্রত্যেকদিন নানান দিদির গল্প দেখতে পান দর্শকরা। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে এখানে। ‘দিদি নম্বর ওয়ান’র দর্শকদের জন্য এটা যে বিরাট বড় চমক তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নবান্ন থেকে বেরিয়ে রচনা বলেছিলেন, চ্যানেলের তরফ থেকে একটি প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর (Chief Minister) কাছে এসেছিলেন তিনি। এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগসূত্র নেই। এবার শোনা যাচ্ছে, ‘দিদি নম্বর ওয়ান’ সঞ্চালিকার এই প্রস্তাব গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দুই দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে এক মঞ্চে দেখতে পাবেন দর্শকরা। এখন প্রশ্ন হল, কবে দেখা যাবে এই এপিসোড?
আরও পড়ুনঃ ‘আরেকটা সুযোগ দেওয়া যায়না?’ কেঁদে ভাসিয়ে শিমুলকে অনুরোধ পরাগের, ‘কুমিরের কান্না’ বলছে দর্শকেরা
মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আগামী ২১ ফেব্রুয়ারি রচনার শোয়ের সেটে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ইনডোর স্টুডিও নয়, বরনহ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে ‘দিদি নম্বর ওয়ান’র মঞ্চে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে। শোনা যাচ্ছে, সম্পূর্ণ নিরাপত্তার বিষয় খতিয়ে দেখার জন্য ১৮ তারিখ তথা আজ রাজ্যের ডিরেক্টর সিকিউরিটির তরফ থেকে বৈঠক ডাকা হয়েছে। সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আগামী ২১ ফেব্রুয়ারি দিদির মঞ্চে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ‘দিদি নম্বর ওয়ান’র মঞ্চে হাজির হতে চলেছেন, এই খবর জানাজানি হওয়া মাত্রই শোরগোল পড়ে যায় সর্বত্র। সামনেই আবার লোকসভা ভোট। তার আগে রচনার শোয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিত হওয়ার বিষয়টিকে অনেকেই তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়েছেন। ‘দিদি নম্বর ওয়ান’ও কি হবে মুখ্যমন্ত্রীর ভোট প্রচারের একটি মাধ্যম? অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন।
আরও পড়ুনঃ কালবৈশাখী শেষে বৃষ্টি, মিটলো মেঘ-নীলের বোঝাপড়া! ইচ্ছে পুতুলে ছাদনা তলায় রাজযোটক, খুশি দর্শকেরা
মুখ্যমন্ত্রী ‘দিদি নম্বর ওয়ান’র মঞ্চে উপস্থিত থাকলেও, তাঁকে প্রতিযোগী হিসেবে দেখা যাবে নাকি অতিথি হিসেবে সেকথা এখনও জানা যায়নি। পাশাপাশি সম্প্রচারের দিনক্ষণও এখনও প্রকাশ্যে আসেনি। তবে অনুমান করা হচ্ছে, ২১ ফেব্রুয়ারি যদি শ্যুটিং হয়, তাহলে ৭ দিন কিংবা ১৫ দিন পর তারকা স্পেশ্যাল কোনও পর্ব অথবা রবিবারের বিশেষ এপিসোডে তা দেখানো হতে পারে।