রূপম ইসলাম (Rupam Islam) শুধু একজন গায়ক নন, তিনি ইমোশন। তাঁর বহু ভক্তের মুখেই শোনা যায় একথা। গত কয়েক সপ্তাহ ধরে সংবাদের শিরোনামে রয়েছেন তিনি। নেপথ্যে রূপমের মুখ থেকে বেরনো একটি অপভাষা। তবে তাঁর অনুরাগীদের দাবি, শো শেষে ক্লান্ত গায়ককে বিরক্ত করায় এমন অপশব্দের ব্যবহার করে ফেলেন তিনি। এরপর রূপম নিজেও এই বিষয়ে মুখ খোলেন।
পরবর্তী একটি লাইভ শোয়ে গায়ক (Singer) বলেন, ভক্তদের সঙ্গে ছবি তুলতে তিনি রাজি। তবে শো শেষ হওয়ার পর তাঁকে ৩০ মিনিট একটু দিতে। যাতে লাইভ পারফরম্যান্সের (Live Performance) ধকলটা তিনি কাটিয়ে উঠতে পারেন। দিন কয়েক আগেই আবার ছিল রূপমের জন্মদিন। বহু ভক্ত কেক নিয়ে হাজির হয়েছিলেন তাঁর কাছে। সেখানেই নিজের ভক্তদের সঙ্গে খোলামেলা কথা বলতে দেখা যায় গায়ককে। উঠে আসে গালাগালি-বিতর্কের (Abusive Language Controversy) প্রসঙ্গও।
রূপম বলেন, ‘আমি দেওয়ার পর থেকেই সেটা জনপ্রিয় হয়ে গিয়েছে। বাংলায় কিন্তু আরও অনেক নোংরা নোংরা গালাগালি রয়েছে। আমি সেসব কিন্তু দিই না। আমি এটা দিই কারণ আমার বাবা এটা দিতেন। এটা আমি পৈতৃক সূত্রে পেয়েছি। এবার যদি আমি খারাপ হই, তাহলে আমার বাবা খারাপ। আমার বাবা খারাপ হলে, আমি যেখান থেকে আসছি সেটা খারাপ। তাহলে সবটাই খারাপ’।
আরও পড়ুনঃ সৌজন্যবোধ নেই, সামনেই পা তুলে দেয়! নতুন প্রজন্মের তারকাদের ব্যবহার নিয়ে বিস্ফোরক শঙ্কর চক্রবর্তী
রূপমের কথায়, খারাপ হোক বা ভালো তাঁর মনে যেটা আসে সেটাই তিনি বলেন। কেউ তাঁকে কোনও চিত্রনাট্য লিখে দেয়নি। মুখের কথাই তাঁর প্রত্যেকটি শোয়ের ইউএসপি। গায়কের সংযোজন, ‘খারাপ থেকেই তো রক মিউজিক তৈরি হয়। গোটা বিশ্বে কোনও ঈশ্বর রক মিউজিক তৈরি করেছে? আমরা যদি আমাদের সমাজকে না মেনে নিতে পারি, সমাজের একটা অংশকে বর্জন করতে চাই তাহলে তো হয় না’।
রূপমের কথার সূত্রে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রসঙ্গও উঠে আসে। গায়ক বলেন, ‘রামকৃষ্ণ পরমহংসদেব যেমন অনেক ভালো কথা বলেছেন, তেমন খিস্তিও দিয়েছেন। ওটা বাদ দিলে তুমি ওনাকে পাবে না। তুমি মন খুলতে না পারলে মন খোলা কথা আসবে না। খারাপও আসবে না, ভালোও আসবে না। এই যে তোমরা এসেছো, আমি কিন্তু চুপ করে থাকিনি। তোমরা কি আমায় বলেছো কথা বলতেই হবে? আমি তবু বলছি। এটাই আমি। আমি কথা বলবো। আমাদের সমাজে যা কথা আছে, তার মধ্যে খুব খারাপ বলবো না, তবে মাঝারি খারাপ আমি বলবো। কারণ আমি সেটা গানে লিখি, অনুষ্ঠানে বলি। মঞ্চ থেকেও আমি ওই গালাগালি বহুবার দিয়েছি’।
আরও পড়ুনঃ স্ট্রাগল না করেই তারকা হয়েছিল! প্রয়াত অভিনেতা তাপস পালকে নিয়ে বোমা ফাটালেন চিরঞ্জিত
সবশেষে রূপম বলেন, ‘আমরা আমাদের মানুষসত্ত্বাকে ভালো না বাসি, সবসময় দেবত্ব চাই! দেবত্বে আমি বিশ্বাস করি না। আমার কথায়, ভালো হও, খারাপ হও, শয়তান হও, মানুষ হও। যদি তোমায় কেউ আঘাত করে তাহলে ঘুরে দাঁড়াতে হও’। গায়কের কথায়, অনেক সময় এমন পরিস্থিতি আসে হখন সততার বিলাসিতা ছেড়ে উপযুক্ত জবাব দিতে হয়। আর সেই সময় সেই ধরণের ভাষাতেই জবাবটা দেওয়া উচিত।